Ajker Patrika

ছাত্ররা গণতান্ত্রিক সমাজ বিনির্মাণে বিশ্বাসী নয়: হাফিজ

অনলাইন ডেস্ক
আপডেট : ১১ নভেম্বর ২০২৪, ১৮: ২৬
সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত আলোচনা সভা। ছবি: আজকের পত্রিকা
সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত আলোচনা সভা। ছবি: আজকের পত্রিকা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গণতান্ত্রিক সমাজ বিনির্মাণে বিশ্বাসী নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ। আজ সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল কর্তৃক আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

মেজর হাফিজ বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা বলেছে—ভোটের জন্য দুই হাজার মানুষ প্রাণ দেয় নাই। তাহলে কিসের জন্য প্রাণ দিয়েছে? ভোটের জন্যই তো আমরা ’৭১ সালে লড়াই করেছি। এই লড়াইও হয়েছে গণতন্ত্রের জন্য। জনগণের মৌলিক অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। আর এর প্রথম পদক্ষেপ হলো একটি সুষ্ঠু নির্বাচন। যারা এ কথা বলছে—তারা আসলে গণতান্ত্রিক সমাজ বিনির্মাণে বিশ্বাসী নয়।’

এর আগে শনিবার সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদের আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে সারজিস আলম বলেছেন, ‘শুধু নির্বাচনের জন্য দুই হাজার মানুষ জীবন দেয়নি।’

আজকের আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্য নেতা-কর্মীরা।

গতকাল রোববার অন্তর্বর্তীকালীন সরকার নতুন তিনজন উপদেষ্টা নিয়োগ দিয়েছে। এই বিষয়ে প্রশ্ন তুলেছেন মোয়াজ্জেম হোসেন আলাল।

সরকারকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আপনারা কার পরামর্শে এই তিনজনকে উপদেষ্টা নিয়োগ দিয়েছেন? আওয়ামী লীগের লালিত-পালিতদের উপদেষ্টা পরিষদে নিয়োগ দিয়ে আপনারা স্বাধীনতার মূল চেতনায় আঘাত করছেন।’

চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও শেখ বশিরউদ্দীনকে আওয়ামী আমলের সুবিধাভোগী বলেও উল্লেখ করেন বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত