Ajker Patrika

আমেরিকার সঙ্গে টানাপড়েন হলে কূটনৈতিক উপায়ে ফয়সালা হবে: কাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২২, ১৮: ০০
আমেরিকার সঙ্গে টানাপড়েন হলে কূটনৈতিক উপায়ে ফয়সালা হবে: কাদের

আমেরিকার সঙ্গে বাংলাদেশের টানাপড়েন হলে কূটনৈতিক উপায়ে ফয়সালা করা হবে বলে জানিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘আমাদের বন্ধুরাষ্ট্র যুক্তরাষ্ট্রের সঙ্গে বিবাদ সৃষ্টির উসকানি দিচ্ছে বিএনপি।’ 

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন গেটে আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রা পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে আজ শনিবার এসব কথা বলেন ওবায়দুল কাদের। শোভাযাত্রাটি সমন্বয় করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ। 

গত বুধবার রাজধানী শাহীনবাগে দীর্ঘদিন নিখোঁজ বিএনপির নেতা সাজেদুল ইসলামের বাসায় যান মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। সেখান থেকে বেরিয়ে আসার সময় বাসার বাইরে একদল লোক তাঁকে ঘিরে ধরার চেষ্টা করেন। পরে নিরাপত্তা কর্মীদের সহায়তায় সেখান থেকে বেরিয়ে যান তিনি। এ ঘটনায় সরকারের কাছে উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র। বিষয়টি নিয়ে বক্তব্য দিয়েছে বিএনপিও। এতে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলেও দাবি করে দলটি। 

কোনো ঘটনা ঘটলে বিচার চাইবে যুক্তরাষ্ট্র, বিএনপি কেন বিচার চাইছে এ নিয়ে প্রশ্ন তোলেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘তাদের (যুক্তরাষ্ট্র) সঙ্গে আমাদের কথা হবে। আপনারা কে? যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত বার্নিকাট চলে গেছে কত আগে। তারাত কিছু বলে না। বিএনপি আজকে আগ বাড়িয়ে পুরোনো কথা বলছে।’ 

যুক্তরাষ্ট্রসহ বাংলাদেশে অবস্থান করা কূটনৈতিকদের উদ্দেশে কাদের বলেন, ‘সকল দূতাবাসকে আশ্বস্ত করছি, কূটনৈতিকদের নিরাপত্তার কোনো অভাব বাংলাদেশে হবে না। সবাই নিরাপদে থাকবে।’ 

নেতা কর্মীদের প্রস্তুত হওয়ার নির্দেশনা দিয়ে কাদের বলেন, ‘আওয়ামী লীগ আন্দোলনে খেলবে, নির্বাচনেও খেলবে। সেমিফাইনাল সামনে, তারপর ফাইনাল। ফাইনালে আন্দোলনেও তারা হারবে, নির্বাচনেও তারা হারবে।’ 

রাস্তায় নেতা কর্মীদের অবস্থান থাকায় মোটরসাইকেলে করে শোভাযাত্রায় যোগ দিয়েছে বলে কাদের বলেন, ‘আমি এখানে এসেছি মোটরসাইকেলে করে। ঢাকায় শুধু স্লোগান, আর স্লোগান। বুড়িগঙ্গা, ধলেশ্বরী, শীতলক্ষার সব ঢেউ ঢাকা মহানগরীতে।’ 

অপশক্তিতে রুখতে নেতা কর্মীদের শপথ নেওয়ার নির্দেশনা দিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ হয়েছে। এবার আমরা করব স্মার্ট বাংলাদেশ।’ 

জনগণ বিএনপিকে ১০ তারিখে লালকার্ড দেখিয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘পেয়েছে অশ্বডিম্ব। ৩০ তারিখেও ঘোড়ার ডিম পাবে, যদি তারা সফল হয় সেদিন ঘোড়া ডিম পারবে।’ 

২৪ তারিখের গণমিছিল ৩০ তারিখে নেওয়ায় বিএনপিকে ধন্যবাদ জানান কাদের। বলেন, ‘২৪ তারিখে আমাদের জাতীয় সম্মেলন। তাদের শুভবুদ্ধির উদয় হয়ে গণমিছিল ৩০ তারিখে নিয়ে গেছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ: ছাত্রদলের কমিটি ঘোষণা, নিষিদ্ধের দাবি শিক্ষার্থীদের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত