Ajker Patrika

প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাবে যা বললেন ফখরুল 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৯ এপ্রিল ২০২৩, ১৫: ৪৪
প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাবে যা বললেন ফখরুল 

পরাজয়ের ভয়ে বিএনপি নির্বাচনে অংশ নেয় না—প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন বক্তব্যের জবাবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘জনগণ বোঝে, মানুষ বোঝে, গোটা বিশ্ব বোঝে যে এই সরকার ক্ষমতায় থাকলে কোনো দিনই সুষ্ঠু ও অবাধ নির্বাচন হবে না। জনগণ সেই নির্বাচনে অংশগ্রহণ করবে না। সে কারণেই আজকে আওয়ামী লীগ এই সমস্ত কথা বলে জনগণকে বিভ্রান্ত করতে চায়। বিশেষ করে বিদেশে তাদের ভাবমূর্তি, ইতিমধ্যে যেটা ক্ষতিগ্রস্ত হয়েছে, তা উদ্ধার করতে চায়।’

আজ শনিবার রাজধানীর শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে মির্জা ফখরুল সাংবাদিকদের কাছে এসব কথা বলেন। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে এই শ্রদ্ধা নিবেদনের আয়োজন করা হয়।

বিগত দুটি সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিরুদ্ধে কারচুপির অভিযোগ এনে মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগ তো নির্বাচনেই বিশ্বাস করে না। আওয়ামী লীগ গণতন্ত্রেই বিশ্বাস করে না। আওয়ামী লীগের এই সরকার অত্যন্ত সচেতনভাবে গণতন্ত্রকে ধ্বংস করে বাকশালের ন্যায় এখানে একটা একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায়। সেই লক্ষ্যে ২০১৪ সালের নির্বাচনকে প্রহসনে পরিণত করেছে। নির্বাচনে জনগণ ভোট দিতে যায়নি। একইভাবে ২০১৮ সালেও আগের রাতে ভোট করে তারা জোর করে ক্ষমতায় বসে আছে। জনগণ সেখানেও অংশগ্রহণ করেনি। এমনকি স্থানীয় সরকার নির্বাচনগুলোতেও জনগণ অংশগ্রহণ করছে না।’ 

সরকারকে সতর্ক করে দিয়ে বিএনপির মহাসচিব বলেন, ‘এবার জনগণ জেগে উঠেছে। আমরা বিশ্বাস করি জনগণ এবার দুর্বার আন্দোলনের মধ্য দিয়ে এদের (সরকার) পরাজিত করবে। সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করবে।’ 

আসন্ন পাঁচ সিটি নির্বাচনে দলের অবস্থান জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ‘আমরা খুব পরিষ্কার করে বলেছি যে, কোনো রকম স্থানীয় সরকার নির্বাচনে আমরা যাচ্ছি না। এখানে মেয়র বলেন আর কমিশনার বলেন, আমাদের দলের কোনো অংশগ্রহণ থাকবে না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত