Ajker Patrika

কারাগারে কোয়ারেন্টিনে মির্জা ফখরুল ও আব্বাস

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ১০ ডিসেম্বর ২০২২, ১১: ০৮
কারাগারে কোয়ারেন্টিনে মির্জা ফখরুল ও আব্বাস

রাজধানীর পল্টন থানায় দায়েরকৃত মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও কেন্দ্রীয় নেতা মির্জা আব্বাসকে কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। ঢাকা কেন্দ্রীয় কারাগারের সূর্যমুখী ভবনে তাঁদের রাখা হয়েছে বলে জানা গেছে। 

আজ শুক্রবার রাতে এসব তথ্য নিশ্চিত করেছেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহাবুবুল ইসলাম। 

গত বুধবার গ্রেপ্তার হওয়া বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীকেও একই ভবনে রাখা হয়েছে। 

আদালত সূত্র বলছে, শুক্রবার বিকেলে আদালতে তোলার পর মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে কারাগারে আটক রাখার আবেদন করেন সংশ্লিষ্ট মামলার তদন্তকারী কর্মকর্তা। আদালত আবেদন আমলে নিয়ে বিএনপির শীর্ষ দুই নেতাকে কারাগারে পাঠান। সন্ধ্যার পর থেকে তাঁরা কারাগারে অবস্থান করছেন।

এ বিষয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) জেলার মাহাবুবুল ইসলাম বলেন, ‘কারাবিধি মোতাবেক নতুন বন্দীদের কোয়ারেন্টিনে রাখা হয়। তাই বিএনপির নেতাদের কোয়ারেন্টিনে রাখা হয়েছে। আপাতত তাঁরা সাধারণ বন্দী হিসেবে রয়েছেন।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত