Ajker Patrika

প্রার্থিতা বাতিলের শঙ্কায় জাহাঙ্গীর, মায়ের ওপর ভরসা 

নাজমুল হাসান সাগর, গাজীপুর থেকে
আপডেট : ২৮ এপ্রিল ২০২৩, ১৬: ৫১
প্রার্থিতা বাতিলের শঙ্কায় জাহাঙ্গীর, মায়ের ওপর ভরসা 

গাজীপুর হ্যারিকেন ফ্যাক্টরি এলাকা। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক লাগোয়া বাড়িটি সাবেক সিটি করপোরেশনের মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের। বঙ্গবন্ধুকে নিয়ে বিতর্কিত মন্তব্য করার পরে দলীয় ও মেয়র পদ হারান তিনি। এরপর থেকে দীর্ঘদিন এই বাড়িতে সুনসান নীরবতা ছিল। তবে গত কয়েক দিন যাবৎ মানুষের আনাগোনা বেড়েছে। আগামী ২৫ মে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। এই নির্বাচনে মেয়র পদে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন সাবেক এই মেয়র।

গতকাল শেষ দিনে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, স্বতন্ত্রসহ মোট ১২ জন মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে আছেন জাহাঙ্গীর আলম ও তাঁর মা জায়েদা খাতুনও। মা-ছেলে একই পদে একই নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করার পর থেকে গাজীপুরসহ সারা দেশের রাজনৈতিক অঙ্গনে তুমুল আলোচনা-সমালোচনার ঝড় ওঠে। গাজীপুরের সাধারণ ভোটার ও দেশের মানুষের মধ্যে বিষয়টি নিয়ে চলছে বেশ জল্পনা-কল্পনা। আজ শুক্রবার দুপুরে গাজীপুরের এই বাড়িতে বসে নির্বাচনকালীন নানা বিষয় নিয়ে কয়েকটি গণমাধ্যমের সঙ্গে কথা বলেন জাহাঙ্গীর। সেখানে উঠে আসে একই পদে মা-ছেলের মনোনয়নপত্র দাখিলের বিষয়টি।

আতঙ্কিত আছেন জানিয়ে জাহাঙ্গীর বলেন, ‘আমার মা। তাঁর সন্তানের ওপর কীভাবে নির্যাতন করা হয়েছে সেটা তিনি প্রতিদিন ঘরে বসে দেখেছেন। সেই হিসাবে তাঁর উপলব্ধি থেকে তিনি বলেছেন, বাবা, আমি নির্বাচন করতে চাই। কারণ, এই গাজীপুর সিটি করপোরেশন আমার জন্মভূমি। এই গাজীপুরের মানুষের যেন ক্ষতি না হয়, সেটা আমাদেরও দেখার দরকার আছে। আমার মা-ও আমার গার্ডিয়ান। সে জন্য তিনি দাঁড়িয়েছেন, আমাকে বলেছেন নির্বাচন করতে চাই। আমিও বলেছি, মা তুমি যা করতে চাইবা আমিও তাই করতে রাজি আছি। তাই আমিও আমার ফরম (মনোনয়নপত্র) জমা দিয়েছি।’

মিথ্যা তথ্যের ভিত্তিতে তাঁর মেয়র পদ বাতিল করা হয়েছে এবং এর ধারাবাহিকতায় প্রার্থিতাও বাতিল করা হতে পারে এমন অভিযোগ ও শঙ্কার কথাও উল্লেখ করেন গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। তিনি বলেন, ‘এই হিসাবটা আমার মা বুঝতে পেরেছেন। তিনি আমার গার্ডিয়ান, আমার সিনিয়র। তিনিও বোঝেন, সন্তানের ওপর এমন মিথ্যা অভিযোগ দিয়ে দিনের পর দিন, রাতের পর রাত হয়রানি করা হয়েছে।’

নির্বাচন থেকে সরে যেতে প্রতিদিনই মিথ্যা মামলা, হয়রানির হুমকি পাচ্ছেন বলেও অভিযোগ করেন এই আওয়ামী লীগ নেতা। কারা এমন মামলা ও হয়রানির হুমকি দিচ্ছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আছে, যারা এটা বলার মতো পেশিশক্তি রাখে তারাই বলে। গাজীপুরের কয়েকজন আছে, তারা ঢাকাকে ইউজ করে। তারা গাজীপুর থেকে ঢাকাকে বলে দেয়। তারা আমার কাছে বলে এক কথা, ঢাকায় বলে আরেক কথা।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত