নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পরাজয়ের ভয়ে বিএনপি নির্বাচনে অংশ নেয় না—প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন বক্তব্যের জবাবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘জনগণ বোঝে, মানুষ বোঝে, গোটা বিশ্ব বোঝে যে এই সরকার ক্ষমতায় থাকলে কোনো দিনই সুষ্ঠু ও অবাধ নির্বাচন হবে না। জনগণ সেই নির্বাচনে অংশগ্রহণ করবে না। সে কারণেই আজকে আওয়ামী লীগ এই সমস্ত কথা বলে জনগণকে বিভ্রান্ত করতে চায়। বিশেষ করে বিদেশে তাদের ভাবমূর্তি, ইতিমধ্যে যেটা ক্ষতিগ্রস্ত হয়েছে, তা উদ্ধার করতে চায়।’
আজ শনিবার রাজধানীর শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে মির্জা ফখরুল সাংবাদিকদের কাছে এসব কথা বলেন। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে এই শ্রদ্ধা নিবেদনের আয়োজন করা হয়।
বিগত দুটি সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিরুদ্ধে কারচুপির অভিযোগ এনে মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগ তো নির্বাচনেই বিশ্বাস করে না। আওয়ামী লীগ গণতন্ত্রেই বিশ্বাস করে না। আওয়ামী লীগের এই সরকার অত্যন্ত সচেতনভাবে গণতন্ত্রকে ধ্বংস করে বাকশালের ন্যায় এখানে একটা একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায়। সেই লক্ষ্যে ২০১৪ সালের নির্বাচনকে প্রহসনে পরিণত করেছে। নির্বাচনে জনগণ ভোট দিতে যায়নি। একইভাবে ২০১৮ সালেও আগের রাতে ভোট করে তারা জোর করে ক্ষমতায় বসে আছে। জনগণ সেখানেও অংশগ্রহণ করেনি। এমনকি স্থানীয় সরকার নির্বাচনগুলোতেও জনগণ অংশগ্রহণ করছে না।’
সরকারকে সতর্ক করে দিয়ে বিএনপির মহাসচিব বলেন, ‘এবার জনগণ জেগে উঠেছে। আমরা বিশ্বাস করি জনগণ এবার দুর্বার আন্দোলনের মধ্য দিয়ে এদের (সরকার) পরাজিত করবে। সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করবে।’
আসন্ন পাঁচ সিটি নির্বাচনে দলের অবস্থান জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ‘আমরা খুব পরিষ্কার করে বলেছি যে, কোনো রকম স্থানীয় সরকার নির্বাচনে আমরা যাচ্ছি না। এখানে মেয়র বলেন আর কমিশনার বলেন, আমাদের দলের কোনো অংশগ্রহণ থাকবে না।’
পরাজয়ের ভয়ে বিএনপি নির্বাচনে অংশ নেয় না—প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন বক্তব্যের জবাবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘জনগণ বোঝে, মানুষ বোঝে, গোটা বিশ্ব বোঝে যে এই সরকার ক্ষমতায় থাকলে কোনো দিনই সুষ্ঠু ও অবাধ নির্বাচন হবে না। জনগণ সেই নির্বাচনে অংশগ্রহণ করবে না। সে কারণেই আজকে আওয়ামী লীগ এই সমস্ত কথা বলে জনগণকে বিভ্রান্ত করতে চায়। বিশেষ করে বিদেশে তাদের ভাবমূর্তি, ইতিমধ্যে যেটা ক্ষতিগ্রস্ত হয়েছে, তা উদ্ধার করতে চায়।’
আজ শনিবার রাজধানীর শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে মির্জা ফখরুল সাংবাদিকদের কাছে এসব কথা বলেন। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে এই শ্রদ্ধা নিবেদনের আয়োজন করা হয়।
বিগত দুটি সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিরুদ্ধে কারচুপির অভিযোগ এনে মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগ তো নির্বাচনেই বিশ্বাস করে না। আওয়ামী লীগ গণতন্ত্রেই বিশ্বাস করে না। আওয়ামী লীগের এই সরকার অত্যন্ত সচেতনভাবে গণতন্ত্রকে ধ্বংস করে বাকশালের ন্যায় এখানে একটা একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায়। সেই লক্ষ্যে ২০১৪ সালের নির্বাচনকে প্রহসনে পরিণত করেছে। নির্বাচনে জনগণ ভোট দিতে যায়নি। একইভাবে ২০১৮ সালেও আগের রাতে ভোট করে তারা জোর করে ক্ষমতায় বসে আছে। জনগণ সেখানেও অংশগ্রহণ করেনি। এমনকি স্থানীয় সরকার নির্বাচনগুলোতেও জনগণ অংশগ্রহণ করছে না।’
সরকারকে সতর্ক করে দিয়ে বিএনপির মহাসচিব বলেন, ‘এবার জনগণ জেগে উঠেছে। আমরা বিশ্বাস করি জনগণ এবার দুর্বার আন্দোলনের মধ্য দিয়ে এদের (সরকার) পরাজিত করবে। সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করবে।’
আসন্ন পাঁচ সিটি নির্বাচনে দলের অবস্থান জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ‘আমরা খুব পরিষ্কার করে বলেছি যে, কোনো রকম স্থানীয় সরকার নির্বাচনে আমরা যাচ্ছি না। এখানে মেয়র বলেন আর কমিশনার বলেন, আমাদের দলের কোনো অংশগ্রহণ থাকবে না।’
আজ রোববার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বিএনপির সঙ্গে জাতীয় কবিতা পরিষদের মতবিনিময় সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।
১৭ ঘণ্টা আগেদুদু বলেন, ‘দেশে এখন জবাবদিহিমূলক সরকার দরকার। এ সরকার পেতে হলে ভালো নির্বাচন দরকার। এই ভালো নির্বাচনের জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুর খুব কাছাকাছি থেকে ফিরে এসেছেন। তাঁকে চিকিৎসা পর্যন্ত শেখ হাসিনা করতে দেয়নি। মিথ্যা মামলায় তাঁকে ৬ বছর জেলে রেখেছিল।’
২০ ঘণ্টা আগেপ্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির একটি প্রতিনিধিদল। আজ রোববার বিকেল ৪টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিইসির কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।
২০ ঘণ্টা আগেজুলাই সনদের চূড়ান্ত খসড়ায় কিছু বিষয়ে বিএনপি অসামঞ্জস্য দেখছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি আরও বলেন, এ বিষয়ে দলের পক্ষ থেকে শিগগির মতামত জানানো হবে।
১ দিন আগে