Ajker Patrika

খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে সরকার ষড়যন্ত্রে লিপ্ত: রিজভী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২১ ডিসেম্বর ২০২১, ১৫: ২৬
খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে সরকার ষড়যন্ত্রে লিপ্ত: রিজভী

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে হত্যার উদ্দেশ্যে তাঁর চিকিৎসা নিয়ে সরকার নানামুখী ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। 

আজ মঙ্গলবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। রিজভী বলেন, ‘খালেদা জিয়ার মুমূর্ষু অবস্থাকে কোনোভাবেই বিবেচনায় না নিয়ে সরকার এক ভয়ানক মনুষ্যত্বহীন চক্রান্তে মেতে উঠেছে। তাঁকে পৃথিবী থেকে বিদায় করার জন্যই তাঁর চিকিৎসা নিয়ে সরকার নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।’ 

গত ১৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়া। লিভার সিরোসিসে আক্রান্ত হওয়ার পর এ পর্যন্ত তাঁর কয়েক দফা রক্তক্ষরণ হয়েছে। খালেদা জিয়া বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় এক চরম সংকটময় মুহূর্ত পার করছেন বলে সংবাদ সম্মেলনে জানান রিজভী। তিনি বলেন, খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বারবার বিদেশে পাঠানোর দাবি করা সত্ত্বেও সরকার রহস্যজনকভাবে নীরব থাকছে। যতই দিন যাচ্ছে, তাঁর শারীরিক অবস্থার ততই অবনতি ঘটছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত