Ajker Patrika

১০ বছরে মুস্তফার আয় বেড়েছে ৯ গুণ

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
আপডেট : ১২ ডিসেম্বর ২০২৩, ০৯: ৫৪
১০ বছরে মুস্তফার আয় বেড়েছে ৯ গুণ

সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের বর্তমান সংসদ সদস্য ও ওয়ার্কার্স পার্টির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহর বার্ষিক আয় বেড়েছে। সেই সঙ্গে তাঁর স্থাবর ও অস্থাবর সম্পত্তির পরিমাণও কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। আসনটি থেকে দুবার নির্বাচিত এই সংসদ সদস্যের দ্বাদশ সংসদ নির্বাচনের হলফনামা বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে। 

নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, সাতক্ষীরা-১ আসনের বর্তমান সংসদ সদস্য মুস্তফা লুৎফুল্লাহর বার্ষিক আয় ১০ বছরে ৯ গুণেরও বেশি বেড়েছে। ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনের হলফনামা থেকে দেখা যায়, তিনি ও তাঁর স্ত্রী যথাক্রমে আইন ও শিক্ষকতা পেশা থেকে বার্ষিক আয় করতেন ৪ লাখ ২ হাজার টাকা। ১০ বছরের ব্যবধানে বর্তমানে তাঁর বার্ষিক আয় ৩৮ লাখ টাকায় পৌঁছেছে। এতে অবশ্য ২৬ লাখ টাকার আয় হয়েছে সংসদ সদস্য হিসেবে। বার্ষিক আয়ের ক্ষেত্রে সংসদ সদস্যের সম্মানী যোগ করা হয়।

মুস্তফা লুৎফুল্লাহর অস্থাবর সম্পদও বেড়েছে। এ বৃদ্ধির হার ২৫ গুণেরও বেশি। অন্যদিকে তাঁর স্থাবর সম্পদের পরিমাণ বেড়েছে ৩ গুণেরও বেশি। ২০১৪ সালে তাঁর ছিল ৪ লাখ টাকার অস্থাবর সম্পত্তি। সেই সম্পত্তি বেড়ে এখন হয়েছে ১ কোটি ৩০ লাখ টাকা, আর স্থাবর সম্পত্তি ছিল ১১ লাখ টাকার, যা বেড়ে বর্তমানে দাঁড়িয়েছে ৩৭ লাখ টাকা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাচার করা ৭৮১ কোটি টাকা ফেরত দিতে চেয়েও জামিন পেলেন না নাসার চেয়ারম্যান নজরুল

জীবন বিলিয়ে দিয়ে উত্তরার মাইলস্টোনের শিক্ষার্থীদের বাঁচালেন, কে এই মাহরীন চৌধুরী

পাইলটের শেষ বার্তা: বিমান ভাসছে না, নিচে পড়ছে

মাইলস্টোনের শিক্ষার্থীরাই ছিল ৩৭ বছরের মাসুকার ‘সংসার’, যুদ্ধবিমান তছনছ করে দিল

চোখের জলে পাইলট তৌকিরের বিদায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত