Ajker Patrika

ইসির কাছে ‘বাংলাদেশ খেলাফত আন্দোলন’ ও সাকা চৌধুরীর ‘এনডিপি’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ফাইল ছবি
ফাইল ছবি

আমিরে শরীয়ত মাওলানা আবু জাফর কাশেমী ও মহাসচিব মুফতি ফখরুল ইসলাম নেতৃত্বাধীন কমিটি অনুমোদন দিতে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেছে বাংলাদেশ খেলাফত আন্দোলনের একটি অংশ। আজ রোববার (২৫ মে) বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে দলটির এই অংশের নেতারা প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেন।

বৈঠক শেষে মহাসচিব ফখরুল ইসলাম বলেন, ‘খেলাফত আন্দোলনের দুটো পার্ট। গত দুই নির্বাচনে আমাদের আরেক গ্রুপ ছিল, তারা সরকারের স্বার্থে নিবন্ধনটা করে নেয়। নির্বাচনের বিরোধিতা করার জন্য আমরা নির্যাতনের শিকার হই।’

ফখরুল ইসলাম আরও বলেন, ‘ইসিকে আমরা বলতে এসেছি যে, দলের নিবন্ধনটা আমাদের প্রাপ্য। খেলাফত আন্দোলনের পুরোনো লোকগুলো আমাদের সঙ্গেই আছেন। আমাদের কমিটি যেন অনুমোদন করে এবং দলের নিবন্ধন যেন আমাদের নামে করে দেওয়া হয়, এই দাবিই আমরা ইসির কাছে করেছি।’

আবু জাফর কাশেমী ইসির কাছে লিখিত আবেদন জমা দেওয়ার কথা জানিয়ে বলেন, তাঁরা স্থানীয় সরকার নির্বাচন আগে দেওয়ার দাবি জানিয়েছেন। তিনি বলেন, ‘আমরা নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেছি। নির্বাচন কখন হবে, কীভাবে হবে, সেটা তো সরকারের বিষয়।’

এর আগে গত ২৭ এপ্রিল বাংলাদেশ খেলাফত আন্দোলনের এই অংশের নেতারা সিইসির সঙ্গে সাক্ষাৎ করে ‘বটগাছ’ প্রতীক চেয়েছিলেন।

এনডিপির নিবন্ধন পুনর্বিবেচনার আবেদন

এদিকে যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সালাউদ্দিন কাদের চৌধুরী প্রতিষ্ঠিত ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি) রাজনৈতিক দল হিসেবে তাদের নিবন্ধনের আবেদন পুনর্বিবেচনা করার কথা জানিয়েছে। আজ রোববার সিইসির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন এনডিপির চেয়ারম্যান মো. আবু তাহের।

আবু তাহের বলেন, ‘ইসির সঙ্গে আমাদের আলাপ হয়েছে। আমাদের অতীতের নিবন্ধনের আবেদন স্বৈরাচার সরকার যেসব কারণে দেয়নি, সেগুলো আমরা খোলাসা করে আলোচনা করেছি। সালাউদ্দিন কাদের চৌধুরী এই দলের মহাসচিব থাকার কারণেই মূলত দলের রেজিস্ট্রেশন দিচ্ছিল না, যদিও আমরা সব ক্রাইটেরিয়া ফুলফিল করেছি।’

আবু তাহের আরও বলেন, ‘আমরা চাচ্ছি, এনডিপি যেহেতু একটি জাতীয় গণতান্ত্রিক দল, দীর্ঘদিন ধরে আমরা আন্দোলন-সংগ্রামে ছিলাম, আমরা এখন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন চাচ্ছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্বে ১৮৬ দেশের মধ্যে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ মাত্র একটি: গবেষণা

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করলেন প্রধান বিচারপতি

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে পদত্যাগের নাটক সাজানো হয়: গয়েশ্বর চন্দ্র রায়

শুধু নোটিশে চাকরি হারাবেন সরকারি কর্মচারীরা, আপিলের সুযোগ নেই

আপনার ছেলেমানুষি মানায় না: প্রধান উপদেষ্টার উদ্দেশে দুদু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত