নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জাতীয় ঐক্যের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ের কথা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, ‘নতুন বাংলাদেশের জন্য আমরা সম্মিলিতভাবে সবাই মিলে কাজ করব। এখানে জাতীয় ঐক্যের প্রয়োজন আছে। কোনো একটি দল এই কাজটি করতে পারবে না। জাতীয় ঐক্যের মাধ্যমে আমাদের এই কাজটা করতে হবে।’
আজ শুক্রবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এর আগে ন্যাশনাল আওয়ামী পার্টি (ভাসানী), পিপলস পার্টি ও গণফোরামের সঙ্গে বৈঠক করে বিএনপির লিয়াজোঁ কমিটি।
আমীর খসরু বলেন, ‘শেখ হাসিনা পলায়ন করার পরে বাংলাদেশের মানুষের মনোজগতে একটা বড় পরিবর্তন এসেছে। প্রত্যাশা পূরণে তারা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে। জনগণের মনোজগতের যে পরিবর্তন, সেটাকে ধারণ করে আমাদের চলতে হবে।’
বৈঠকের আলোচনা প্রসঙ্গে বিএনপির লিয়াজোঁ কমিটির প্রধান আমীর খসরু বলেন, পরিবর্তিত পরিস্থিতিতে দেশকে স্থিতিশীল রেখে অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করার বিষয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, ‘আনসারের একটা ঘটনা ঘটে গেছে। এই ঘটনার পেছনে কারা ছিল, এ নিয়ে পত্রিকায় অনেক লেখা হয়েছে। নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমরা যাতে সামনের দিকে এগিয়ে যেতে পারি, দেশকে স্থিতিশীল রাখতে আমাদের ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে।’
রাষ্ট্র সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, ‘রাষ্ট্র সংস্কারের বিষয়ে আমাদের ৩১ দফা আছে। জনগণের সামনে রাষ্ট্র মেরামতের বিষয়গুলো আমরা তুলে ধরব। সে জন্য আমরা জনগণের কাছে যাব, আমাদের কথা বলব। তাদের জন্য কোনো প্রস্তাব থাকে, সেটা আমরা যুক্ত করব।’
এ ক্ষেত্রে দেশের তরুণ সমাজকে বিশেষ গুরুত্ব দিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘দেশের ৬৫ শতাংশ তরুণদের যে আকাঙ্ক্ষা, সেটাকে আমাদের ধারণ করতে হবে।’
জাতীয় ঐক্যের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ের কথা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, ‘নতুন বাংলাদেশের জন্য আমরা সম্মিলিতভাবে সবাই মিলে কাজ করব। এখানে জাতীয় ঐক্যের প্রয়োজন আছে। কোনো একটি দল এই কাজটি করতে পারবে না। জাতীয় ঐক্যের মাধ্যমে আমাদের এই কাজটা করতে হবে।’
আজ শুক্রবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এর আগে ন্যাশনাল আওয়ামী পার্টি (ভাসানী), পিপলস পার্টি ও গণফোরামের সঙ্গে বৈঠক করে বিএনপির লিয়াজোঁ কমিটি।
আমীর খসরু বলেন, ‘শেখ হাসিনা পলায়ন করার পরে বাংলাদেশের মানুষের মনোজগতে একটা বড় পরিবর্তন এসেছে। প্রত্যাশা পূরণে তারা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে। জনগণের মনোজগতের যে পরিবর্তন, সেটাকে ধারণ করে আমাদের চলতে হবে।’
বৈঠকের আলোচনা প্রসঙ্গে বিএনপির লিয়াজোঁ কমিটির প্রধান আমীর খসরু বলেন, পরিবর্তিত পরিস্থিতিতে দেশকে স্থিতিশীল রেখে অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করার বিষয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, ‘আনসারের একটা ঘটনা ঘটে গেছে। এই ঘটনার পেছনে কারা ছিল, এ নিয়ে পত্রিকায় অনেক লেখা হয়েছে। নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমরা যাতে সামনের দিকে এগিয়ে যেতে পারি, দেশকে স্থিতিশীল রাখতে আমাদের ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে।’
রাষ্ট্র সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, ‘রাষ্ট্র সংস্কারের বিষয়ে আমাদের ৩১ দফা আছে। জনগণের সামনে রাষ্ট্র মেরামতের বিষয়গুলো আমরা তুলে ধরব। সে জন্য আমরা জনগণের কাছে যাব, আমাদের কথা বলব। তাদের জন্য কোনো প্রস্তাব থাকে, সেটা আমরা যুক্ত করব।’
এ ক্ষেত্রে দেশের তরুণ সমাজকে বিশেষ গুরুত্ব দিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘দেশের ৬৫ শতাংশ তরুণদের যে আকাঙ্ক্ষা, সেটাকে আমাদের ধারণ করতে হবে।’
এবি পার্টির নেতারা বলেছেন, রাজনীতিতে অতীতমুখিতা ও পরিবারতান্ত্রিক বন্দোবস্তের ধারণা থেকে সরে আসার সময় হয়েছে। তরুণেরা পুরোনো রাজনীতিতে ক্লান্ত এবং সত্যিকার অর্থেই একটি রূপান্তরমূলক পরিবর্তন দেখতে চায়। এবি পার্টি ধীরে ধীরে তা বাস্তবায়ন করতে বদ্ধপরিকর।
৪ ঘণ্টা আগেরাষ্ট্র-জনগণের ওপর যেন আমলাতন্ত্র জেঁকে না বসে এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান যেন স্বাধীনভাবে কাজ করতে পারে—এমন আহ্বান জানিয়েছেন শিক্ষার্থী ও শিল্পীসমাজ। আজ রোববার রাজধানীর শিল্পকলা একাডেমির প্রধান ফটকের সামনে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালনের সময় এসব কথা বলেন তাঁরা।
৪ ঘণ্টা আগেগাজীপুরে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) ছাত্রদলের নতুন ২৮ সদস্যের আংশিক কমিটি ঘোষণার এক দিনের মাথায় ঘোষিত কমিটিকে প্রত্যাখ্যান করে সভাপতি, কয়েকজন সহসভাপতি, সিনিয়র যুগ্ম সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ ১৫ জন একযোগে পদত্যাগ করেছেন।
৪ ঘণ্টা আগেনতুন দলের ‘সেকেন্ড রিপাবলিক’-এর ধারণা প্রসঙ্গে মির্জা আব্বাস বলেন, ‘সেকেন্ড রিপাবলিক আমি বুঝি নাই। যেকোনো একটা অছিলা ধরে জাতিকে বিভক্ত করার চেষ্টা চলছে। সবাইকে এ ব্যাপারে সতর্ক থাকতে হবে।’
৫ ঘণ্টা আগে