নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের দাবির এক দফার প্রথম কর্মসূচি পদযাত্রাকে ‘জয়যাত্রা’ আখ্যা দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘এটা শুধু পদযাত্রা নয়, এটা হচ্ছে জয়যাত্রা। মানুষের অধিকার আদায়ের যাত্রা।’
পূর্বঘোষণা অনুযায়ী দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজ মঙ্গলবার সকালে রাজধানীর গাবতলী থেকে পদযাত্রা শুরু করে ঢাকা মহানগর উত্তর বিএনপি। ওই পদযাত্রার আগে সংক্ষিপ্ত সমাবেশে সরকারপতনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপির মহাসচিব। তিনি বলেন, ‘এটা (পদযাত্রা) হচ্ছে আমাদের বিজয়ের যাত্রা। আসুন...এই পদযাত্রার মধ্য দিয়ে আমরা নতুন যাত্রা শুরু করি।’
সকাল ১০টা থেকে শুরু হওয়ার কথা থাকলেও পদযাত্রা শুরু হয় সোয়া ১১টায়। এর আগে সাড়ে ১০টায় পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হয়। যদিও নির্ধারিত সময়ের অনেক আগে থেকেই পদযাত্রায় অংশ নিতে দলের নেতা-কর্মীরা এসে জড়ো হন।
সমাবেশে মির্জা ফখরুল বলেন, ‘এ দেশের জনগণ আর এই সরকারকে দেখতে চায় না। তাদের পদত্যাগের দাবিতে শুধু বিএনপি নয়, প্রায় ৩৬টি দল এক দফা ঘোষণা করেছে। উদ্দেশ্য একটাই—এই সরকারকে এখনই পদত্যাগ করতে হবে।’
সমাবেশে অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, আবদুল মঈন খান, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালামসহ আরও অনেকে বক্তব্য রাখেন। সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান।
পদযাত্রাটি মিরপুর-১, মিরপুর-১০, শেওড়াপাড়া, কাজীপাড়া, আগারগাঁও, বিজয় সরণি, মগবাজার, মালিবাগ, কাকরাইল, নয়াপল্টন, ফকিরাপুল, মতিঝিল, ইত্তেফাক মোড় হয়ে রায়সাহেব বাজারে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।
সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের দাবির এক দফার প্রথম কর্মসূচি পদযাত্রাকে ‘জয়যাত্রা’ আখ্যা দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘এটা শুধু পদযাত্রা নয়, এটা হচ্ছে জয়যাত্রা। মানুষের অধিকার আদায়ের যাত্রা।’
পূর্বঘোষণা অনুযায়ী দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজ মঙ্গলবার সকালে রাজধানীর গাবতলী থেকে পদযাত্রা শুরু করে ঢাকা মহানগর উত্তর বিএনপি। ওই পদযাত্রার আগে সংক্ষিপ্ত সমাবেশে সরকারপতনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপির মহাসচিব। তিনি বলেন, ‘এটা (পদযাত্রা) হচ্ছে আমাদের বিজয়ের যাত্রা। আসুন...এই পদযাত্রার মধ্য দিয়ে আমরা নতুন যাত্রা শুরু করি।’
সকাল ১০টা থেকে শুরু হওয়ার কথা থাকলেও পদযাত্রা শুরু হয় সোয়া ১১টায়। এর আগে সাড়ে ১০টায় পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হয়। যদিও নির্ধারিত সময়ের অনেক আগে থেকেই পদযাত্রায় অংশ নিতে দলের নেতা-কর্মীরা এসে জড়ো হন।
সমাবেশে মির্জা ফখরুল বলেন, ‘এ দেশের জনগণ আর এই সরকারকে দেখতে চায় না। তাদের পদত্যাগের দাবিতে শুধু বিএনপি নয়, প্রায় ৩৬টি দল এক দফা ঘোষণা করেছে। উদ্দেশ্য একটাই—এই সরকারকে এখনই পদত্যাগ করতে হবে।’
সমাবেশে অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, আবদুল মঈন খান, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালামসহ আরও অনেকে বক্তব্য রাখেন। সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান।
পদযাত্রাটি মিরপুর-১, মিরপুর-১০, শেওড়াপাড়া, কাজীপাড়া, আগারগাঁও, বিজয় সরণি, মগবাজার, মালিবাগ, কাকরাইল, নয়াপল্টন, ফকিরাপুল, মতিঝিল, ইত্তেফাক মোড় হয়ে রায়সাহেব বাজারে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।
জাতীয় সংসদে বিদ্যমান সংরক্ষিত ৫০টি নারী আসন রাখার পক্ষে মত দিয়েছে বিএনপি। একই সঙ্গে আগামী নির্বাচনে সংসদে মোট আসনের মধ্যে পাঁচ শতাংশ আসনে নারী প্রার্থীকে মনোনয়ন দেওয়া বাধ্যতামূলক করার প্রস্তাব দিয়েছে দলটি। পরে ধারাবাহিকভাবে এই হার বাড়ানোর পক্ষে বিএনপি।
২৫ মিনিট আগেতারিক আদনান মুন বলেন, ‘বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা দেড় কোটির বেশি প্রবাসী বাংলাদেশির শ্রম, মেধা ও রেমিট্যান্সে বাংলাদেশ চলমান। অথচ এখনো তাঁদের ভোটাধিকার নিশ্চিতে কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। শুধু একটি-দুটি দেশে সীমিত পাইলট প্রকল্প চালুর কথা বলা হচ্ছে, যা আমাদের জন্য অত্যন্ত হতাশাজনক।’
৪০ মিনিট আগেজাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘জুলাই-আগস্টে আমরা বলেছিলাম, এক নতুন বাংলাদেশ বিনির্মাণ করা হবে। আমাদের এক নতুন বন্দোবস্ত লাগবে। পুরোনো সিস্টেমে, পুরোনো আইনে আমরা আর এ বাংলাদেশকে পরিচালিত হতে দেব না। আমরা একটি ন্যায়ভিত্তিক ও জনকল্যাণমুখী রাষ্ট্র তৈরি করতে চাই।
২ ঘণ্টা আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি বাদে সারা দেশের সব উপ ও শাখা কমিটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে। চাঁদাবাজির অভিযোগে কয়েকজন নেতা-কর্মীর গ্রেপ্তার ইস্যুতে আজ রোববার সন্ধ্যায় রাজধানীর শাহবাগে জরুরি সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
২ ঘণ্টা আগে