Ajker Patrika

সংলাপকে স্বাগত জানানো উচিত বিএনপির: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৩ ডিসেম্বর ২০২১, ১৫: ০১
সংলাপকে স্বাগত জানানো উচিত বিএনপির: তথ্যমন্ত্রী

নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে সংলাপ শুরু করেছেন, বিএনপির সেটিকে স্বাগত জানানো উচিত বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ। সংলাপ নিয়ে দলটির নেতারা মুখে অনেক কথা বললেও বিএনপি এই সংলাপে অংশ নেবে বলে আশা করছেন তিনি। আজ বৃহস্পতিবার সচিবালয়ে ‘জাতির পিতা শেখ মুজিব’ প্রামাণ্য গ্রন্থের মোড়ক উন্মোচন করে সাংবাদিকদের প্রশ্নে এসব কথা বলেন তথ্যমন্ত্রী। 

হাছান মাহমুদ বলেন, ‘রাষ্ট্রপতির সংলাপকে বিএনপিসহ সবাইকে স্বাগত জানানো উচিত। ভারতে নির্বাচন কমিশন গঠনের আগে কোনো সংলাপ হয় না। অনেক গণতান্ত্রিক রাষ্ট্রে যেখানে বহু বছর ধরে নিরবচ্ছিন্নভাবে গণতন্ত্রের চর্চা হচ্ছে, সেখানে নির্বাচন কমিশন গঠনের আগে কোনো সংলাপ হয় না। বাংলাদেশে যে সংলাপ হচ্ছে, একে ইতিবাচক হিসেবে স্বাগত জানানো প্রয়োজন ছিল।’ 

নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির সংলাপ নিয়ে সমালোচনা থাকলেও এটিকে কার্যকর বলেই মনে করছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হাছান মাহমুদ। তিনি বলেন, ‘গতবারও রাষ্ট্রপতির সংলাপের মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করা হয়েছিল। সেটি যে সঠিকভাবে গঠিত হয়েছিল, তার প্রমাণ হচ্ছেন মাহবুব তালুকদার। যিনি নির্বাচন কমিশনের অনেক বিষয়ের সঙ্গে দ্বিমত পোষণ করেন। অনেকে বলেন, তিনি বিএনপি বা বিরোধীদের পক্ষ হয়ে কথা বলেন। উনিও সংলাপের মাধ্যমেই কমিশনার হিসেবে স্থান পেয়েছেন। এটিতেই প্রমাণিত হয় সংলাপ কার্যকর। ’

ছাগল খুঁজতে সার্চ কমিটি করা হয় বলে বিএনপি নেতাদের দাবির বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘যখন নিজেরা বিশেষ কোনো প্রাণীর মতো আচরণ করে, অন্যকেও সেই একই প্রাণীর মতো মনে করে, বিষয়টি ঠিক সে রকম।’ 

দলের মহাসচিব মুজিবুল হক চুন্নুর স্ত্রীকে নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দিতে নাম প্রস্তাব করেছে জাতীয় পার্টি। এটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা হচ্ছে। আপনার দৃষ্টিতে এটা কেমন হয়েছে—এই প্রশ্নে তথ্যমন্ত্রী বলেন, ‘উনি কেন ওনার স্ত্রীর নাম প্রস্তাব করেছেন, সেই ব্যাখ্যা তো আমি দিতে পারব না। সেটি মুজিবুল হক চুন্নুকে জিজ্ঞেস করলে ভালো হয়।’ 

উল্লেখ্য, চুন্নুর স্ত্রী রোকসানা কাদের ১৯৮৩ সালের বিসিএস ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। অতিরিক্ত সচিবের পদে থেকে অবসরে গেছেন তিনি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে এনসিপির শীর্ষ ৫ নেতা হঠাৎ কক্সবাজারে কেন

কক্সবাজারে পিটার হাসের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠকের খবর, ‘গুজব’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

জুলাই ঘোষণাপত্র: গণ-অভ্যুত্থানের দলিলে যা যা রয়েছে

২৪ ঘণ্টার মধ্যে ভারতের শুল্ক অনেক বাড়িয়ে দেব: ট্রাম্পের হুমকি

যুক্তরাষ্ট্রে পর্যটন ভিসা পেতে লাগতে পারে ১১ লাখ টাকার জামানত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত