Ajker Patrika

শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী রেখে কোনো নির্বাচন সুষ্ঠু হবে না: রিজভী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী রেখে কোনো নির্বাচন সুষ্ঠু হবে না: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী রেখে যে সরকারই হোক, তার অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হবে না। তিনি বলেন, ‘শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকলে এই প্রশাসন থাকবে, এই পুলিশ থাকবে, এই র‍্যাব থাকবে। তারা প্রধানমন্ত্রীর নির্দেশে আগের মতো ভোররাতে ভোট শেষ করে দেবে।’ 

রাজধানীর একটি হোটেলে আজ শনিবার রুয়েটের সাবেক শিক্ষার্থীদের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিলে রুহুল কবির রিজভী এসব কথা বলেন। ‘জাতীয় সরকার’ প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, ‘জাতীয় সরকারের কথা কেউ কেউ বলছেন। যারা নির্বাচিত সরকার, তারাই জাতীয় সরকার। যখন আওয়ামী লীগ জাতীয় সরকারের কথা বলে, তখন বুঝতে হবে এর মধ্যে মহা কিন্তু আছে। আমি পরিষ্কার করে বলতে চাই, নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া নিরপেক্ষ নির্বাচন হবে না।’

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব আরও বলেন, ‘আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পরিষ্কার বলেছেন নির্বাচন হতে হবে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে। তারপর যাঁরা বিজয়ী হবেন বা বিজয়ী না হলেও গণতন্ত্রের পক্ষের সকলকে সঙ্গে নিয়ে জাতীয় সরকার গঠন করা হবে। সুতরাং আগামী নির্বাচন হবে নির্দলীয় সরকারের অধীনে।’ 

বিএনপির সহতথ্য ও প্রযুক্তি সম্পাদক শাহ খালেদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক সচিব আখতার হোসেন। আরও উপস্থিত ছিলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ইকবালুর রহমান, সাংবাদিক আতিকুর রহমান রুমন, বিএনপির সহসম্পাদক ও রুয়েটের সাবেক ছাত্র আশরাফ হোসেন বকুল প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত