Ajker Patrika

আমরা সব সময় জুলাই সনদের পক্ষে: জামায়াত নেতা তাহের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের। ছবি: সংগৃহীত
জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের। ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, তাঁরা সব সময় জুলাই সনদের পক্ষে। যে পরিবর্তনের জন্য মানুষ রক্ত দিয়েছে, তা যদি বাস্তবায়ন না হয়, তাহলে এই আত্মত্যাগ অর্থহীন হয়ে যাবে।

আজ বুধবার (২ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় ধাপের সংলাপের অষ্টম দিনের আলোচনার বিরতিকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জুলাই সনদের বিষয়ে তাহের এসব কথা বলেন।

মুহাম্মদ তাহের বলেন, ‘আমরা সব সময় জুলাই সনদের পক্ষে। যে পরিবর্তনের জন্য আমরা রক্ত দিয়েছি, তার কিছুই যদি না হয়, আগের অবস্থাই যদি থাকি, তাহলে এই আত্মত্যাগ একেবারে অর্থহীন হয়ে যাবে।’

তিনি বাংলাদেশের গণ-অভ্যুত্থানকে বিশ্বের অন্যান্য বিপ্লব থেকে ব্যতিক্রমী বলে উল্লেখ করেন। তিনি বলেন, ‘বিশ্বের অনেক দেশে বিপ্লব, গণ-অভ্যুত্থান হয়েছে, তবে বাংলাদেশেরটা ব্যতিক্রম। কারণ, এই আন্দোলনে শিশু থেকে শুরু করে লাঠিতে ভর দেওয়া বৃদ্ধ পর্যন্ত অংশ নিয়েছে। শুধু ছাত্র নয়, সব পেশাজীবী মানুষ যোগ দিয়েছিলেন।’

নির্বাচনী আসনের সীমানা নির্ধারণে একটি কমিটি গঠনে রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছেছে বলেও দাবি করেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের। তিনি বলেন, এ বিষয়ে একটি পরিবর্তন এসেছে, যেখানে একটি বিশেষায়িত কমিটি নির্বাচন কমিশনকে সহযোগিতা করবে। ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য নির্বাচন কমিশন নিজেই একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করবে।

তাহের জানান, সীমান্ত নির্ধারণের জন্য সুষ্ঠু ও নিরপেক্ষতা নিশ্চিত করতে এটি খুব গুরুত্বপূর্ণ। এ জন্য নির্বাচন কমিশনের বিশেষজ্ঞ টিমের যে অ্যাডভাইজার থাকবে, তারা পরামর্শ দেবে। তিনি আরও উল্লেখ করেন, ১০ বছর পর পর আদমশুমারির জন্য এই কমিটি একটি সাংবিধানিক কমিটি হিসেবে কাজ করবে এবং সংবিধানে অন্তর্ভুক্ত থাকবে। তাঁর মতে, এ কমিটি স্বাধীন হবে এবং বিশেষজ্ঞ দ্বারা পরিচালিত হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সাড়ে ৯ হাজার কোটি টাকা ব্যয়ে হার্ডিঞ্জের পাশে রেলসেতু

স্বরূপকাঠিতে বিএনপি সভাপতিকে ‘আ.লীগের দোসর’ বললেন পরাজিত প্রার্থী

বরযাত্রীদের বিলাসবহুল গাড়ি উঠে গেল কলেজের দেয়ালে, বরসহ নিহত ৮

ভারত-ইংল্যান্ড ম্যাচে বাংলাদেশের আম্পায়ারকে নিয়ে উত্তপ্ত পরিস্থিতির কারণ কী

রাশিয়াকে ইউক্রেন যুদ্ধে হারতে দিতে পারি না: ইইউকে চীন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত