Ajker Patrika

ছাত্রলীগের সাবেক নেত্রী নিশিতা নদী গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৪, ১৬: ২৫
ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল শাখার সাবেক সহসভাপতি নিশিতা ইকবাল নদী। ছবি: সংগৃহীত
ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল শাখার সাবেক সহসভাপতি নিশিতা ইকবাল নদী। ছবি: সংগৃহীত

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল শাখার সাবেক সভাপতি নিশিতা ইকবাল নদীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাঁকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল মল্লিক বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সুনির্দিষ্ট অভিযোগ ও তথ্যের ভিত্তিতে নিশিতা ইকবাল নদীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।’

গত ২৩ অক্টোবর অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করে। একই সঙ্গে সংগঠনটিকে নিষিদ্ধ সত্তা হিসেবে তালিকাভুক্ত করা হয়।

গ্রেপ্তারের কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য জানাতে না চাইলেও আইন-শৃঙ্খলা বাহিনীর সূত্র জানিয়েছে, নিশিতা ইকবালের বিরুদ্ধে অবৈধ কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

গ্রেপ্তারের সময় তাঁর কাছ থেকে কোনো তথ্য-উপাত্ত উদ্ধার হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানানো হয়নি। তবে বিষয়টি তদন্তাধীন বলে জানিয়েছে ডিবি।

নিষিদ্ধ ঘোষণার পর থেকে ছাত্রলীগের নেতা-কর্মীদের মধ্যে অস্থিরতা দেখা দেয়। সংগঠনের অনেক নেতাকে নজরদারির আওতায় আনা হয়েছে বলে সূত্র জানিয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত