Ajker Patrika

বিডিআর বিদ্রোহের পেছনে সুদূরপ্রসারী ষড়যন্ত্র ছিল: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২২, ১৪: ৫১
বিডিআর বিদ্রোহের পেছনে সুদূরপ্রসারী ষড়যন্ত্র ছিল: মির্জা ফখরুল

বিডিআর বিদ্রোহের পেছনে সুদূরপ্রসারী ষড়যন্ত্র ছিল বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ঘটনার প্রকৃত সত্য আজও উদ্ঘাটন হয়নি বলেও তাঁর দাবি। রাজধানীর বনানী কবরস্থানে আজ শুক্রবার সকালে বিডিআর বিদ্রোহে নিহত সেনাসদস্যদের কবর জিয়ারত শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘এটা (বিডিআর বিদ্রোহ) শুধু একটা বিদ্রোহ ছিল না, এর পেছনে সুদূরপ্রসারী একটা ষড়যন্ত্র ছিল। এর মূল কারণটা ছিল সেনাবাহিনীর মনোবল ভেঙে দেওয়া। দুর্ভাগ্য আমাদের, আজকে এত বছর পরও এর তদন্ত করে প্রকৃত যে সত্য, সেই সত্য উদ্‌ঘাটন করা সম্ভব হয়নি। এর পেছনে কারা ছিল, কেন এ ঘটনা ঘটিয়েছিল।’

বিএনপির মহাসচিব বলেন, ‘পরে বিডিআর ভেঙে নতুন প্রতিষ্ঠান করা হয়েছে। হাজার হাজার বিডিআর সৈনিকের বিচার করা হয়েছে। কিন্তু এর পেছনে সত্যিকার অর্থে কারা, সেই তদন্ত রিপোর্ট আমরা পাইনি। সেনাবাহিনী যে তদন্ত করেছিল, তারও রিপোর্ট প্রকাশ করা হয়নি।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত