Ajker Patrika

জাতিসংঘের অধীনে স্বাধীন নিরপেক্ষ তদন্তের দাবি বিএনপির

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জাতিসংঘের অধীনে স্বাধীন নিরপেক্ষ তদন্তের দাবি বিএনপির

‘আমার বাবাকে ফিরিয়ে দেন। আমি বাবার সঙ্গে স্কুলে যেতে চাই। আমি স্কুলে গেলে সবাই বাবার কথা জিজ্ঞেস করে, আমি কাউকে বাবার কথা বলতে পারি না। সবার বাবা আছে, আমার বাবা নেই কেন? আমি আমার বাবাকে ফেরত চাই।’ এভাবেই সরকারের প্রতি তার গুমের শিকার বাবাকে ফেরত চাইছিলেন ৮ বছরের শিশু সাফা।

মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনের বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর বিএনপির উদ্যোগে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজিত এক মানববন্ধনে সাফার মতো প্রায় শতাধিক গুমের শিকার ব্যক্তিদের স্বজনেরা উপস্থিত হয়েছিলেন। মানববন্ধনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশে গুমের যথাযথ চিত্র তুলে ধরতে জাতিসংঘের অধীনে স্বাধীন নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।

গুমের শিকার সূত্রাপুর থানা ছাত্রদলের সভাপতি সেলিম রেজার বোন রোজি বলেন, ‘আমার ছোট ভাইকে ২০১৩ সালে সরকার-প্রশাসনের লোক অস্ত্রসহ ধরে নিয়ে যায়। তারা ফিরিয়ে দেবে বলেছিল। আমার মা আজকে পাগলপ্রায়। আমার ভাইয়ের কোনো অন্যায় থাকলে তার বিচার করা যেত। মাননীয় প্রধানমন্ত্রী এটা কি মানবতাবিরোধী অপরাধ না? আপনি এটার বিচার করেন নয়তো এ দেশের মানুষ আপনার বিচার করবে।’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘এই গুম খুনের জন্য যারা দায়ী তারা কেউই রেহাই পাবে না। দেশেও রেহায় পাবে না, যদি পালিয়ে বিদেশে যায় তাহলেও রেহাই পাবে না। তাদের সবার বিচার হবে।’

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘গুম হয়ে যাওয়া পরিবারের মানুষগুলোর আর্তনাদ আর কত দিন চলবে? কিছুদিন আগে গজারিয়াতে গুম নিয়ে প্রতিবাদ করার সময় পুলিশ আক্রমণ করেছে। সারা দেশে একটা ত্রাসের রাজত্ব কায়েম করা হয়েছে। ভয় দেখিয়ে, গুম করে, খুন করে এরা রাষ্ট্র চালাচ্ছে।’

এই সরকারকে মিথ্যাচারের জন্য নোবেল পুরস্কার দিতে হবে উল্লেখ করে তিনি বলেন, ‘জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রধান তিনি এখানে কিছুদিন আগে এসেছিলেন। তিনি মন্ত্রীদের বলেছিলেন, এখানে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। শেষে তিনি সংবাদ সম্মেলন করেছেন। সেখানে তিনি পরিষ্কার করে বলেছেন, এখানে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, গুম হচ্ছে। এখানে জাতিসংঘের অধীনে তদন্ত হওয়া উচিত।’

মির্জা ফখরুল বলেন, ‘এই সরকার অভিযুক্ত একজন পুলিশ কর্মকর্তাকে তিন দিনের জন্য জাতিসংঘের একটি অনুষ্ঠানে পাঠিয়েছে। একই সঙ্গে তারা প্রচার করছে, মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে কোন কথাই বলেননি। আপনারা জনগণের সঙ্গে প্রতারণা করছেন।’

জাতিসংঘের অধীনে স্বাধীন নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘আমরা আজকে গুম প্রতিরোধ দিবসে দাবি করছি, বাংলাদেশে অবিলম্বে জাতিসংঘের অধীনে স্বাধীন নিরপেক্ষ তদন্ত করতে হবে৷ অন্যথায় ওই সমস্ত সরকার প্রধান যারা অতীতে গুম করেছে তাদের যেভাবে বিচারের আওতায় আনা হয়েছে আপনাদেরকেও সেভাবে বিচারের আওতায় আনা হবে।’

বিএনপির মহাসচিব বলেন, ‘আমাদের সন্তানদের মুখে হাসি ফোটানোর জন্য, তাদের বাবা, ভাই, ছেলেকে ফিরিয়ে আনার জন্য আমার আরও ত্যাগ স্বীকার করতে হবে। দুর্বার গণ আন্দোলন গড়ে তুলতে হবে। মানুষের আন্দোলন দেখে তারা এখনই ভয় পেয়ে গেছে। লাঠিয়াল বাহিনী নামিয়ে দিয়েছে কিন্তু এবার আর কোন লাঠিয়াল বাহিনীতে কাজ হবে না৷’

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম, উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান, সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, দক্ষিণের সদস্যসচিব রফিকুল আলম মজনু, উত্তরের সদস্যসচিব আমিনুল হক, সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলম, ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলসহ প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত