নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রংপুরের পীরগঞ্জে হিন্দুদের বাড়িঘরে আগুন দিয়ে লুটপাটের ঘটনায় সম্পৃক্ত ব্যক্তিদের চিহ্নিত করা হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলছেন, ইতিমধ্যে ৪৫ জনকে ধরা হয়েছে।
সচিবালয়ে আজ সোমবার নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, ‘পীরগঞ্জে আরেকটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। ঘটনার সূত্রপাত একটা টিনএজ ছেলে কাবা শরিফ নিয়ে ফেসবুকে একটা পোস্ট দিয়েছে। ইচ্ছাকৃত বা অনিচ্ছায় বা উদ্দেশ্যপ্রণোদিতভাবে হোক স্ট্যাটাস দেওয়া হয়েছে। এ ধরনের ঘটনায় সবাই কষ্ট পেয়েছে। আমাদের পুলিশ প্রশাসন এ ঘটনা আঁচ করে ছেলেটি যেখানে থাকত সেখানে অভিযান চালায়, তবে ছেলেটিকে পাওয়া যায়নি। সেই গ্রামটি রক্ষার জন্য সেখানে পুলিশ মোতায়েন ছিল। যারা অগ্নিসংযোগ করেছে তারা দুষ্কৃতকারী। এই দুষ্কৃতকারীরা তখন এই এলাকা ছেড়ে অন্য এলাকায় গিয়ে পীরগঞ্জ থানার রঘুনাথপুর ইউনিয়নের একটি গ্রামের কয়েকটি ঘরে অগ্নিসংযোগ করে। সেখানে ২৫টি বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে।’
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পুলিশ যাওয়ার আগেই দুষ্কৃতকারীরা ৯০টির বেশি বাড়িঘরে লুটপাট ও ভাঙচুর করেছে। রাতেই ঘটনার সঙ্গে সঙ্গে অতিরিক্ত পুলিশ, এপিবিএন, র্যাব ও বিজিবি সেখানে গিয়েছে। সব ধরনের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। এরপরেও আকস্মিকভাবেই দুষ্কৃতকারীরা এই ঘটনা ঘটিয়েছে। জীবনহানি না হলেও সম্পদহানি হয়েছে, বাড়িঘর পুড়িয়েছে। জড়িত ব্যক্তিদের তাৎক্ষণিকভাবে চিহ্নিত করা হয়েছে। এলাকাবাসীর সহায়তায় ৪৫ জনকে ধরা হয়েছে এবং আরও কয়েকজনকে ধরার জন্য চেষ্টা চলছে।
পীরগঞ্জে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জেলা প্রশাসন তাদের নগদ অর্থ, শাড়ি-কাপড় বিতরণ করেছে। সেখানকার এমপি স্পিকার, তিনিও উদ্যোগ গ্রহণ করেছেন। তাদের বাড়ি নির্মাণের জন্য প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন, যার যা প্রয়োজন দেওয়া হবে। শিগগিরই আমরা তাদের বাড়িঘর তৈরি করে দেব।’
রংপুরের পীরগঞ্জে হিন্দুদের বাড়িঘরে আগুন দিয়ে লুটপাটের ঘটনায় সম্পৃক্ত ব্যক্তিদের চিহ্নিত করা হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলছেন, ইতিমধ্যে ৪৫ জনকে ধরা হয়েছে।
সচিবালয়ে আজ সোমবার নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, ‘পীরগঞ্জে আরেকটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। ঘটনার সূত্রপাত একটা টিনএজ ছেলে কাবা শরিফ নিয়ে ফেসবুকে একটা পোস্ট দিয়েছে। ইচ্ছাকৃত বা অনিচ্ছায় বা উদ্দেশ্যপ্রণোদিতভাবে হোক স্ট্যাটাস দেওয়া হয়েছে। এ ধরনের ঘটনায় সবাই কষ্ট পেয়েছে। আমাদের পুলিশ প্রশাসন এ ঘটনা আঁচ করে ছেলেটি যেখানে থাকত সেখানে অভিযান চালায়, তবে ছেলেটিকে পাওয়া যায়নি। সেই গ্রামটি রক্ষার জন্য সেখানে পুলিশ মোতায়েন ছিল। যারা অগ্নিসংযোগ করেছে তারা দুষ্কৃতকারী। এই দুষ্কৃতকারীরা তখন এই এলাকা ছেড়ে অন্য এলাকায় গিয়ে পীরগঞ্জ থানার রঘুনাথপুর ইউনিয়নের একটি গ্রামের কয়েকটি ঘরে অগ্নিসংযোগ করে। সেখানে ২৫টি বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে।’
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পুলিশ যাওয়ার আগেই দুষ্কৃতকারীরা ৯০টির বেশি বাড়িঘরে লুটপাট ও ভাঙচুর করেছে। রাতেই ঘটনার সঙ্গে সঙ্গে অতিরিক্ত পুলিশ, এপিবিএন, র্যাব ও বিজিবি সেখানে গিয়েছে। সব ধরনের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। এরপরেও আকস্মিকভাবেই দুষ্কৃতকারীরা এই ঘটনা ঘটিয়েছে। জীবনহানি না হলেও সম্পদহানি হয়েছে, বাড়িঘর পুড়িয়েছে। জড়িত ব্যক্তিদের তাৎক্ষণিকভাবে চিহ্নিত করা হয়েছে। এলাকাবাসীর সহায়তায় ৪৫ জনকে ধরা হয়েছে এবং আরও কয়েকজনকে ধরার জন্য চেষ্টা চলছে।
পীরগঞ্জে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জেলা প্রশাসন তাদের নগদ অর্থ, শাড়ি-কাপড় বিতরণ করেছে। সেখানকার এমপি স্পিকার, তিনিও উদ্যোগ গ্রহণ করেছেন। তাদের বাড়ি নির্মাণের জন্য প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন, যার যা প্রয়োজন দেওয়া হবে। শিগগিরই আমরা তাদের বাড়িঘর তৈরি করে দেব।’
গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান পুলিশের কর্মঘণ্টা অনুযায়ী বেতনকাঠামো পরিবর্তনের দাবি জানিয়েছেন। তিনি বলেছেন, ডিসি, ইউএনও বা অন্যান্য সরকারি কর্মকর্তাদের কাজের একটি নির্দিষ্ট সময় থাকে, কিন্তু পুলিশ কর্মকর্তাদের কাজের কোনো নির্দিষ্ট সময়সীমা নেই।
১০ ঘণ্টা আগেজাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন মনে করেন, জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র সফলভাবে বাস্তবায়নের পরই জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করা উচিত। আজ রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় ধাপের সংলাপের ১৯তম দিনের আলোচনার বিরতিতে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা
১১ ঘণ্টা আগেজাতীয় সংসদে বিদ্যমান সংরক্ষিত ৫০টি নারী আসন রাখার পক্ষে মত দিয়েছে বিএনপি। একই সঙ্গে আগামী নির্বাচনে সংসদে মোট আসনের মধ্যে পাঁচ শতাংশ আসনে নারী প্রার্থীকে মনোনয়ন দেওয়া বাধ্যতামূলক করার প্রস্তাব দিয়েছে দলটি। পরে ধারাবাহিকভাবে এই হার বাড়ানোর পক্ষে বিএনপি।
১২ ঘণ্টা আগেতারিক আদনান মুন বলেন, ‘বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা দেড় কোটির বেশি প্রবাসী বাংলাদেশির শ্রম, মেধা ও রেমিট্যান্সে বাংলাদেশ চলমান। অথচ এখনো তাঁদের ভোটাধিকার নিশ্চিতে কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। শুধু একটি-দুটি দেশে সীমিত পাইলট প্রকল্প চালুর কথা বলা হচ্ছে, যা আমাদের জন্য অত্যন্ত হতাশাজনক।’
১২ ঘণ্টা আগে