নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সংস্কার কার্যক্রমের আইনি বৈধতা নেওয়ার জন্য জাতীয় নির্বাচনের আগে গণভোট চেয়েছে গণঅধিকার পরিষদ। দলটি জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবিত জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি), একজনের সর্বোচ্চ দুবার প্রধানমন্ত্রী হওয়াসহ মৌলিক প্রস্তাবে একমত। তবে দলটি নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের ক্ষেত্রে তিন-চার বছর সক্রিয় কার্যক্রম পর্যবেক্ষণের সুপারিশ করেছে।
আজ সোমবার জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপ করে গণঅধিকার পরিষদ। সকাল সোয়া ১০টায় শুরু হয়ে শেষ হয় বেলা ২টার কিছু পরে। গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের সভাপতিত্বে দলটির ১০ সদস্যের প্রতিনিধিদল অংশ নেয়।
জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজের সভাপতিত্বে ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের সঞ্চালনায় বৈঠকে উপস্থিত ছিলেন কমিশনের সদস্য সফর রাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক, ড. বদিউল আলম মজুমদার ও ড. ইফতেখারুজ্জামান।
সংস্কারপ্রক্রিয়া বাস্তবায়নের বিষয়ে নুরুল হক নুর বলেন, ‘ভবিষ্যতে যেন কেউ সংস্কার কিংবা জাতীয় সনদকে আইনি বা কোনোভাবে চ্যালেঞ্জ করতে না পারে, বাতিল করতে না পারে, সে জন্য আমরা বলেছি যে এর পক্ষে গণভোট নিয়ে চূড়ান্ত করতে।’ গণভোটের পরে জাতীয় নির্বাচনের আশা করে দলটি।
সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাবিত জাতীয় সংবিধানিক কাউন্সিল (এনসিসি) ধারণার সঙ্গে গণঅধিকার পরিষদ একমত বলে জানিয়েছেন নুর। এ ক্ষেত্রে কাউন্সিলের পরিবর্তে পরিষদ নাম দেওয়ার প্রস্তাব করে দলটি। তবে ইংরেজি নামের ক্ষেত্রে দলটি একমত।
এনসিসিকে কার্যকর করার বিষয়ে নুর বলেন, ‘সুপারিশে বলা আছে, এনসিসি প্রধান বিচারপতি, অ্যাটর্নি জেনারেল, তিন বাহিনীর প্রধান ও প্রধান উপদেষ্টা নিয়োগ দেবে। আমরা বলেছি, প্রধান উপদেষ্টার পাশাপাশি অন্যান্য ১৫ কিংবা ২০ সদস্যের উপদেষ্টা পরিষদ এনসিসির সঙ্গে আলোচনার ভিত্তিতে হবে।’ পাশাপাশি পুলিশপ্রধানের নিয়োগও এনসিসির মাধ্যমে করার সুপারিশ করে গণঅধিকার পরিষদ।
বর্তমানে মাসে গড়ে আটটি দলের আত্মপ্রকাশ হচ্ছে দাবি করেন ২০২১ সালে প্রতিষ্ঠিত গণঅধিকার পরিষদের সভাপতি নুর। নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের ক্ষেত্রে নির্বাচন কমিশনের বিদ্যমান বিধিমালার সমর্থন করেন তিনি। নুর বলেন, ‘আমরা বলেছি, একটা রাজনৈতিক দলকে নিবন্ধন পেতে হলে ন্যূনতম তিন থেকে চার বছর সক্রিয় কার্যক্রম থাকে। এটি যেন যাচাই–বাছাই করা হয়।’
সংবিধানের মূলনীতিতে বহুত্ববাদের প্রস্তাব করেছে কমিশন। দলটি বহুত্ববাদের বদলে ‘ধর্মীয় সম্প্রীতি’ যুক্ত করার প্রস্তাব দিয়েছে বলে জানান নুর। সংসদের মেয়াদ চার বছর, সংসদ সদস্য নির্বাচন করার ক্ষেত্রে ২৩ বছর বয়স করার প্রস্তাব করেছে গণঅধিকার পরিষদ। সংবিধান সংশোধন করার ক্ষেত্রে উভয় কক্ষের দুই-তৃতীয়াংশের সমর্থন ছাড়াও গুরুত্বপূর্ণ অনুচ্ছেদগুলো (চিহ্নিত করা) সংশোধনের ক্ষেত্রে গণভোট হতে পারে। তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ চার মাস করার প্রস্তাব করেছে দলটি। স্থানীয় সরকার কমিশন গঠন প্রস্তাবের প্রতি সমর্থন জানিয়েছে গণঅধিকার পরিষদ। দ্বিকক্ষের সংসদে একমত দলটি।
একজন সর্বোচ্চ দুবার প্রধানমন্ত্রী হতে পারবেন সংবিধান সংস্কার কমিশনের এমন প্রস্তাবে দলটি একমত। দুবার প্রধানমন্ত্রী হওয়া ব্যক্তি পরে রাষ্ট্রপতি পদে অযোগ্য বলেও মত দিয়েছে গণঅধিকার পরিষদ।
সংসদে সংসদ সদস্যদের স্বাধীনতা নিশ্চিতে অর্থবিল ছাড়া সব বিষয়ে দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে এমপিদের ভোটের প্রস্তাব করেছিল কমিশন। গণঅধিকার অর্থ ও আস্থা ভোটকে সংযুক্ত করার প্রস্তাব করেছে। নুরুল হক নুর বলেন, ‘আস্থা বিলে নিজ দলের বিরুদ্ধে ভোট দিতে না পারার বিধানটি থাকা দরকার। না হলে আপনার যেকোনো সময় সরকার পতনের ক্ষেত্রে হর্স ট্রেডিংয়ের মতো সংসদ সদস্যদের বেচাকেনার প্রবণতা উপমহাদেশের রাজনীতিতে আমরা দেখেছি।’
গণঅধিকার পরিষদ জাতীয় ঐকমত্য কমিশনের ১৬৬ প্রস্তাবের মধ্যে ১২৭টিতে একমত ছিল। এ ছাড়া ১৫টিতে দ্বিমত এবং ২৩টিতে আংশিকভাবে একমত বলে কমিশনকে লিখিতভাবে জানিয়েছিল দলটি। সংলাপে অংশ নিয়ে নতুন করে আরও আটটি বিষয়সহ ১৩৫টিতে একমত গণঅধিকার পরিষদ।
রাষ্ট্র সংস্কারের সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেন, সবার প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে রাজপথে। সবার প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে চর্চায় ও ঐক্যে এবং সম্মিলিতভাবে জাতীয় সনদ তৈরিতে। ঐকমত্য কমিশনের লক্ষ্যে হচ্ছে, জাতীয় সনদ তৈরি করা। যাতে ক্ষমতার বিন্যাসে পরিবর্তন ঘটে। বাংলাদেশ যাতে সমস্ত সম্ভাবনা নিয়ে জাগ্রত হতে পারে।
আলী রীয়াজ বলেন, শুধু সংস্কার কমিশনের প্রতিবেদন, মতামত ও সুপারিশ যথেষ্ট নয়। সব রাজনৈতিক ও গণতান্ত্রিক শক্তিগুলোর জনমানুষের ঐক্যের মধ্য দিয়ে আমরা বাংলাদেশকে নতুন বাংলাদেশের দিকে অগ্রসর করতে পারব। কেবল কাগজে কী লিখেছি, তা নয়; চর্চার মধ্য দিয়ে, অঙ্গীকারের মধ্য দিয়ে, প্রতিশ্রুতির মধ্য দিয়ে আমাদের এ কাজে অগ্রসর হতে হবে। আমরা সেই প্রচেষ্টায় রয়েছি।’
সংস্কার কার্যক্রমের আইনি বৈধতা নেওয়ার জন্য জাতীয় নির্বাচনের আগে গণভোট চেয়েছে গণঅধিকার পরিষদ। দলটি জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবিত জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি), একজনের সর্বোচ্চ দুবার প্রধানমন্ত্রী হওয়াসহ মৌলিক প্রস্তাবে একমত। তবে দলটি নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের ক্ষেত্রে তিন-চার বছর সক্রিয় কার্যক্রম পর্যবেক্ষণের সুপারিশ করেছে।
আজ সোমবার জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপ করে গণঅধিকার পরিষদ। সকাল সোয়া ১০টায় শুরু হয়ে শেষ হয় বেলা ২টার কিছু পরে। গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের সভাপতিত্বে দলটির ১০ সদস্যের প্রতিনিধিদল অংশ নেয়।
জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজের সভাপতিত্বে ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের সঞ্চালনায় বৈঠকে উপস্থিত ছিলেন কমিশনের সদস্য সফর রাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক, ড. বদিউল আলম মজুমদার ও ড. ইফতেখারুজ্জামান।
সংস্কারপ্রক্রিয়া বাস্তবায়নের বিষয়ে নুরুল হক নুর বলেন, ‘ভবিষ্যতে যেন কেউ সংস্কার কিংবা জাতীয় সনদকে আইনি বা কোনোভাবে চ্যালেঞ্জ করতে না পারে, বাতিল করতে না পারে, সে জন্য আমরা বলেছি যে এর পক্ষে গণভোট নিয়ে চূড়ান্ত করতে।’ গণভোটের পরে জাতীয় নির্বাচনের আশা করে দলটি।
সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাবিত জাতীয় সংবিধানিক কাউন্সিল (এনসিসি) ধারণার সঙ্গে গণঅধিকার পরিষদ একমত বলে জানিয়েছেন নুর। এ ক্ষেত্রে কাউন্সিলের পরিবর্তে পরিষদ নাম দেওয়ার প্রস্তাব করে দলটি। তবে ইংরেজি নামের ক্ষেত্রে দলটি একমত।
এনসিসিকে কার্যকর করার বিষয়ে নুর বলেন, ‘সুপারিশে বলা আছে, এনসিসি প্রধান বিচারপতি, অ্যাটর্নি জেনারেল, তিন বাহিনীর প্রধান ও প্রধান উপদেষ্টা নিয়োগ দেবে। আমরা বলেছি, প্রধান উপদেষ্টার পাশাপাশি অন্যান্য ১৫ কিংবা ২০ সদস্যের উপদেষ্টা পরিষদ এনসিসির সঙ্গে আলোচনার ভিত্তিতে হবে।’ পাশাপাশি পুলিশপ্রধানের নিয়োগও এনসিসির মাধ্যমে করার সুপারিশ করে গণঅধিকার পরিষদ।
বর্তমানে মাসে গড়ে আটটি দলের আত্মপ্রকাশ হচ্ছে দাবি করেন ২০২১ সালে প্রতিষ্ঠিত গণঅধিকার পরিষদের সভাপতি নুর। নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের ক্ষেত্রে নির্বাচন কমিশনের বিদ্যমান বিধিমালার সমর্থন করেন তিনি। নুর বলেন, ‘আমরা বলেছি, একটা রাজনৈতিক দলকে নিবন্ধন পেতে হলে ন্যূনতম তিন থেকে চার বছর সক্রিয় কার্যক্রম থাকে। এটি যেন যাচাই–বাছাই করা হয়।’
সংবিধানের মূলনীতিতে বহুত্ববাদের প্রস্তাব করেছে কমিশন। দলটি বহুত্ববাদের বদলে ‘ধর্মীয় সম্প্রীতি’ যুক্ত করার প্রস্তাব দিয়েছে বলে জানান নুর। সংসদের মেয়াদ চার বছর, সংসদ সদস্য নির্বাচন করার ক্ষেত্রে ২৩ বছর বয়স করার প্রস্তাব করেছে গণঅধিকার পরিষদ। সংবিধান সংশোধন করার ক্ষেত্রে উভয় কক্ষের দুই-তৃতীয়াংশের সমর্থন ছাড়াও গুরুত্বপূর্ণ অনুচ্ছেদগুলো (চিহ্নিত করা) সংশোধনের ক্ষেত্রে গণভোট হতে পারে। তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ চার মাস করার প্রস্তাব করেছে দলটি। স্থানীয় সরকার কমিশন গঠন প্রস্তাবের প্রতি সমর্থন জানিয়েছে গণঅধিকার পরিষদ। দ্বিকক্ষের সংসদে একমত দলটি।
একজন সর্বোচ্চ দুবার প্রধানমন্ত্রী হতে পারবেন সংবিধান সংস্কার কমিশনের এমন প্রস্তাবে দলটি একমত। দুবার প্রধানমন্ত্রী হওয়া ব্যক্তি পরে রাষ্ট্রপতি পদে অযোগ্য বলেও মত দিয়েছে গণঅধিকার পরিষদ।
সংসদে সংসদ সদস্যদের স্বাধীনতা নিশ্চিতে অর্থবিল ছাড়া সব বিষয়ে দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে এমপিদের ভোটের প্রস্তাব করেছিল কমিশন। গণঅধিকার অর্থ ও আস্থা ভোটকে সংযুক্ত করার প্রস্তাব করেছে। নুরুল হক নুর বলেন, ‘আস্থা বিলে নিজ দলের বিরুদ্ধে ভোট দিতে না পারার বিধানটি থাকা দরকার। না হলে আপনার যেকোনো সময় সরকার পতনের ক্ষেত্রে হর্স ট্রেডিংয়ের মতো সংসদ সদস্যদের বেচাকেনার প্রবণতা উপমহাদেশের রাজনীতিতে আমরা দেখেছি।’
গণঅধিকার পরিষদ জাতীয় ঐকমত্য কমিশনের ১৬৬ প্রস্তাবের মধ্যে ১২৭টিতে একমত ছিল। এ ছাড়া ১৫টিতে দ্বিমত এবং ২৩টিতে আংশিকভাবে একমত বলে কমিশনকে লিখিতভাবে জানিয়েছিল দলটি। সংলাপে অংশ নিয়ে নতুন করে আরও আটটি বিষয়সহ ১৩৫টিতে একমত গণঅধিকার পরিষদ।
রাষ্ট্র সংস্কারের সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেন, সবার প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে রাজপথে। সবার প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে চর্চায় ও ঐক্যে এবং সম্মিলিতভাবে জাতীয় সনদ তৈরিতে। ঐকমত্য কমিশনের লক্ষ্যে হচ্ছে, জাতীয় সনদ তৈরি করা। যাতে ক্ষমতার বিন্যাসে পরিবর্তন ঘটে। বাংলাদেশ যাতে সমস্ত সম্ভাবনা নিয়ে জাগ্রত হতে পারে।
আলী রীয়াজ বলেন, শুধু সংস্কার কমিশনের প্রতিবেদন, মতামত ও সুপারিশ যথেষ্ট নয়। সব রাজনৈতিক ও গণতান্ত্রিক শক্তিগুলোর জনমানুষের ঐক্যের মধ্য দিয়ে আমরা বাংলাদেশকে নতুন বাংলাদেশের দিকে অগ্রসর করতে পারব। কেবল কাগজে কী লিখেছি, তা নয়; চর্চার মধ্য দিয়ে, অঙ্গীকারের মধ্য দিয়ে, প্রতিশ্রুতির মধ্য দিয়ে আমাদের এ কাজে অগ্রসর হতে হবে। আমরা সেই প্রচেষ্টায় রয়েছি।’
জুলাই অভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের হামলার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে। গতকাল বুধবার এই হামলার প্রতিবাদে ঢাকা, চট্টগ্রামসহ সারা দেশে বিক্ষোভ ও ব্লকেড কর্মসূচি পালন করেছেন এনসিপির নেতা-কর্মীরা। এসব কর্মসূচির কারণে কোথাও
১ ঘণ্টা আগে‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আয়োজিত এক স্মরণানুষ্ঠানে বক্তারা অভিযোগ করেছেন, গত বছরের জুলাই হত্যাকাণ্ডের বিচারপ্রক্রিয়া নিয়ে টালবাহানা চলছে। অপরাধীদের পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে। একই সঙ্গে শহীদ পরিবারের সদস্যরা তাঁদের বিচার ও পুনর্বাসনের দাবি পুনরায় জোরালোভাবে তুলে ধরেছেন।
৪ ঘণ্টা আগেআগামীকাল শুক্রবার রাজধানীর সব কটি থানার সামনে মানববন্ধন ও স্মারকলিপি দেওয়ার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির ঢাকা মহানগর উত্তরের প্রধান সমন্বয়কারী আকরাম হোসাইন বলেন, ‘গোপালগঞ্জসহ সারা দেশে আওয়ামী লীগের যে সন্ত্রাসীরা আছে তাদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। আগামীকাল রাজধানীর সকল থানার স
৫ ঘণ্টা আগেগোপালগঞ্জে গিয়ে হামলার মুখে পুলিশ সুপারের কার্যালয়ে অবস্থান নেওয়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা সেনাবাহিনীর সাঁজোয়া যানে (এপিসি) করে সেখান থেকে বের হন। পরে তাঁরা সাঁজোয়া যানে করেই গোপালগঞ্জ থেকে বের হতে পেরেছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
৬ ঘণ্টা আগে