Ajker Patrika

রো‌হিঙ্গা সমস্যা সমাধা‌নে প্রধান বাধা চীন ও ভারত: হা‌ফিজ উদ্দিন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২০ মার্চ ২০২৩, ১৩: ৩৮
রো‌হিঙ্গা সমস্যা সমাধা‌নে প্রধান বাধা চীন ও ভারত: হা‌ফিজ উদ্দিন

রো‌হিঙ্গা সমস‌্যা সমাধা‌নে প্রধান বাধা চীন ও ভারত ব‌লে মন্তব‌্য ক‌রে‌ছেন বিএন‌পির ভাইস চেয়ারম‌্যান হা‌ফিজ উদ্দিন আহ‌মেদ। আজ সোমবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনি‌টি‌তে রো‌হিঙ্গা প্রত‌্যাবাসন জাতীয় ক‌মি‌টির উদ্যো‌গে রো‌হিঙ্গা প্রত‌্যাবাসন শীর্ষক আলোচনা সভায় প্রধান অ‌‌তি‌থির বক্ত‌ব্যে এ কথা ব‌লেন তি‌নি।

হা‌ফিজ উদ্দিন আহ‌মেদ ব‌লেন, বাংলা‌দে‌শের মতো বিশ্ব রাজনী‌তি‌তেও ব‌্যাপক দুর্বৃত্তায়নের কার‌ণে রো‌হিঙ্গা সমস‌্যার সমাধান হ‌চ্ছে না। রো‌হিঙ্গা ইস‌্যু‌তে চীন চোখ বন্ধ ক‌রে পৃ‌থিবীর সব‌চে‌য়ে নিষ্ঠুর মিয়ানমার সরকার‌কে সমর্থন দি‌য়ে যা‌চ্ছে। এই স‌রকার নির্বা‌চিত না হওয়ায় আন্তর্জা‌তিক পর্যা‌য়ে রো‌হিঙ্গা বিষ‌য়ে জোরা‌লো কোনো পদ‌ক্ষেপ নি‌তে পার‌ছে না। আর ভারতও কৌশ‌লে জা‌তিসংঘসহ বি‌ভিন্ন প্ল‌্যাটফ‌র্মে মিয়ানমার সরকার‌কে সমর্থন দি‌য়ে আস‌ছে। আর বর্তমান সরকার শুধু প্রতি‌বেশী ভারত‌কে সন্তুষ্ট রাখ‌তেই তা‌দের কার্যক্রম গ্রহণ কর‌ছে। তাই রো‌হিঙ্গা সমস‌্যার সমাধান হ‌চ্ছে না।

রো‌হিঙ্গা‌দের সাম‌রিক ট্রেনিং দেওয়া উচিত মন্তব‌্য ক‌রে হা‌ফিজ উদ্দিন আহ‌মেদ আরও ব‌লেন, রো‌হিঙ্গা সমস‌্যা সমাধা‌নে ‘যেমন কুকুর তেমন মুগুর’ এই নী‌তি‌তে এগো‌তে হ‌বে। রো‌হিঙ্গা‌দের সাম‌রিক ট্রেনিং দি‌য়ে তাদের দে‌শে পা‌ঠি‌য়ে দেওয়া উচিত। সেখা‌নে‌ গি‌য়ে রোহিঙ্গারা তাদের নি‌জে‌দের সমস‌্যা নি‌জেরা সমাধান করুক।

রোহিঙ্গা সমস‌্যা সমাধা‌নে বিএন‌পির ব‌্যর্থতা স্বীকার ক‌রে তিনি ব‌লেন, এটা ঠিক যে বিএন‌পিও ক্ষমতায় থাকার সময় রো‌হিঙ্গা সমস‌্যা সমাধা‌ন কর‌তে পা‌রেনি। সুতরাং এই ব‌্যর্থতা অস্বীকার করার উপায় নেই।

আলোচনা সভায় মূল বক্তব‌্য উপস্থাপন ক‌রে কালাম ফয়েজী ব‌লেন, সম্প্রতি মিয়ানমার সরকার চী‌নের প্রেস‌ক্রিপশন অনুসা‌রে ক‌য়েক হাজা‌র রো‌হিঙ্গা‌কে ফি‌রি‌য়ে নেওয়ার উদ্যোগ নি‌য়ে‌ছে। চীন ও রা‌শিয়ার সঙ্গে বাংলা‌দে‌শের শ‌ক্তিশালী বা‌ণিজ‌্য থাকার পরও দুর্বল পররাষ্ট্রনী‌তির কার‌ণে এ সমস‌্যার এখ‌নো কোনো সমাধান কর‌তে পা‌রে‌নি।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন মানবা‌ধিকার কর্মী হারুনুর রশীদ, গণস্বা‌স্থ্যের সা‌বেক কর্মকর্তা সাইফুল ইসলাম শি‌শির প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিচারককে ধন্যবাদ দিলেন হাসানুল হক ইনু

গোপালগঞ্জে কারাগার থেকে হাতকড়া-পোশাক চুরি, কারারক্ষী গ্রেপ্তার

ধর্মীয় কটূক্তির অভিযোগে হিন্দুপল্লিতে ভাঙচুর, ঠেকাতে গিয়ে আক্রান্ত পুলিশও

ঐকমত্য কমিশনের বৈঠকে উত্তেজনা, রাষ্ট্রের মূলনীতি নিয়ে বিরোধ

১৭ বছর পর আদালত অবমাননার রায়, সাবেক ডিসি-এডিসিসহ ৪ জনের কারাদণ্ড

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত