Ajker Patrika

কুমতলবে বিভোর থাকলে সরকারের পরিণতি হবে ভয়াবহ: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৬ জুন ২০২৩, ১৮: ২৩
কুমতলবে বিভোর থাকলে সরকারের পরিণতি হবে ভয়াবহ: মির্জা ফখরুল

গণতন্ত্র মঞ্চের রোডমার্চে আওয়ামী সন্ত্রাসীদের হামলার অভিযোগ এনে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান তিনি। 

বিবৃতিতে সরকারকে হুঁশিয়ারি দিয়ে মির্জা ফখরুল বলেন, মানুষের মৌলিক ও গণতান্ত্রিক অধিকারের প্রতি নেতিবাচক প্রভাব খাটিয়ে অতীতে কোনো স্বৈরাচার সরকারই নিজেদের অস্তিত্বকে টিকিয়ে রাখতে পারেনি। তাদের করুণ পরিণতি ভোগ করতে হয়েছে। আপনারাও (সরকার) যদি বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকারের প্রতি যত্নবান না হয়ে হরণ করার কুমতলবে বিভোর থাকেন, তাহলে আপনাদের পরিণতিও হবে ভয়াবহ। 

বিবৃতিতে বিএনপি মহাসচিব আরও বলেন, বর্তমান অবৈধ আওয়ামী সরকারের দুঃশাসনে দেশের মানুষ এক চরম নিরাপত্তাহীনতায় দুর্বিষহ জীবন অতিবাহিত করছে। রাষ্ট্র পরিচালনায় সর্ব ক্ষেত্রে ব্যর্থ বর্তমান আওয়ামী সরকার বিরোধী দলের শান্তিপূর্ণ আন্দোলন কর্মসূচিতে জনগণের অভাবনীয় সমর্থন দেখে এবং তাতে ভয় পেয়ে বিরোধী দল ও মতের নেতা-কর্মীদের ওপর হামলা চালাচ্ছে, তাঁদের গুরুতর আহত করছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তামিম কি তাহলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হবেন

রাজনৈতিক দলের কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ, হেফাজতে সেনা কর্মকর্তা

পিআর পদ্ধতিতেই হবে ১০০ আসনের উচ্চকক্ষ, ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত

নারীর ‘বগলের গন্ধ’ পুরুষের মানসিক চাপ কমায়, তবে কি মানুষেরও আছে ফেরোমোন!

বাংলাদেশি পণ্যে ভারতের চেয়ে কম শুল্কের ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত