নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিএনপির নেতা-কর্মীদের উদ্দেশে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি বিজ্ঞপ্তি ‘বানোয়াট ও ভুয়া’ বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তাঁর স্বাক্ষর জাল করে ছড়িয়ে পড়া ওই প্রেস বিজ্ঞপ্তির প্রতিবাদ জানিয়েছেন তিনি। সেই সঙ্গে ভুয়া প্রেস বিজ্ঞপ্তিটির বিষয়ে দলের সকল পর্যায়ের নেতা-কর্মীকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করেছেন।
আজ শুক্রবার সকালে এ বিষয়ে সতর্কতামূলক একটি প্রেস বিজ্ঞপ্তি গণমাধ্যমে পাঠানো হয়েছে। সেখানে দলীয় নেতা-কর্মীদের অবহিতকরণ বার্তা দেন তিনি।
বিজ্ঞপ্তিতে সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী বলেন, ‘আমি নিম্ন স্বাক্ষরকারী বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এই মর্মে দলের সকল পর্যায়ের নেতা-কর্মীদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে, কোনো স্বার্থান্বেষী কুচক্রী মহল আমার স্বাক্ষর জাল করে গত ১৪ আগস্ট ২০২৪, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি প্রেস বিজ্ঞপ্তি পোস্ট করে। ফেসবুকে পোস্টকৃত প্রেস বিজ্ঞপ্তিটি সম্পূর্ণরূপে মিথ্যা, বানোয়াট ও অসৎ উদ্দেশ্যপ্রণোদিত।
ভুয়া প্রেস বিজ্ঞপ্তি নিম্নে উল্লেখ করা হলো— ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিএনপির যে সকল নেতা-কর্মী দলীয় সিদ্ধান্ত অমান্য করে ফ্যাসিস্ট শেখ হাসিনা কর্তৃক আয়োজিত জাতীয় নির্বাচন ও উপজেলা পরিষদ নির্বাচনসহ সকল স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করে বহিষ্কৃত অবস্থায় আছেন এবং যে সকল নেতা-কর্মীর বিরুদ্ধে এসকল তামাশার নির্বাচনে প্রচার প্রচারণায় সক্রিয় অংশগ্রহণের সুস্পষ্ট অভিযোগ রয়েছে, তাদের সঙ্গে সকল পর্যায়ের নেতা-কর্মীদের কোনো সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য অনুরোধ করা হলো। এ সিদ্ধান্ত যথাযথভাবে অনুসরণ করার নির্দেশ প্রদান করা হলো।’
তিনি আরও বলেন, ‘উল্লিখিত প্রেস বিজ্ঞপ্তি আমার স্বাক্ষরে বিএনপির দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো হয়নি। এটি সম্পূর্ণরূপে বানোয়াট ও ভুয়া। গত ১৪ আগস্ট সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আমার স্বাক্ষর জাল করে প্রচারিত ভুয়া প্রেস বিজ্ঞপ্তির বিষয়ে দলের সকল পর্যায়ের নেতা-কর্মীকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করা হলো।’
বিএনপির নেতা-কর্মীদের উদ্দেশে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি বিজ্ঞপ্তি ‘বানোয়াট ও ভুয়া’ বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তাঁর স্বাক্ষর জাল করে ছড়িয়ে পড়া ওই প্রেস বিজ্ঞপ্তির প্রতিবাদ জানিয়েছেন তিনি। সেই সঙ্গে ভুয়া প্রেস বিজ্ঞপ্তিটির বিষয়ে দলের সকল পর্যায়ের নেতা-কর্মীকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করেছেন।
আজ শুক্রবার সকালে এ বিষয়ে সতর্কতামূলক একটি প্রেস বিজ্ঞপ্তি গণমাধ্যমে পাঠানো হয়েছে। সেখানে দলীয় নেতা-কর্মীদের অবহিতকরণ বার্তা দেন তিনি।
বিজ্ঞপ্তিতে সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী বলেন, ‘আমি নিম্ন স্বাক্ষরকারী বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এই মর্মে দলের সকল পর্যায়ের নেতা-কর্মীদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে, কোনো স্বার্থান্বেষী কুচক্রী মহল আমার স্বাক্ষর জাল করে গত ১৪ আগস্ট ২০২৪, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি প্রেস বিজ্ঞপ্তি পোস্ট করে। ফেসবুকে পোস্টকৃত প্রেস বিজ্ঞপ্তিটি সম্পূর্ণরূপে মিথ্যা, বানোয়াট ও অসৎ উদ্দেশ্যপ্রণোদিত।
ভুয়া প্রেস বিজ্ঞপ্তি নিম্নে উল্লেখ করা হলো— ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিএনপির যে সকল নেতা-কর্মী দলীয় সিদ্ধান্ত অমান্য করে ফ্যাসিস্ট শেখ হাসিনা কর্তৃক আয়োজিত জাতীয় নির্বাচন ও উপজেলা পরিষদ নির্বাচনসহ সকল স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করে বহিষ্কৃত অবস্থায় আছেন এবং যে সকল নেতা-কর্মীর বিরুদ্ধে এসকল তামাশার নির্বাচনে প্রচার প্রচারণায় সক্রিয় অংশগ্রহণের সুস্পষ্ট অভিযোগ রয়েছে, তাদের সঙ্গে সকল পর্যায়ের নেতা-কর্মীদের কোনো সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য অনুরোধ করা হলো। এ সিদ্ধান্ত যথাযথভাবে অনুসরণ করার নির্দেশ প্রদান করা হলো।’
তিনি আরও বলেন, ‘উল্লিখিত প্রেস বিজ্ঞপ্তি আমার স্বাক্ষরে বিএনপির দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো হয়নি। এটি সম্পূর্ণরূপে বানোয়াট ও ভুয়া। গত ১৪ আগস্ট সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আমার স্বাক্ষর জাল করে প্রচারিত ভুয়া প্রেস বিজ্ঞপ্তির বিষয়ে দলের সকল পর্যায়ের নেতা-কর্মীকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করা হলো।’
গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান পুলিশের কর্মঘণ্টা অনুযায়ী বেতনকাঠামো পরিবর্তনের দাবি জানিয়েছেন। তিনি বলেছেন, ডিসি, ইউএনও বা অন্যান্য সরকারি কর্মকর্তাদের কাজের একটি নির্দিষ্ট সময় থাকে, কিন্তু পুলিশ কর্মকর্তাদের কাজের কোনো নির্দিষ্ট সময়সীমা নেই।
৮ মিনিট আগেজাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন মনে করেন, জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র সফলভাবে বাস্তবায়নের পরই জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করা উচিত। আজ রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় ধাপের সংলাপের ১৯তম দিনের আলোচনার বিরতিতে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা
২ ঘণ্টা আগেজাতীয় সংসদে বিদ্যমান সংরক্ষিত ৫০টি নারী আসন রাখার পক্ষে মত দিয়েছে বিএনপি। একই সঙ্গে আগামী নির্বাচনে সংসদে মোট আসনের মধ্যে পাঁচ শতাংশ আসনে নারী প্রার্থীকে মনোনয়ন দেওয়া বাধ্যতামূলক করার প্রস্তাব দিয়েছে দলটি। পরে ধারাবাহিকভাবে এই হার বাড়ানোর পক্ষে বিএনপি।
৩ ঘণ্টা আগেতারিক আদনান মুন বলেন, ‘বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা দেড় কোটির বেশি প্রবাসী বাংলাদেশির শ্রম, মেধা ও রেমিট্যান্সে বাংলাদেশ চলমান। অথচ এখনো তাঁদের ভোটাধিকার নিশ্চিতে কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। শুধু একটি-দুটি দেশে সীমিত পাইলট প্রকল্প চালুর কথা বলা হচ্ছে, যা আমাদের জন্য অত্যন্ত হতাশাজনক।’
৩ ঘণ্টা আগে