নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর ঢাকায় বর্ণাঢ্য র্যালি করতে চায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। পল্টনে দলীয় অফিস থেকে মগবাজার পর্যন্ত বেলা ১টায় এই র্যালি করার জন্য আনুষ্ঠানিক অনুমতির আবেদন নিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সদর দপ্তরে গিয়েছিলেন দলটির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী।
আজ বুধবার বিকেল ৫টার দিকে ডিএমপি সদর দপ্তর থেকে ফেরার সময় সাংবাদিকদের এ কথা বলেন বিএনপির এই নেতা।
নিতাই রায় চৌধুরী বলেন, ‘আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবস। বিজয় দিবস উপলক্ষে বিএনপির পক্ষ থেকে একটা বর্ণাঢ্য কর্মসূচি নিয়েছি। সেটা হচ্ছে র্যালি। আমরা র্যালি করতে চাই। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় অফিস থেকে মগবাজার পর্যন্ত এই র্যালি হবে। বিজয় দিবসে র্যালি করার জন্য আমরা পুলিশ কমিশনারের (ডিএমপি কমিশনার) ওখানে এসেছি। তবে তিনি না থাকায় আমরা অতিরিক্ত পুলিশ কমিশনার ড. খ. মহিদের সঙ্গে কথা বলেছি। আমাদের আবেদনের কপিটা উনি রিসিভ করেছেন। বিষয়টি তাঁরা নিজেদের মধ্যে আলোচনা করে আগামীকাল আমাদের জানিয়ে দেবেন।’
অনুমতি না দিলে বিএনপি কর্মসূচি পালন করবে কি না জানতে চাইলে নিতাই রায় চৌধুরী বলেন, ‘সেটা পরের কথা, সে রকম হলে পার্টি সিদ্ধান্ত নেবে।’
র্যালিতে সব ধরনের নেতা উপস্থিত থাকবেন উল্লেখ করে নিতাই রায় চৌধুরী বলেন, র্যালি বেলা ১টা থেকে শুরু হবে।
বিএনপির মতো একটি বড় দলকে ১৬ ডিসেম্বরের মতো দিনে একটা প্রোগ্রামের জন্যও অনুমতি নিতে হচ্ছে, বিষয়টি কীভাবে দেখছেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নিতাই রায় চৌধুরী বলেন, ‘এর আগে আমাদের ইফতার পার্টিতেও অনুমতি নিতে হয়েছে। এখন এটা হওয়া উচিত নয়। হয়তো সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে এটাও পরিবর্তন হবে। তবে চলমান সময়ে এটাই হলো আমাদের সংস্কৃতি। যে কারণে আমাদের অনুমতি নিতে হয়। অনুমতি না নিলে মনে করে বিনা অনুমতির প্রোগ্রাম। যদিও রাজনৈতিক দলের অনুমতি সব সময় লাগে না। কোনো কোনো ক্ষেত্রে অনুমতি লাগেও।’
পার্টি অফিসে তালা, এটি কবে খোলা হবে জানতে চাইলে তিনি বলেন, ‘এ বিষয়ে আমাদের চিন্তাভাবনা আছে, কথা বলছি। এটা সমাধান হবে।’
এ সময় তাঁর সঙ্গে ছিলেন বিএনপির আইনজীবী ফোরামের প্রচার সম্পাদক অ্যাডভোকেট মাহবুবুর রহমান।
এ বিষয়ে জানতে চাইলে ডিএমপির অতিরিক্ত কমিশনার ড. খ. মহিদ উদ্দিন বলেন, ‘বিএনপির একটি প্রতিনিধিদল এসেছিল তাদের ১৬ ডিসেম্বরের কর্মসূচির ব্যাপারে। তারা একটি আবেদনপত্র দিয়ে গেছে। অনুমতির বিষয়ে কথা হয়নি। আমরা আলোচনা করে এ ব্যাপারে সিদ্ধান্ত জানাব।’
বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর ঢাকায় বর্ণাঢ্য র্যালি করতে চায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। পল্টনে দলীয় অফিস থেকে মগবাজার পর্যন্ত বেলা ১টায় এই র্যালি করার জন্য আনুষ্ঠানিক অনুমতির আবেদন নিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সদর দপ্তরে গিয়েছিলেন দলটির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী।
আজ বুধবার বিকেল ৫টার দিকে ডিএমপি সদর দপ্তর থেকে ফেরার সময় সাংবাদিকদের এ কথা বলেন বিএনপির এই নেতা।
নিতাই রায় চৌধুরী বলেন, ‘আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবস। বিজয় দিবস উপলক্ষে বিএনপির পক্ষ থেকে একটা বর্ণাঢ্য কর্মসূচি নিয়েছি। সেটা হচ্ছে র্যালি। আমরা র্যালি করতে চাই। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় অফিস থেকে মগবাজার পর্যন্ত এই র্যালি হবে। বিজয় দিবসে র্যালি করার জন্য আমরা পুলিশ কমিশনারের (ডিএমপি কমিশনার) ওখানে এসেছি। তবে তিনি না থাকায় আমরা অতিরিক্ত পুলিশ কমিশনার ড. খ. মহিদের সঙ্গে কথা বলেছি। আমাদের আবেদনের কপিটা উনি রিসিভ করেছেন। বিষয়টি তাঁরা নিজেদের মধ্যে আলোচনা করে আগামীকাল আমাদের জানিয়ে দেবেন।’
অনুমতি না দিলে বিএনপি কর্মসূচি পালন করবে কি না জানতে চাইলে নিতাই রায় চৌধুরী বলেন, ‘সেটা পরের কথা, সে রকম হলে পার্টি সিদ্ধান্ত নেবে।’
র্যালিতে সব ধরনের নেতা উপস্থিত থাকবেন উল্লেখ করে নিতাই রায় চৌধুরী বলেন, র্যালি বেলা ১টা থেকে শুরু হবে।
বিএনপির মতো একটি বড় দলকে ১৬ ডিসেম্বরের মতো দিনে একটা প্রোগ্রামের জন্যও অনুমতি নিতে হচ্ছে, বিষয়টি কীভাবে দেখছেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নিতাই রায় চৌধুরী বলেন, ‘এর আগে আমাদের ইফতার পার্টিতেও অনুমতি নিতে হয়েছে। এখন এটা হওয়া উচিত নয়। হয়তো সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে এটাও পরিবর্তন হবে। তবে চলমান সময়ে এটাই হলো আমাদের সংস্কৃতি। যে কারণে আমাদের অনুমতি নিতে হয়। অনুমতি না নিলে মনে করে বিনা অনুমতির প্রোগ্রাম। যদিও রাজনৈতিক দলের অনুমতি সব সময় লাগে না। কোনো কোনো ক্ষেত্রে অনুমতি লাগেও।’
পার্টি অফিসে তালা, এটি কবে খোলা হবে জানতে চাইলে তিনি বলেন, ‘এ বিষয়ে আমাদের চিন্তাভাবনা আছে, কথা বলছি। এটা সমাধান হবে।’
এ সময় তাঁর সঙ্গে ছিলেন বিএনপির আইনজীবী ফোরামের প্রচার সম্পাদক অ্যাডভোকেট মাহবুবুর রহমান।
এ বিষয়ে জানতে চাইলে ডিএমপির অতিরিক্ত কমিশনার ড. খ. মহিদ উদ্দিন বলেন, ‘বিএনপির একটি প্রতিনিধিদল এসেছিল তাদের ১৬ ডিসেম্বরের কর্মসূচির ব্যাপারে। তারা একটি আবেদনপত্র দিয়ে গেছে। অনুমতির বিষয়ে কথা হয়নি। আমরা আলোচনা করে এ ব্যাপারে সিদ্ধান্ত জানাব।’
সূত্র বলছে, টেলিগ্রামকে নিজের প্রধান রাজনৈতিক মঞ্চ বানিয়ে রেখেছেন কাদের। সেখানে জ্বালাময়ী বক্তব্য দিয়ে ঢাকা ঘেরাওয়ের ডাক দিচ্ছেন। কিন্তু তাঁর কথায় কোনো পরিষ্কার পরিকল্পনা বা বাস্তব পদক্ষেপ থাকে না বলে অভিযোগ সূত্রগুলোর।
১০ ঘণ্টা আগেঅভ্যুত্থানের অংশীদার পক্ষগুলোর বিভেদ এবং ভুলের কারণে পৃথিবীতে বেশির ভাগ বিপ্লব ও গণ-অভ্যুত্থান চূড়ান্ত সফলতার মুখ দেখেনি বলে মন্তব্য করেছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের অঙ্গীকার লঙ্ঘিত হলে জেন-জিরা আবার রাজপথে নামবে বলে সতর্কবাণী উচ্চারণ করেন তিনি।
১১ ঘণ্টা আগেদলের নাম ব্যবহার করে চাঁদাবাজির ঘটনায় দুঃখ ও ক্ষোভ প্রকাশ করেছেন এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ।। তিনি বলেছেন, ‘আমরা চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলি। কিন্তু দুঃখের বিষয়, এনসিপির নাম ব্যবহার করে চাঁদাবাজি হচ্ছে। আমাদের লাখ লাখ কর্মী ও নেতার দরকার নেই। যাঁরা তেলবাজি ও সেলফিবাজি...
১৩ ঘণ্টা আগেআগামী ৫ আগস্টের মধ্যে জুলাই সনদ ও ঘোষণাপত্র আদায়ের কথা পুনর্ব্যক্ত করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ সোমবার ময়মনসিংহ মহানগরীর টাউন হল মাঠে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।
১৫ ঘণ্টা আগে