Ajker Patrika

বন্যার জন্য সরকারের ভুল নীতিকে দুষলেন রিজভী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২০ জুন ২০২৪, ২০: ১০
বন্যার জন্য সরকারের ভুল নীতিকে দুষলেন রিজভী

বৃহত্তর সিলেটে বন্যার জন্য সরকারের ‘ভুল নীতি’ ও ‘অপরিকল্পিত’ উন্নয়নকে দায়ী করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এসব অঞ্চলে বন্যাকবলিত মানুষের কাছে এখনো কোনো সরকারি ত্রাণ পৌঁছায়নি বলে অভিযোগ করেছেন তিনি। 

আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। 

সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেন, সরকারের ভুল নীতির খেসারত দিতে হচ্ছে আজ বন্যা উপদ্রুত মানুষদের। বিশেষজ্ঞদের অভিমত সিলেটের হাওর উন্নয়নের নামে চলছে অপরিকল্পিত কর্মকাণ্ড। নদীতে বাঁধ দিয়ে স্বাভাবিক গতি প্রবাহকে বাধাগ্রস্ত করার কারণেই বন্যার প্রকোপ বৃদ্ধি পেয়েছে। 

সরকারের সমালোচনা করে রিজভী বলেন, একই অঞ্চলে প্রতিবছর বন্যা হওয়ার পরেও ‘আর্লি ওয়ার্নিং সিস্টেম’ গড়ে তুলতে সক্ষম হয়নি সরকার। মানুষকে সীমাহীন দুর্ভোগের মধ্যে ঠেলে দেওয়া যে সরকারের কর্মসূচি, সে সরকারের দ্বারা একটি জাতির সর্বাঙ্গীণ উন্নতি লাভ কখনোই সম্ভব নয়। 

তিনি জানান, এদিকে উত্তর–পূর্বাঞ্চলের রংপুর ও ময়মনসিংহ বিভাগের অবস্থাও মারাত্মক সঙ্গীন। উজানের ঢল প্রবল গতিতে নেমে আসায় সিলেট ও রংপুর বিভাগে নদীগুলো উপচে দুই পাশে প্রবল বন্যার সৃষ্টি হচ্ছে। লাখ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। 

বিএনপির এই নেতা বলেন, ডামি সরকারের লুটেরা নীতির জন্যই ভুক্তভোগী জনগণের মর্মভেদী অশ্রুপাতের কারণ। আওয়ামী সরকার দেশের সার্বভৌমত্ব দুর্বল করে নিজের ক্ষমতাকে আঁকড়ে রাখার জন্য উন্নয়নের কর্মকৌশল নির্মাণ করেছেন। 

অর্থনৈতিক সংকটের কারণে অনেকেই এ বছর কোরবানি দিতে পারেননি জানিয়ে রিজভী বলেন, সরকারি হিসাবে অবিক্রীত থেকেছে ২৫ লাখ ৮১ হাজার গবাদিপশু। বাস্তবে এর সংখ্যা আরও অনেক বেশি। 

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব–উন–নবী খান সোহেল, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু, সহ–অর্থবিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, সহসম্পাদক সাইফ আলী খান, নির্বাহী কমিটির সদস্য তারিকুল আলম তেনজিং, কাজী রফিক প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত