নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আওয়ামী লীগের সব নেতা-কর্মী দুর্নীতিতে জড়িত বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ বুধবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক বিক্ষোভ সমাবেশে তিনি এ অভিযোগ করেন।
রিজভী বলেন, আওয়ামী লীগের কাছে দেশ ও জনগণ নিরাপদ নয়। তাই দেশ ও জনগণের জন্য বিএনপি আন্দোলন করছে। ক্ষমতা নয়, জনগণের অধিকার ফিরিয়ে দিতেই বিএনপির আন্দোলন।
দুর্নীতি আজ মাকড়সার জালের মতো ছড়িয়ে পড়েছে এমন মন্তব্য করে রিজভী বলেন, বর্তমান সরকার দেশে-বিদেশে প্রত্যাখ্যাত ও ঘৃণিত। তারা গণতন্ত্র ও স্বাধীনতার অর্থ বোঝে না। এরা শুধু লুটপাট আর দুর্নীতি বোঝে। তাদের নেতা-কর্মীরা দুর্নীতি করে বিদেশে টাকার পাহাড় জমাচ্ছে।
বিএনপির এই নেতা বলেন, ‘সরকার আইন-আদালতকে দিয়ে বেআইনি কাজ করাচ্ছে। হাইকোর্টের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও বিএনপি নেতা মজনুকে গ্রেপ্তার করা হয়েছে। এই সরকার যদি ভালোয়-ভালোয় আমাদের নেতা-কর্মীদের মুক্তি না দেয়, তাহলে আমরা লালদালান অভিমুখে যাত্রা শুরু করব।’
সংগঠনের সদস্যসচিব রফিকুল আলম মজনুর মুক্তির দাবিতে এই সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। সমাবেশ শেষে মজনুর মুক্তির দাবিতে একটি মিছিল বের করা হয়। মিছিলটি নয়াপল্টন কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে কাকরাইল মোড় ঘুরে ফকিরাপুল হয়ে নয়াপল্টনে এসে শেষ হয়।
সমাবেশে সভাপতির বক্তৃতায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম বলেন, সাহস থাকলে বিএনপির মতো পুলিশ-র্যাব ছাড়া মাঠে নামেন। নির্বাচনে আসেন। দেখেন জনগণ আপনাদের কী করে।
আওয়ামী লীগের সব নেতা-কর্মী দুর্নীতিতে জড়িত বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ বুধবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক বিক্ষোভ সমাবেশে তিনি এ অভিযোগ করেন।
রিজভী বলেন, আওয়ামী লীগের কাছে দেশ ও জনগণ নিরাপদ নয়। তাই দেশ ও জনগণের জন্য বিএনপি আন্দোলন করছে। ক্ষমতা নয়, জনগণের অধিকার ফিরিয়ে দিতেই বিএনপির আন্দোলন।
দুর্নীতি আজ মাকড়সার জালের মতো ছড়িয়ে পড়েছে এমন মন্তব্য করে রিজভী বলেন, বর্তমান সরকার দেশে-বিদেশে প্রত্যাখ্যাত ও ঘৃণিত। তারা গণতন্ত্র ও স্বাধীনতার অর্থ বোঝে না। এরা শুধু লুটপাট আর দুর্নীতি বোঝে। তাদের নেতা-কর্মীরা দুর্নীতি করে বিদেশে টাকার পাহাড় জমাচ্ছে।
বিএনপির এই নেতা বলেন, ‘সরকার আইন-আদালতকে দিয়ে বেআইনি কাজ করাচ্ছে। হাইকোর্টের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও বিএনপি নেতা মজনুকে গ্রেপ্তার করা হয়েছে। এই সরকার যদি ভালোয়-ভালোয় আমাদের নেতা-কর্মীদের মুক্তি না দেয়, তাহলে আমরা লালদালান অভিমুখে যাত্রা শুরু করব।’
সংগঠনের সদস্যসচিব রফিকুল আলম মজনুর মুক্তির দাবিতে এই সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। সমাবেশ শেষে মজনুর মুক্তির দাবিতে একটি মিছিল বের করা হয়। মিছিলটি নয়াপল্টন কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে কাকরাইল মোড় ঘুরে ফকিরাপুল হয়ে নয়াপল্টনে এসে শেষ হয়।
সমাবেশে সভাপতির বক্তৃতায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম বলেন, সাহস থাকলে বিএনপির মতো পুলিশ-র্যাব ছাড়া মাঠে নামেন। নির্বাচনে আসেন। দেখেন জনগণ আপনাদের কী করে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘আমরা ঘোষণা দিয়েছি, বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটি থেকে মুজিববাদীদের বিতাড়িত করব।’ আজ মঙ্গলবার বিকেলে গাজীপুরের শ্রীপুর পৌর শহরে এনসিপির জুলাই পদযাত্রা উপলক্ষে পথসভায় নাহিদ এ কথা বলেন।
১৮ মিনিট আগেযেসব বিষয়ে ঐকমত্য তৈরি হচ্ছে, নির্বাচনের আগে একটি আইনি কাঠামোর (লিগ্যাল ফ্রেমওয়ার্ক) মাধ্যমে সেগুলো বাস্তবায়নের নিশ্চয়তা দিতে হবে বলে দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন।
১ ঘণ্টা আগেজুলাই সনদের খসড়াকে অসম্পূর্ণ বলে মনে করে জামায়াতে ইসলামী। একই সঙ্গে নির্বাচিত সরকারকে দুই বছরের মধ্যে বাস্তবায়নের প্রস্তাবকে বিপজ্জনক বলেও মনে করে দলটি।
২ ঘণ্টা আগেজিয়াউর রহমান ভ্রান্ত সমাজতান্ত্রিক কাঠামো থেকে অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে গেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার (২৯ জুলাই) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
২ ঘণ্টা আগে