অনলাইন ডেস্ক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গণতান্ত্রিক সমাজ বিনির্মাণে বিশ্বাসী নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ। আজ সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল কর্তৃক আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
মেজর হাফিজ বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা বলেছে—ভোটের জন্য দুই হাজার মানুষ প্রাণ দেয় নাই। তাহলে কিসের জন্য প্রাণ দিয়েছে? ভোটের জন্যই তো আমরা ’৭১ সালে লড়াই করেছি। এই লড়াইও হয়েছে গণতন্ত্রের জন্য। জনগণের মৌলিক অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। আর এর প্রথম পদক্ষেপ হলো একটি সুষ্ঠু নির্বাচন। যারা এ কথা বলছে—তারা আসলে গণতান্ত্রিক সমাজ বিনির্মাণে বিশ্বাসী নয়।’
এর আগে শনিবার সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদের আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে সারজিস আলম বলেছেন, ‘শুধু নির্বাচনের জন্য দুই হাজার মানুষ জীবন দেয়নি।’
আজকের আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্য নেতা-কর্মীরা।
গতকাল রোববার অন্তর্বর্তীকালীন সরকার নতুন তিনজন উপদেষ্টা নিয়োগ দিয়েছে। এই বিষয়ে প্রশ্ন তুলেছেন মোয়াজ্জেম হোসেন আলাল।
সরকারকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আপনারা কার পরামর্শে এই তিনজনকে উপদেষ্টা নিয়োগ দিয়েছেন? আওয়ামী লীগের লালিত-পালিতদের উপদেষ্টা পরিষদে নিয়োগ দিয়ে আপনারা স্বাধীনতার মূল চেতনায় আঘাত করছেন।’
চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও শেখ বশিরউদ্দীনকে আওয়ামী আমলের সুবিধাভোগী বলেও উল্লেখ করেন বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গণতান্ত্রিক সমাজ বিনির্মাণে বিশ্বাসী নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ। আজ সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল কর্তৃক আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
মেজর হাফিজ বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা বলেছে—ভোটের জন্য দুই হাজার মানুষ প্রাণ দেয় নাই। তাহলে কিসের জন্য প্রাণ দিয়েছে? ভোটের জন্যই তো আমরা ’৭১ সালে লড়াই করেছি। এই লড়াইও হয়েছে গণতন্ত্রের জন্য। জনগণের মৌলিক অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। আর এর প্রথম পদক্ষেপ হলো একটি সুষ্ঠু নির্বাচন। যারা এ কথা বলছে—তারা আসলে গণতান্ত্রিক সমাজ বিনির্মাণে বিশ্বাসী নয়।’
এর আগে শনিবার সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদের আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে সারজিস আলম বলেছেন, ‘শুধু নির্বাচনের জন্য দুই হাজার মানুষ জীবন দেয়নি।’
আজকের আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্য নেতা-কর্মীরা।
গতকাল রোববার অন্তর্বর্তীকালীন সরকার নতুন তিনজন উপদেষ্টা নিয়োগ দিয়েছে। এই বিষয়ে প্রশ্ন তুলেছেন মোয়াজ্জেম হোসেন আলাল।
সরকারকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আপনারা কার পরামর্শে এই তিনজনকে উপদেষ্টা নিয়োগ দিয়েছেন? আওয়ামী লীগের লালিত-পালিতদের উপদেষ্টা পরিষদে নিয়োগ দিয়ে আপনারা স্বাধীনতার মূল চেতনায় আঘাত করছেন।’
চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও শেখ বশিরউদ্দীনকে আওয়ামী আমলের সুবিধাভোগী বলেও উল্লেখ করেন বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা।
শিক্ষাব্যবস্থার যথাযথ সংস্কারের লক্ষ্যে শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন। এ ছাড়াও স্কুল-কলেজের শিক্ষকদের নবম গ্রেডে উন্নীত, বিসিএস ট্রেনিং বিশ্ববিদ্যালয় চালুসহ ১৫ দফা প্রস্তাবনা করেছে সংগঠনটি।
২ ঘণ্টা আগেমানবিক করিডরের নামে বাংলাদেশ, মিয়ানমারসহ দক্ষিণ এশিয়ায় অস্থিরতা তৈরি করে যুদ্ধ বাধানোর চক্রান্ত করছে যুক্তরাষ্ট্র। আর তা বাস্তবায়নে অন্তর্বর্তী সরকার সহযোগী ভূমিকা পালন করছে বলে অভিযোগ করেছেন বাম গণতান্ত্রিক জোটের নেতারা। তাঁরা বলছেন, বাংলাদেশের জনগণ দেশের জাতীয় স্বার্থ ও নিরাপত্তায় জড়িত...
৫ ঘণ্টা আগেজাতীয় ঐকমত্য কমিশনের কাজের অগ্রগতি এখনো স্পষ্ট নয় বলে দাবি করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদের জাতীয় ঐকমত্য কমিশনের কার্যালয়ে দলটির পক্ষ থেকে সম্পূরক সংস্কার প্রস্তাবনা হস্তান্তর শেষে এ মন্তব্য করেন দলটির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।
৮ ঘণ্টা আগেঐতিহাসিক ফারাক্কা দিবস উপলক্ষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগের সিদ্ধান্তের কারণেই আজও বাংলাদেশ ভারত থেকে পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত। আজ বৃহস্পতিবার (১৫ মে) গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি এই অভিযোগ করেন।
৯ ঘণ্টা আগে