Ajker Patrika

স্পিকারের আশ্বাস, সংসদ বর্জনের সিদ্ধান্ত থেকে সরল জাপা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
স্পিকারের আশ্বাস, সংসদ বর্জনের সিদ্ধান্ত থেকে সরল জাপা

দলের চেয়ারম্যান বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদেরকে সংসদে বিরোধীদলীয় দলীয় নেতা হিসেবে গেজেট প্রকাশ না করা পর্যন্ত সংসদ বর্জনের ঘোষণা দিয়েছিল জাতীয় পার্টি। গতকাল রোববার রাতে এ সিদ্ধান্তের কথা জানায় দলটি। 

তবে আজ সোমবার বিকেলে সে সিদ্ধান্ত থেকে সরে এসেছে দলটি। যদিও তাদের দাবি, স্পিকার শিরীন শারমিন চৌধুরীর আশ্বাসে আজ থেকেই সংসদে যোগ দেবেন তাঁরা। 

আজ দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় সংসদের স্পিকারের আশ্বাসের পরিপ্রেক্ষিতে জাতীয় সংসদের অধিবেশনে যোগ দেবেন জাতীয় পার্টির সংসদ সদস্যরা। 

জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের আজ এক নির্দেশনায় জাতীয় পার্টির সব সংসদ সদস্যকে অধিবেশনে যোগ দিতে নির্দেশ দিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত