নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দেশে নূর হোসেনের রক্তের বিনিময়ে অর্জিত গণতন্ত্র আজ অবরুদ্ধ বলে মন্তব্য করেছেন ৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলনের নেতা ও ডাকসুর সাবেক ভিপি আমান উল্লাহ আমান। তিনি বলেন, ‘সেদিন নূর হোসেনের রক্তের বিনিময়ে স্বৈরাচারের পতন ও দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছিল। কিন্তু আজ দেশে সেই গণতন্ত্র অবরুদ্ধ, মানবাধিকার ভূলুণ্ঠিত।’
আজ বুধবার সকালে শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে রাজধানীর জিরো পয়েন্টে নূর হোসেন স্কয়ারে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন আমান। এ সময় ছাত্রদল, যুবদলসহ অঙ্গসংগঠনের নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন।
আমান উল্লাহ আমান বলেন, দেশে এখন একদলীয় শাসনব্যবস্থা চলছে। সেই সঙ্গে দমন, নির্যাতন, নিপীড়ন চলছে। সাংবাদিকদের লেখা ও কথা বলার স্বাধীনতা নেই। এই সরকার জনগণের ওপর চেপে বসেছে। জনগণের কাছে তাদের কোনো জবাবদিহিও নেই। তারা কেরোসিন, ডিজেলের মূল্য বাড়িয়ে জনগণের ওপর বর্ধিত পরিবহন ভাড়া চাপিয়ে দিয়েছে।
বিএনপি নেতা আমান বলেন, যদি এই সরকার তত্ত্বাবধায়ক সরকার না দিয়ে দলীয় সরকারের অধীনে নির্বাচন করার চেষ্টা করে, তাহলে সেই নির্বাচন প্রতিহত করা হবে। ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য জনগণ মাঠে নামবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা হাবিবুর রহমান হাবিব, খায়রুল কবির খোকন, ফজলুল হক মিলন, নাজিম উদ্দিন আলম, জহির উদ্দিন স্বপন, খন্দকার লুৎফর রহমান, আমিরুজ্জামান শিমুল, সাইফুদ্দিন মনি, আসাদুর রহমান প্রমুখ।
দেশে নূর হোসেনের রক্তের বিনিময়ে অর্জিত গণতন্ত্র আজ অবরুদ্ধ বলে মন্তব্য করেছেন ৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলনের নেতা ও ডাকসুর সাবেক ভিপি আমান উল্লাহ আমান। তিনি বলেন, ‘সেদিন নূর হোসেনের রক্তের বিনিময়ে স্বৈরাচারের পতন ও দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছিল। কিন্তু আজ দেশে সেই গণতন্ত্র অবরুদ্ধ, মানবাধিকার ভূলুণ্ঠিত।’
আজ বুধবার সকালে শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে রাজধানীর জিরো পয়েন্টে নূর হোসেন স্কয়ারে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন আমান। এ সময় ছাত্রদল, যুবদলসহ অঙ্গসংগঠনের নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন।
আমান উল্লাহ আমান বলেন, দেশে এখন একদলীয় শাসনব্যবস্থা চলছে। সেই সঙ্গে দমন, নির্যাতন, নিপীড়ন চলছে। সাংবাদিকদের লেখা ও কথা বলার স্বাধীনতা নেই। এই সরকার জনগণের ওপর চেপে বসেছে। জনগণের কাছে তাদের কোনো জবাবদিহিও নেই। তারা কেরোসিন, ডিজেলের মূল্য বাড়িয়ে জনগণের ওপর বর্ধিত পরিবহন ভাড়া চাপিয়ে দিয়েছে।
বিএনপি নেতা আমান বলেন, যদি এই সরকার তত্ত্বাবধায়ক সরকার না দিয়ে দলীয় সরকারের অধীনে নির্বাচন করার চেষ্টা করে, তাহলে সেই নির্বাচন প্রতিহত করা হবে। ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য জনগণ মাঠে নামবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা হাবিবুর রহমান হাবিব, খায়রুল কবির খোকন, ফজলুল হক মিলন, নাজিম উদ্দিন আলম, জহির উদ্দিন স্বপন, খন্দকার লুৎফর রহমান, আমিরুজ্জামান শিমুল, সাইফুদ্দিন মনি, আসাদুর রহমান প্রমুখ।
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ‘যথাসময়ে, ঠিক সময়ে, ঘোষিত সময়ে নির্বাচন হতে হবে। ফ্যাসিবাদ নতুন করে মাথা তোলার চেষ্টা করছে। আপনারা লক্ষ্য করবেন, দেশের ভেতরে-বাইরে ফ্যাসিবাদ ও তার দোসররা যেভাবে বিভিন্ন মিডিয়ায় কথা বলছেন, চলাফেরা করছেন, ইঙ্গিত দিচ্ছেন—সেটা গণতন্ত্রের জন্য অশুভ।’
৩ ঘণ্টা আগেজাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, ‘আওয়ামী লীগ যখন জামায়াতে ইসলামীকে রাজনীতিতে নিষিদ্ধ ঘোষণা করেছে, আমি তার প্রতিবাদ করেছি। একইভাবে এখন বলছি, আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করলে তা গ্রহণযোগ্য হবে না।’
১৮ ঘণ্টা আগেস্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা পদে ইস্তফা দেওয়ার পর রাজনীতিতে যুক্ত হয়ে জাতীয় নির্বাচনে প্রার্থী হবেন কি না, তা অবশ্য টক শোতে স্পষ্ট করেননি গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আসিফ মাহমুদ। একই সঙ্গে গণ-অভ্যুত্থানের ছাত্রনেতাদের নিয়
২০ ঘণ্টা আগেজুলাই সনদের আইনগত ভিত্তি দেওয়া ছাড়া বিদেশিদের দ্বারা কোনো পাতানো নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী অংশ নেবে না বলে মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। আজ বুধবার (১৩ আগস্ট) বিকেলে রাজধানীর বিজয়নগর সড়কে এক সমাবেশে প্রধান অতিথির বক্তেব্য তিনি এ কথা বলেন।
২০ ঘণ্টা আগে