Ajker Patrika

পেটে ভাত নাই বলায় গলা টিপে ধরলে পতন আসন্ন: সিপিবি 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৯ মার্চ ২০২৩, ২১: ০৬
পেটে ভাত নাই বলায় গলা টিপে ধরলে পতন আসন্ন: সিপিবি 

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) নেতারা বলেছেন, ‘দেশের প্রতিটি সাধারণ খেটে খাওয়া মানুষ মাছ, মাংস, ভাতের স্বাধীনতা চায়। পেটে ভাত নাই—এই কথা বলায় যারা গলা টিপে ধরে, তাদের পতন আসন্ন।’ 

সাংবাদিক শামসুজ্জামানকে পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যাওয়া, র‍্যাব হেফাজতে সুলতানা জেসমিনের মৃত্যু এবং দ্রব্যমূল্যের ক্রমাগত ঊর্ধ্বগতির প্রতিবাদে আজ বুধবার বিকেলে রাজধানীর পুরানা পল্টন মোড়ে সিপিবি ঢাকা দক্ষিণ জেলা কমিটির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ কর্মসূচিতে এসব কথা বলেন নেতারা। 

সিপিবি ঢাকা দক্ষিণ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শামসুজ্জামান হীরা বলেন, ‘পত্রিকায় উদ্ধৃত বয়ানটি দেশের প্রতিটি সাধারণ খেটে খাওয়া মানুষের কথা। অস্ত্র হাতে মুক্তিযুদ্ধ করেছি। মানচিত্র ও পতাকা পেলেও এখনো অর্থনৈতিক মুক্তি আসে নাই। সেই মুক্তির সংগ্রাম আমরা চালিয়ে যাচ্ছি। পেটে ভাত নাই বলায় যারা গলা টিপে ধরছে, তাদের পতন আসন্ন।’ 

দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ক্বাফী রতন বলেন, ‘স্বৈরাচারী সরকার মানুষের ক্ষোভ-বিক্ষোভ এবং গণ-আন্দোলন দমনে ফ্যাসিবাদী নির্যাতনকে হাতিয়ার করেছে। ইতিহাসের শিক্ষা হলো গুম-খুন, দমন-পীড়ন, নির্যাতন করে কোনো স্বৈরশাসকের মসনদ চিরস্থায়ী হয়নি। বর্তমান শাসকেরাও গণ-আন্দোলনের সামনে টিকবে না।’ 

সিপিবির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, ‘অর্থ পাচার ও সর্বব্যাপী লুটপাটের ফলাফল হিসেবে খাদ্যসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম জনসাধারণের নাগালের বাইরে চলে গেছে। বড় প্রকল্পের বড় লুটের দায় জনতার কাঁধে চাপাতে গিয়ে ক্রমাগত জ্বালানি ও বিদ্যুতের দাম বাড়ানো হচ্ছে। ফলস্বরূপ সাধারণ মানুষ খাদ্যতালিকা, প্রাত্যহিক ব্যয় সংকোচন করেও বাঁচতে পারছে না। যারা মানুষের জীবন বাঁচানোর দাবিতে কথা বলছে, তাদের গ্রেপ্তার করে, ভয় দেখিয়ে দমন করা যাবে না।’ এ সময় তিনি র‍্যাবের হেফাজতে সুলতানা জেসমিনের মৃত্যুর ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি করেন। 

এ ছাড়া সমাবেশ থেকে অবিলম্বে বাজার-নৈরাজ্য বন্ধ, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বাক্‌স্বাধীনতা হরণ ও সংবাদমাধ্যমের কণ্ঠরোধ বন্ধ, র‍্যাবসহ নিরাপত্তা বাহিনীর হেফাজতে সব ‘মৃত্যু’ ঘটনার বিচার বিভাগীয় তদন্ত, জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার দাবি জানানো হয়। সমাবেশে আরও বক্তব্য দেন সিপিবি ঢাকা দক্ষিণ কমিটির সাধারণ সম্পাদক জলি তালুকদার, সদস্য মঞ্জুর মঈন প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত