Ajker Patrika

রাজপথ মুখরিত করে যুবলীগের মহাসমাবেশের পথে নেতা-কর্মীরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১১ নভেম্বর ২০২২, ১৪: ৩৭
রাজপথ মুখরিত করে যুবলীগের মহাসমাবেশের পথে নেতা-কর্মীরা

যুবলীগের সুবর্ণজয়ন্তীর মহাসমাবেশে যোগ দিতে উৎসবের আমেজে খণ্ড খণ্ড ও বড় বড় মিছিল নিয়ে আসা নেতা-কর্মীদের স্লোগানে স্লোগানে মুখরিত রাজধানী। 

আজ শুক্রবার দুপুর আড়াইটায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের এই মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে দলের নেতা-কর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে দলের সহযোগী সংগঠনের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকীর এই সমাবেশস্থলে জমায়েত হতে শুরু করেন।

সকাল থেকে শাহবাগ, নীলক্ষেত, টিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বর, দোয়েল চত্বর, সোহরাওয়ার্দী উদ্যান ও তার আশপাশের এলাকায় নেতা-কর্মীদের জড়ো হতে দেখা গেছে। সম্মেলন উপলক্ষে তৈরি বিভিন্ন রঙের টি-শার্ট ও ক্যাপ পরেছেন তাঁরা। অনেকের পরনে ছিল সবুজ রঙের পোশাক, অনেকে পড়েছেন নীল পোশাক।

নেতা-কর্মীদের হাতে হাতে শোভা পাচ্ছে নানা রঙের প্ল্যাকার্ড, যুবলীগের সাংগঠনিক ও বাংলাদেশের জাতীয় পতাকাতাঁদের হাতে হাতে শোভা পাচ্ছে নানা রঙের প্ল্যাকার্ড, যুবলীগের সাংগঠনিক ও বাংলাদেশের জাতীয় পতাকা। তাঁরা ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’ বলে স্লোগান দিচ্ছেন; বাদ্যযন্ত্র বাজিয়ে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে নিচ্ছেন। পিকআপে চড়ে তাঁরা মিছিল বের করেছেন। 

সমাবেশ দুপুরে শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই আসতে শুরু করেছেন নেতা-কর্মীরা। যুবলীগের পাশাপাশি ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন মিছিল নিয়ে আসছে। 

সমাবেশে অংশ নিতে দলে দলে মিছিল নিয়ে আসছেন যুবলীগের নেতা-কর্মীরাসংগঠনটির নেতারা আশা করছেন, যুবলীগের মহাসমাবেশে ১০ লাখ নেতা-কর্মী যোগ দেবেন। 

গত বুধবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেন, ‘এই মহাসমাবেশের মধ্য দিয়ে রচিত হবে স্বাধীনতাবিরোধীদের প্রতিরোধে ইস্পাতকঠিন ভিত্তি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত