Ajker Patrika

রাজধানীতে বিএনপির পদযাত্রা শুরু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৮ জানুয়ারি ২০২৩, ১৫: ২৫
রাজধানীতে বিএনপির পদযাত্রা শুরু

পূর্বঘোষণা অনুযায়ী রাজধানীতে পদযাত্রা শুরু করেছে বিএনপি। আজ শনিবার বেলা আড়াইটায় রাজধানীর উত্তর বাড্ডার সুবাস্তু ভ্যালির সামনে থেকে এই পদযাত্রা শুরু হয়। পদযাত্রার উদ্বোধন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পদযাত্রাটি মালিবাগের আবুল হোটেলের সামনে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে। ঢাকা মহানগর উত্তর বিএনপির এই পদযাত্রায় দলের সর্বস্তরের নেতা-কর্মীরা অংশ নিয়েছেন।

উদ্বোধনী বক্তব্যে কাল বিলম্ব না করে সরকারকে পদত্যাগের আহ্বান জানান বিএনপি মহাসচিব। তিনি বলেন, ‘দেশে মানুষের অধিকার নেই, ভোটের অধিকার নেই, ভাতের অধিকার নেই, গণতন্ত্র নেই। মানুষের অধিকার ফিরিয়ে আনতে ১০ দফা দাবিতে বিএনপি সংগ্রাম করছে।’

ফখরুল আরও বলেন, ‘আজকে আমরা পদযাত্রার মধ্য দিয়ে এই সরকারকে জানিয়ে দিতে চাই, আর কাল বিলম্ব নয়। অবিলম্বে পদত্যাগ করুন। পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন। নইলে পালাবার পথ খুঁজে পাবেন না।’

পদযাত্রার উদ্বোধনী বক্তব্যে কাল বিলম্ব না করে সরকারকে পদত্যাগের আহ্বান জানান বিএনপি মহাসচিব।বিএনপির পদযাত্রা ঘিরে বিভিন্ন পয়েন্টে সতর্ক অবস্থান নিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পদযাত্রার কারণে রাস্তার একপাশে যান চলাচল বন্ধ রয়েছে।

এদিকে বিএনপির পদযাত্রা কর্মসূচির আগে রাজধানীর উত্তরায় ‘শীতবস্ত্র ও শান্তি সমাবেশ’ করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। উত্তরার আজমপুরে আমির কমপ্লেক্সের পেছনের সড়কে আজ সকাল ১০টায় অনুষ্ঠানটির আয়োজন করেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য হাবিব হাসান। সরেজমিন দেখা যায়, উত্তরার আমির কমপ্লেক্স শপিং সেন্টারের পেছনের আজমপুর থেকে রাজলক্ষ্মী যাওয়ার সড়কের মাঝামাঝি স্থানে অনুষ্ঠানের মঞ্চ করা হয়। এতে সড়কের দুই পাশ বন্ধ হয়ে গেলে ভোগান্তিতে পড়ে সাধারণ পথচারীরা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত