Ajker Patrika

জাতীয় সরকার গঠনের দাবি যুব বাঙালির

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জাতীয় সরকার গঠনের দাবি যুব বাঙালির

দেশের বর্তমান পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে ফ্যাসিবাদবিরোধী নেতৃত্ব, শ্রম-কর্ম-পেশার জনগণ ও রাজনৈতিক দলের প্রতিনিধির সমন্বয়ে জাতীয় সরকার গঠনের দাবি জানিয়েছে যুব বাঙালি। গতকাল শুক্রবার সংগঠনটির সংগঠক শরিফুল ইসলাম হৃদয়ের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিবৃতিতে যুব বাঙালি বলেছে, ছাত্র-যুবসমাজের সাহসী নেতৃত্ব, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও ফ্যাসিবাদবিরোধী সবার ত্যাগের মধ্য দিয়ে সংঘটিত জুলাই গণ-অভ্যুত্থানের ঐক্যকে সমুন্নত রাখতে জাতীয় সরকারের বিকল্প নেই। গণ-অভ্যুত্থানের পর থেকে আজ পর্যন্ত যেসব রাষ্ট্রীয়, সামাজিক ও রাজনৈতিক কাঠামো গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে তার কোথাও সব শ্রেণি-পেশার সাধারণ জনগণকে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়নি। অথচ সাধারণ জনগণই স্বতঃস্ফূর্তভাবে জীবন বাজি রেখে গণ-অভ্যুত্থানকে সফল করেছিল।

বিবৃতিতে বলা হয় গণ-অভ্যুত্থানকে নিজেদের সাফল্য দাবি করার ঘৃণ্য প্রতিযোগিতায় অনেকেই লিপ্ত। কিন্তু দেশটা যেমন কারও বাপের ছিল না, তেমনি চব্বিশের গণ-অভ্যুত্থানও কারও একার সাফল্য নয়। দেশ স্বাধীন হওয়ার পর যেভাবে সাধারণ জনগণের আকাঙ্ক্ষাকে উপেক্ষা করে কেবল আওয়ামী লীগের সরকার গঠন করা হয়েছিল, ঠিক সেভাবেই চব্বিশের গণ-অভ্যুত্থান-পরবর্তী সময়ে নির্দিষ্ট কিছু মহল রাষ্ট্র ক্ষমতার একক ভাগীদার হয়ে বসেছে।

বিবৃতিতে যুব বাঙালি আরও বলেছে, সব শ্রেণি-পেশার জনগণের প্রতিনিধিত্বশীল রাষ্ট্রীয় কাঠামো ও শাসনব্যবস্থাই পারে দেশকে বিদ্যমান রাজনৈতিক অস্থিরতা থেকে মুক্তি দিতে।

বিষয়:

সরকার
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জীবন বিলিয়ে দিয়ে উত্তরার মাইলস্টোনের শিক্ষার্থীদের বাঁচালেন, কে এই মাহরীন চৌধুরী

পাচার করা ৭৮১ কোটি টাকা ফেরত দিতে চেয়েও জামিন পেলেন না নাসার চেয়ারম্যান নজরুল

প্রধানমন্ত্রী দলীয় প্রধান থাকতে পারবেন না, সনদে ‘নোট অব ডিসেন্ট’ দেওয়ার সুযোগ

পাইলটের শেষ বার্তা: বিমান ভাসছে না, নিচে পড়ছে

মেয়ের কফিনে বাবার চুমু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত