Ajker Patrika

নতুন বাংলাদেশের জন্য সম্মিলিতভাবে কাজ করব: আমীর খসরু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৪, ২১: ৩৫
নতুন বাংলাদেশের জন্য সম্মিলিতভাবে কাজ করব: আমীর খসরু

জাতীয় ঐক্যের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ের কথা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, ‘নতুন বাংলাদেশের জন্য আমরা সম্মিলিতভাবে সবাই মিলে কাজ করব। এখানে জাতীয় ঐক্যের প্রয়োজন আছে। কোনো একটি দল এই কাজটি করতে পারবে না। জাতীয় ঐক্যের মাধ্যমে আমাদের এই কাজটা করতে হবে।’ 

আজ শুক্রবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এর আগে ন্যাশনাল আওয়ামী পার্টি (ভাসানী), পিপলস পার্টি ও গণফোরামের সঙ্গে বৈঠক করে বিএনপির লিয়াজোঁ কমিটি। 

আমীর খসরু বলেন, ‘শেখ হাসিনা পলায়ন করার পরে বাংলাদেশের মানুষের মনোজগতে একটা বড় পরিবর্তন এসেছে। প্রত্যাশা পূরণে তারা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে। জনগণের মনোজগতের যে পরিবর্তন, সেটাকে ধারণ করে আমাদের চলতে হবে।’

বৈঠকের আলোচনা প্রসঙ্গে বিএনপির লিয়াজোঁ কমিটির প্রধান আমীর খসরু বলেন, পরিবর্তিত পরিস্থিতিতে দেশকে স্থিতিশীল রেখে অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করার বিষয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, ‘আনসারের একটা ঘটনা ঘটে গেছে। এই ঘটনার পেছনে কারা ছিল, এ নিয়ে পত্রিকায় অনেক লেখা হয়েছে। নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমরা যাতে সামনের দিকে এগিয়ে যেতে পারি, দেশকে স্থিতিশীল রাখতে আমাদের ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে।’ 

রাষ্ট্র সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, ‘রাষ্ট্র সংস্কারের বিষয়ে আমাদের ৩১ দফা আছে। জনগণের সামনে রাষ্ট্র মেরামতের বিষয়গুলো আমরা তুলে ধরব। সে জন্য আমরা জনগণের কাছে যাব, আমাদের কথা বলব। তাদের জন্য কোনো প্রস্তাব থাকে, সেটা আমরা যুক্ত করব।’ 

এ ক্ষেত্রে দেশের তরুণ সমাজকে বিশেষ গুরুত্ব দিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘দেশের ৬৫ শতাংশ তরুণদের যে আকাঙ্ক্ষা, সেটাকে আমাদের ধারণ করতে হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

উড়তে থাকা ভারতকে থামাতে ফিল্ডিং নিল নিউজিল্যান্ড

ভারত-নিউজিল্যান্ডের চিন্তা বাদ দিয়ে আপাতত ঘুমাতে চান তিনি

ফরিদপুরে ছাত্রদলের ১৮ সদস্যের কমিটি ঘোষণার পরদিনই ১১ জনের পদত্যাগ

ডিজিএফআইয়ের সাবেক প্রধান সাইফুল আলমের বাসা থেকে আড়াই কোটি টাকা উদ্ধার

ইতিহাস নির্মাতারা রাজনীতির ঊর্ধ্বে: ঢাবি উপাচার্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত