Ajker Patrika

প্রধানমন্ত্রীর কথাবার্তা শালীন হওয়া দরকার: রিজভী 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রধানমন্ত্রীর কথাবার্তা শালীন হওয়া দরকার: রিজভী 

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও নোবেলজয়ী মুহাম্মদ ইউনূসকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যে তীব্র নিন্দা ও ঘৃণা জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। খালেদা জিয়াকে নিয়ে করা বক্তব্য প্রসঙ্গে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে রিজভী বলেন, ‘আপনার এই বক্তব্য হচ্ছে নারী বিদ্বেষী বক্তব্য। এইভাবে বলবেন না। আমরা আপনার এই বক্তব্যের শুধু নিন্দা জানাব না, ঘৃণা জানাচ্ছি।’

আজ বৃহস্পতিবার বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক মিলাদ ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের সুস্থতা কামনায় ঢাকা-৮ ও ৯ আসনের বিএনপি ও অঙ্গ সংগঠন এই অনুষ্ঠানের আয়োজন করে।

বুধবার আওয়ামী লীগের এক আলোচনা সভায় পদ্মা সেতু প্রসঙ্গে বক্তৃতাকালে প্রধানমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়া বলেছিল, জোড়াতালি দিয়ে পদ্মা সেতু বানাচ্ছে। সেতুতে যে স্প্যানগুলো বসাচ্ছে, এগুলো তাঁর কাছে ছিল জোড়াতালি দেওয়া। বলেছিল, জোড়াতালি দিয়ে পদ্মা সেতু বানাচ্ছে, ওখানে চড়া যাবে না। চড়লে ভেঙে পড়বে। আবার তাঁর সঙ্গে কিছু দোসরেরাও…তাদেরকে এখন কী করা উচিত? পদ্মা সেতুতে নিয়ে গিয়ে ওখান থেকে টুস করে নদীতে ফেলে দেওয়া উচিত।’

এই বক্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, ‘তাঁর (প্রধানমন্ত্রী) কথা-বার্তা তো শালীন হওয়া দরকার, ভদ্র হওয়া দরকার। কিন্তু প্রধানমন্ত্রীর কথাবার্তা যদি গুণ্ডা-পাণ্ডার মত হয়, শীর্ষ সন্ত্রাসীর মত হয়, সেটা তো ভালো লাগার কথা নয়। দেশ কারা চালাচ্ছে? তাহলে বুঝতে হবে দেশ লুটেরারা চালাচ্ছে, মাফিয়ারা চালাচ্ছে।’ 

প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে রিজভী বলেন, ‘পদ্মা সেতু করছেন। পদ্মা সেতু কি আপনার পৈতৃক টাকা দিয়ে হচ্ছে, বাপের বাড়ি বা স্বামীর সম্পত্তি থেকে করছেন? আমার-আপনার পকেটের টাকা দিয়ে হচ্ছে। আর আপনি বলেন, কত বড় শিষ্টাচার বহির্ভূত কথা। সাবেক প্রধানমন্ত্রী, একজন মুক্তিযোদ্ধার স্ত্রী, তাঁকে বলছেন পদ্মা নদীতে টুস করে ফেলে দিতে হবে। এটা তো গুণ্ডা-পাণ্ডার কথা, পাড়া-মহল্লার সন্ত্রাসীর কথা। ড. ইউনূস, যিনি দেশের জন্য আন্তর্জাতিক সম্মান নিয়ে এসেছেন, তাঁকে বলছেন চুবানি দিতে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত