Ajker Patrika

৯ জামায়াত নেতা ৪ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২১, ১৯: ১৯
৯ জামায়াত নেতা ৪ দিনের রিমান্ডে

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ ৯ নেতাকর্মীকে চার দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম বেগম মাহমুদা আক্তার তাঁদের রিমান্ড মঞ্জুর করেন। 

অন্য আসামিরা হলেন-জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ, রফিকুল ইসলাম খান, নির্বাহী পরিষদ সদস্য ইজ্জত উল্লাহ, মোবারক হোসেন, আব্দুর রব, ছাত্র শিবিরের সাবেক সভাপতি ইয়াসিন আরাফাত এবং জামায়াতের কর্মী মনিরুল ইসলাম ও আবুল কালাম। 

আজ দুপুরের পর নয়জনকে আদালতে হাজির করে রাজধানীর ভাটারা থানা-পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক আমিনুল ইসলাম প্রত্যেককে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। অন্যদিকে আসামিদের পক্ষে রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করা হয়। শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে প্রত্যেকের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

এর আগে গত সোমবার রাতে রাজধানী বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে এই জামায়াতের নয় নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। ওই সময় তাঁরা বৈঠক করছিলেন। গ্রেপ্তারের পর তাঁদের ভাটারা থানায় হস্তান্তর করা হয়। আজ সকালে তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে পুলিশ। 

মামলার অভিযোগে বলা হয়, গ্রেপ্তার জামায়াতের নেতারা বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসায় গোপন বৈঠকে মিলিত হয়েছিলেন। বৈঠকে তাঁরা রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ও নাশকতার পরিকল্পনা করছিলেন। 

এদিকে মিয়া গোলাম পরওয়ার গ্রেপ্তার হওয়ায় ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল হিসেবে দলের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাছুমকে দায়িত্ব দেওয়া হয়েছে। আজ গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় জামায়াত। জামায়াতের আমির শফিকুর রহমান আনুষ্ঠানিকভাবে এটিএম মাছুমকে দায়িত্ব হস্তান্তর করেছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সিলেটে পাথর লুটে জড়িত দুই দলের ৩৫ নেতা

আলাস্কা বৈঠকে পুতিনের দেহরক্ষীর হাতে ‘মলমূত্রবাহী স্যুটকেস’ কেন

সিলেটের ডিসি হলেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শাস্তি পাওয়া সারওয়ার আলম

শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে ছাত্রদল নেতার পোস্ট, শোকজ পেয়ে নিলেন অব্যাহতি

আমরা দখল করি লঞ্চঘাট-বাসস্ট্যান্ড, জামায়াত করে বিশ্ববিদ্যালয়: আলতাফ হোসেন চৌধুরী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত