নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ফিলিস্তিনি, কাশ্মীরি, রোহিঙ্গাসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে মুসলিম জনগোষ্ঠীর ওপর গণহত্যা ও নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন। তিনি বলেন, এই বর্বরতা ও নিপীড়নের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে মুসলিম ঐক্য সময়ের দাবি।
আজ সোমবার বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ‘ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যা ও ভারতের ওয়াক্ফ বিল সংশোধনের’ দাবিতে বিক্ষোভ সমাবেশে আখতার হোসেন এই আহ্বান জানান। বিক্ষোভ সমাবেশ ও মিছিলের আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি ঢাকা মহানগর।
এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বলেন, ফিলিস্তিনে গণহত্যা চলছে; ভারতে, কাশ্মীরে, রোহিঙ্গাদের ওপর নির্যাতন-নিপীড়ন চালানো হচ্ছে। এসব নির্যাতন বিশ্বের মুসলিমদের ঐক্যবদ্ধ হওয়ার বার্তা দেয়।
এনসিপির সদস্যসচিব বলেন, ‘কিছুদিন আগে আমরা স্বাধীনতা পেয়েছি। আমরা জানি, স্বাধীনতার মূল্য কত। আমরা প্রত্যাশা করি, ফিলিস্তিনের মানুষ খুব শিগগির স্বাধীনতার স্বাদ পাবে।’
জাতিসংঘের প্রতি যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে আখতার বলেন, ‘যুদ্ধবিরতি চলাকালে হামলাকারী নেতানিয়াহুসহ যারা যুদ্ধাপরাধ করেছে, তাদের শাস্তির আওতায় আনতে হবে। বিশ্বের যেখানেই ফিলিস্তিনের পক্ষে কথা বলায় গ্রেপ্তার করা হয়েছে, তাদের মুক্তি দেওয়া ও অতি দ্রুত ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানাই।’
বিশ্বের কিছু পরাশক্তি এখনো ইসরায়েলের পক্ষে সাফাই গাইছে অভিযোগ করে এনসিপির সদস্যসচিব বলেন, পৃথিবীর সবচেয়ে বড় যুদ্ধাপরাধ সংঘটিত হচ্ছে ফিলিস্তিনের গাজায়। সাধারণ মানুষকে হামলা করে গণহত্যা চালাচ্ছে। নিরীহ মানুষ, স্কুল-কলেজ-হাসপাতালে হামলা করে যাচ্ছে। সাংবাদিক ও চিকিৎসকদের হত্যা করা হচ্ছে। পৃথিবীর এমন কোনো যুদ্ধ হয়নি যেখানে এত সাংবাদিককে হত্যা করা হয়েছে। কিন্তু বিশ্বের মুসলিম রাষ্ট্রনায়কেরা এখনো নিশ্চুপ।
ইসরায়েলের সঙ্গে গোপন-প্রকাশ্য সব চুক্তি বাতিলের দাবি জানিয়ে আখতার বলেন, ‘যত দিন ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া না হয়, ফিলিস্তিনের মানুষ মুক্তি না পায়, আমাদের স্বাধীনতার শপথ, তত দিন ইসরায়েলের সঙ্গে কোনো বন্ধুত্ব হতে পারে না। ইসরায়েলের সঙ্গে এখন পর্যন্ত গোপনে ও প্রকাশ্যে যেসব চুক্তি করা হয়েছিল, তা অবিলম্বে বাতিল করতে হবে।’
ভারতের বিতর্কিত ওয়াক্ফ বিল প্রসঙ্গে আখতার হোসেন বলেন, ‘ভারতে যে বিল পাস হয়েছে, তার ফলে মুসলমানদের থেকে সম্পত্তি কেড়ে নেওয়ার পাঁয়তারা করা হচ্ছে। এই বিলে ওয়াক্ফ বিলের সংজ্ঞা পর্যন্ত পরিবর্তন করা হয়েছে। আইনের মারপ্যাঁচে ফেলে সব সম্পত্তি ওয়াক্ফের বাইরে নেওয়ার চক্রান্ত করেছে। ভারতের মুসলমানদের নাগরিকত্বহীন করা হয়েছে। তাঁরা স্বাধীনভাবে বাস করবেন, তাঁদের সম্পত্তি ভোগ করবেন, কিন্তু সেসব ভারত সরকার কেড়ে নিয়ে অমুসলিমদের হাতে তুলে দেওয়ার সুযোগ করে দিয়েছে।’
বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য দেন এনসিপির যুগ্ম সদস্যসচিব আল আমিন হোসেন, যুগ্ম সদস্যসচিব লুৎফর রহমান, তারেক রেজা প্রমুখ। সমাবেশ শেষে শাহবাগ থেকে বাংলামোটর পর্যন্ত বিক্ষোভ করেন এনসিপির নেতা-কর্মীরা।
ফিলিস্তিনি, কাশ্মীরি, রোহিঙ্গাসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে মুসলিম জনগোষ্ঠীর ওপর গণহত্যা ও নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন। তিনি বলেন, এই বর্বরতা ও নিপীড়নের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে মুসলিম ঐক্য সময়ের দাবি।
আজ সোমবার বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ‘ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যা ও ভারতের ওয়াক্ফ বিল সংশোধনের’ দাবিতে বিক্ষোভ সমাবেশে আখতার হোসেন এই আহ্বান জানান। বিক্ষোভ সমাবেশ ও মিছিলের আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি ঢাকা মহানগর।
এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বলেন, ফিলিস্তিনে গণহত্যা চলছে; ভারতে, কাশ্মীরে, রোহিঙ্গাদের ওপর নির্যাতন-নিপীড়ন চালানো হচ্ছে। এসব নির্যাতন বিশ্বের মুসলিমদের ঐক্যবদ্ধ হওয়ার বার্তা দেয়।
এনসিপির সদস্যসচিব বলেন, ‘কিছুদিন আগে আমরা স্বাধীনতা পেয়েছি। আমরা জানি, স্বাধীনতার মূল্য কত। আমরা প্রত্যাশা করি, ফিলিস্তিনের মানুষ খুব শিগগির স্বাধীনতার স্বাদ পাবে।’
জাতিসংঘের প্রতি যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে আখতার বলেন, ‘যুদ্ধবিরতি চলাকালে হামলাকারী নেতানিয়াহুসহ যারা যুদ্ধাপরাধ করেছে, তাদের শাস্তির আওতায় আনতে হবে। বিশ্বের যেখানেই ফিলিস্তিনের পক্ষে কথা বলায় গ্রেপ্তার করা হয়েছে, তাদের মুক্তি দেওয়া ও অতি দ্রুত ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানাই।’
বিশ্বের কিছু পরাশক্তি এখনো ইসরায়েলের পক্ষে সাফাই গাইছে অভিযোগ করে এনসিপির সদস্যসচিব বলেন, পৃথিবীর সবচেয়ে বড় যুদ্ধাপরাধ সংঘটিত হচ্ছে ফিলিস্তিনের গাজায়। সাধারণ মানুষকে হামলা করে গণহত্যা চালাচ্ছে। নিরীহ মানুষ, স্কুল-কলেজ-হাসপাতালে হামলা করে যাচ্ছে। সাংবাদিক ও চিকিৎসকদের হত্যা করা হচ্ছে। পৃথিবীর এমন কোনো যুদ্ধ হয়নি যেখানে এত সাংবাদিককে হত্যা করা হয়েছে। কিন্তু বিশ্বের মুসলিম রাষ্ট্রনায়কেরা এখনো নিশ্চুপ।
ইসরায়েলের সঙ্গে গোপন-প্রকাশ্য সব চুক্তি বাতিলের দাবি জানিয়ে আখতার বলেন, ‘যত দিন ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া না হয়, ফিলিস্তিনের মানুষ মুক্তি না পায়, আমাদের স্বাধীনতার শপথ, তত দিন ইসরায়েলের সঙ্গে কোনো বন্ধুত্ব হতে পারে না। ইসরায়েলের সঙ্গে এখন পর্যন্ত গোপনে ও প্রকাশ্যে যেসব চুক্তি করা হয়েছিল, তা অবিলম্বে বাতিল করতে হবে।’
ভারতের বিতর্কিত ওয়াক্ফ বিল প্রসঙ্গে আখতার হোসেন বলেন, ‘ভারতে যে বিল পাস হয়েছে, তার ফলে মুসলমানদের থেকে সম্পত্তি কেড়ে নেওয়ার পাঁয়তারা করা হচ্ছে। এই বিলে ওয়াক্ফ বিলের সংজ্ঞা পর্যন্ত পরিবর্তন করা হয়েছে। আইনের মারপ্যাঁচে ফেলে সব সম্পত্তি ওয়াক্ফের বাইরে নেওয়ার চক্রান্ত করেছে। ভারতের মুসলমানদের নাগরিকত্বহীন করা হয়েছে। তাঁরা স্বাধীনভাবে বাস করবেন, তাঁদের সম্পত্তি ভোগ করবেন, কিন্তু সেসব ভারত সরকার কেড়ে নিয়ে অমুসলিমদের হাতে তুলে দেওয়ার সুযোগ করে দিয়েছে।’
বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য দেন এনসিপির যুগ্ম সদস্যসচিব আল আমিন হোসেন, যুগ্ম সদস্যসচিব লুৎফর রহমান, তারেক রেজা প্রমুখ। সমাবেশ শেষে শাহবাগ থেকে বাংলামোটর পর্যন্ত বিক্ষোভ করেন এনসিপির নেতা-কর্মীরা।
ওমরাহ পালনের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। ওমরাহ পালন শেষে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর করে নভেম্বরের প্রথম সপ্তাহে তিনি দেশে ফিরবেন। রোববার (১৯ অক্টোবর) জামায়াতের প্রচার বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
৫ ঘণ্টা আগেআগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট বিভাগে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে বৈঠক করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রোববার (১৯ অক্টোবর) বিকেলে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে বিভাগের চার জেলার ১৯টি সংসদীয় আসনে দলের প্রায় ৮০ জন মনোনয়নপ্রত্যাশী অংশ নেন বলে জানা গেছে।
৬ ঘণ্টা আগেনির্বাচন কমিশনকে ‘গনিমতের মাল’ হিসেবে সেনাবাহিনী, বিএনপি ও জামায়াত ভাগ করে নিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। আজ রোববার আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সামনে এ মন্তব্য করেন তিনি।
৬ ঘণ্টা আগেহেনস্তার শিকার আমার দেশ পত্রিকার প্রতিবেদক জাহিদুল ইসলাম জানান, আজ সকাল থেকে চেয়ারপারসনের কার্যালয়ে অবস্থান করছিলেন তিনি। বিকেল সাড়ে ৪টার দিকে ভেতরে ঢুকে মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে কথা বলতে গেলে হট্টগোলের সময় কয়েকজন ব্যক্তি তাঁকে মারধর করেন।
৮ ঘণ্টা আগে