Ajker Patrika

শিক্ষক নিয়োগ: নারী কোটা বা‌তিল চায় বেকার সমাজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৭ জানুয়ারি ২০২৩, ১৩: ৫৩
শিক্ষক নিয়োগ: নারী কোটা বা‌তিল চায় বেকার সমাজ

প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগে নারী কোটা বাতিলের দাবি করেছে অধিকারবঞ্চিত বেকারসমাজ নামে একটি সংগঠন। আজ মঙ্গলবার প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগে কোটা বাতিলবিষয়ক আলোচনা সভা ও গণস্বাক্ষর কর্মসূচিতে এ দাবি জানান সংগঠনের নেতা-কর্মীরা। জাতীয় প্রেসক্লাবের সামনে এই কর্মসূচির আয়োজন করা হয়। 
 
আলোচনা সভায় সংগঠনের আহ্বায়ক মো. তারেক রহমান বলেন, ৬০ শতাংশ নারী কোটা থাকায় পুরুষেরা বঞ্চিত হয়। পোষ্য কোটা সম্পূর্ণ অবৈধ, তাই এটি বাতিল করে শিক্ষক নিয়োগে লিখিত পরীক্ষার নম্বরও প্রকাশ করতে হবে। এ সময় নারী কোটা বাতিলের দাবি নারীবিদ্বেষী দাবি নয় বলে মন্তব্য করেন তিনি। 
 
সংগঠনের পক্ষ থেকে পাঁচটি দাবিও তুলে ধরেন তাঁরা। এর মধ্যে রয়েছে অভিন্ন কাট মার্কে ফলাফল প্রকাশ, কোটা বাতিলের পরিপত্র মেনে নিয়োগপত্র সম্পন্ন করা, মেধার ভিত্তিতে নিয়োগ, প্রতিবন্ধীদের কোটা সংরক্ষণ করে পোষ্য কোটা বাতিল ও নিয়োগ পরীক্ষার মেধা তালিকা প্রকাশের পাশাপাশি প্রাপ্ত নম্বর প্রকাশ করা।

সভায় আরও বক্তব্য রাখেন শামীম রেজাসহ সংগঠনের নেতারা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত