Ajker Patrika

মব করলে ডেভিল হিসেবে চিহ্নিত হবেন: উপদেষ্টা মাহফুজ আলম

অনলাইন ডেস্ক
আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ০২: ৪২
উপদেষ্টা মাহফুজ আলম। ফাইল ছবি: পিআইডি
উপদেষ্টা মাহফুজ আলম। ফাইল ছবি: পিআইডি

যাঁরা আইন হাতে তুলে নিয়ে নির্বিচারে হামলা ও ভাঙচুরে অংশ নিচ্ছেন, অভ্যুত্থানের পক্ষের শক্তি হলেও সরকার তাঁদের দমন করবে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেছেন, কথিত আন্দোলন আর মবের মহড়া শক্ত হাতে মোকাবিলা করা হবে।

আজ সোমবার ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে এক পোস্টে মাহফুজ বলেন, ‘অভ্যুত্থানের পক্ষে হলে মব করা বন্ধ করেন। আর যদি মব করেন, তাইলে আপনাদেরও ডেভিল হিসােবে ট্রিট করা হবে। আজকের ঘটনার পর আর কোনো অনুরোধ করা হবে না। আপনাদের কাজ না আইন নিজের হাতে তুলে নেওয়া।’

উপদেষ্টা বলেন, কথিত আন্দোলন আর মবের মহড়া এখন থেকে শক্ত হাতে মোকাবিলা করা হবে। রাষ্ট্রকে অকার্যকর এবং ব্যর্থ প্রমাণের চেষ্টা করা হলে একবিন্দু ছাড় দেওয়া হবে না।

মাহফুজ ধর্মভিত্তিক সংগঠনগুলোর কর্মী-সমর্থকদের উদ্দেশে বলেন, ‘তৌহিদী জনতা! আপনারা দেড় দশক পরে শান্তিতে ধর্ম ও সংস্কৃতি পালনের সুযোগ পেয়েছেন। আপনাদের আহাম্মকি কিংবা উগ্রতা আপনাদের সে শান্তি বিনষ্টের কারণ হতে যাচ্ছে। জুলুম করা থেকে বিরত থাকেন, নইলে আপনাদের ওপর জুলুম অবধারিত হবে। লা তাযলিমুনা ওলা তুযলামুনা—যুলুম করবেন না, যুলুমের শিকারও হবেন না। এটাই আপনাদের কাছে শেষ অনুরোধ!’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইতিহাস দরজায় কড়া নেড়ে বলছে, ১৯৭১ থেকে পাকিস্তান কি শেখেনি কিছুই

‘আমাদের মরদেহ বাড়িতে নিয়ো না’

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের খামারবাড়ি অবরোধের ঘোষণা

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

যশোরে আত্মগোপনে থাকা আ.লীগের শীর্ষস্থানীয় নেতাদের বাড়িতে পুলিশের অভিযান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত