Ajker Patrika

স্বাধীনতার সুফল আওয়ামী লীগ শেষ করে দিয়েছে: ফারুক

চাঁদপুর প্রতিনিধি
স্বাধীনতার সুফল আওয়ামী লীগ শেষ করে দিয়েছে: ফারুক

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবদিন ফারুক বলেছেন, ‘১৯৭১ সালের ২৫ মার্চ আমাদের নেতা শহীদ জিয়াউর রহমান চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। সে ঘোষণায় উজ্জীবিত হয়ে আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম। সেই স্বাধীনতার সুফল আজ আওয়ামী লীগ শেষ করে দিয়েছে।’ 

আজ শনিবার বিকেলে চাঁদপুর জেলা বিএনপির আয়োজনে শহরের চিত্রলেখা মোড়ে বিএনপি কর্তৃক ঘোষিত ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে ও সকল রাজবন্দীদের মুক্তির দাবিতে গণমিছিল পূর্বে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

জয়নুল আবদিন ফারুক বলেন, ‘আমাদের মিছিলের স্লোগান হবে আর তোমাদের ক্ষমতায় থাকতে দিতে চায় না দেশের মানুষ। স্লোগান হবে তেল ও বিদ্যুতের দাম কমাতে হবে। ২০ হাজার টাকার জন্য আর কোনো কৃষককে গ্রেপ্তার করা যাবে না।’ যারা এ দেশের টাকা পাচার করে, করোনার সার্টিফিকেট জাল করে তাঁদের বিচার আজকে এই দেশে হয় না বলেও উল্লেখ করেন বিএনপির এই নেতা। 

জয়নুল আবদিন ফারুক আরও বলেন, ‘বাংলাদেশের মানুষ আর আওয়ামী লীগের জুলুম-নির্যাতন এবং ভোটচুরি সহ্য করতে চায় না। এভাবে আর দেশ চলতে পারে না। জ্বালানি তেল, বিদ্যুৎ ও গ্যাসের দাম কমাতে হবে। আমাদের প্রিয় নেতা দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তি দিতে হবে।’ 

সমাবেশে আরও বক্তব্য রাখেন—চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সেলিম উল্যাহ সেলিম। 

বিএনপি কর্তৃক ঘোষিত ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে ও সকল রাজবন্দীদের মুক্তির দাবিতে গণমিছিল কর্মসূচি পালন করে বিএনপিএ সময় চাঁদপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য লায়ন হারুনুর রশিদ, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মুনির চৌধুরী, খলিলুর রহমান গাজী, সাবেক সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন খান বাবুল, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর খান, শহর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, সাধারণ সম্পাদক অ্যাড. হারুনুর রশিদসহ জেলা, সদর, শহর ও বিভিন্ন উপজেলা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। 

সমাবেশ শেষে চিত্রলেখার মোড় থেকে একটি গণমিছিল হাজী মহসীন রোড ও মুক্তিযোদ্ধা সড়ক হয়ে শহরের হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। 

এর আগে জেলার বিভিন্ন উপজেলা, শহরের বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতা-কর্মীরা সমাবেশস্থলে এসে মিলিত হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত