Ajker Patrika

যে লক্ষ্যে আমরা ফ্যাসিবাদের পতন ঘটালাম, তা এখনো অর্জিত হয়নি: নজরুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। ফাইল ছবি
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। ফাইল ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘যে লক্ষ্যে আমরা ফ্যাসিবাদের পতন ঘটালাম, সেই লক্ষ্য এখনো অর্জিত হয় নাই। এখনো বাংলাদেশের মানুষ তাদের যে অধিকার, তাদের ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে পারেনি। আমরা সে জন্য মনে করি, এই মুহূর্তে প্রধান কাজ, শহীদদের আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে একটা আধুনিক ও মানবিক বাংলাদেশ গড়তে জনগণের শাসন কায়েম করা। আর সেটা শুধুই ভোটের মাধ্যমে সম্ভব।’

আজ বুধবার রাজধানীর শেরে বাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের কাছে এসব কথা বলেন। ময়মনসিংহ জেলার নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে শ্রদ্ধা জানাতে যান নজরুল ইসলাম খান।

একটি গোষ্ঠী ঐক্যকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে অভিযোগ করে নজরুল ইসলাম খান বলেন, ‘আমরা বিশ্বাস করি যে, জনগণ খুব ভালো জানে যে, কারা স্বৈরাচার, কারা গণতান্ত্রিক। কারা এ দেশে স্বৈরাচার কায়েম করেছিল, কারা স্বৈরাচারকে সমর্থন জুগিয়েছে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আর কারা অবিরাম গণতন্ত্রের জন্য লড়াই করতে গিয়ে নিগৃহীত হয়েছে।’

তিনি বলেন, ‘কোনো দলের হাজার-হাজার মানুষ গুম হয়েছে, খুন হয়েছে, কাদের বিরুদ্ধে লাখ লাখ মামলা দেওয়া হয়েছে, এগুলো জনগণ জানে, জনগণ দেখেছে। কারা গণতন্ত্রের জন্য আপসহীন এটাও জনগণ জানে। কাজেই অন্য কোনো রাজনৈতিক দল কোনো কথা বলবে এবং সেটা জনগণ গ্রহণ করবে— আমরা এটা মনে করি না।’

এক প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান বলেন, বিএনপির কোনো নেতা অপরাধে জড়িত হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, ‘আইন অনুযায়ী ব্যবস্থা নিলে বিএনপি বাধা দেবে না, বরং খুশি হবে।’

শ্রদ্ধা নিবেদনের এই অনুষ্ঠানে ময়মনসিংহ দক্ষিণ জেলার নবগঠিত কমিটির আহ্বায়ক জাকির হোসেন বাবুল, সদস্যসচিব রোকনুজ্জামান সরকার রোকনসহ অন্যান্য নেতা-কর্মী ছাড়াও বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম, সহ সাংগঠনিক সম্পাদক ওরারেস আলীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সাড়ে ৯ হাজার কোটি টাকা ব্যয়ে হার্ডিঞ্জের পাশে রেলসেতু

স্বরূপকাঠিতে বিএনপি সভাপতিকে ‘আ.লীগের দোসর’ বললেন পরাজিত প্রার্থী

বরযাত্রীদের বিলাসবহুল গাড়ি উঠে গেল কলেজের দেয়ালে, বরসহ নিহত ৮

ভারত-ইংল্যান্ড ম্যাচে বাংলাদেশের আম্পায়ারকে নিয়ে উত্তপ্ত পরিস্থিতির কারণ কী

রাশিয়াকে ইউক্রেন যুদ্ধে হারতে দিতে পারি না: ইইউকে চীন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত