Ajker Patrika

হরতালের সমর্থনে সেগুনবাগিচায় জামায়াতের ঝটিকা মিছিল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
হরতালের সমর্থনে সেগুনবাগিচায় জামায়াতের ঝটিকা মিছিল

হরতালের সমর্থনে রাজধানীর সেগুনবাগিচায় ঝটিকা মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে সেগুনবাগিচা কাঁচাবাজার থেকে ২৫-৩০ জনের একটি ঝটিকা মিছিল করে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সামনে এসে বক্তব্য দিয়ে দ্রুত চলে যান তাঁরা। 

মিছিলে নেতৃত্ব দেন জামায়াতের নায়েবে আমির নায়েবে আমির হেলাল উদ্দিন ও শাহীন আহমেদ খান। 

সংক্ষিপ্ত বক্তব্যে হেলাল উদ্দিন বলেন, সরকার মানুষের ভোটের অধিকারের পাশাপাশি সভা-সমাবেশের অধিকার কেড়ে নিয়েছে। গতকাল বিএনপির শান্তিপূর্ণ সমাবেশে পুলিশ হামলা চালিয়ে বিএনপি নেতাদের গ্রেপ্তার এবং হত্যা করেছে। এসবের প্রতিবাদে জনগণ রাস্তায় নেমে এসেছে আর ঘরে ফিরে যাবে না। 

এ সময় সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও গ্রেপ্তারকৃত বিরোধী দলীয় নেতাদের মুক্তির দাবি করেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত