Ajker Patrika

স্বাধীনতার ৫০ বছরেও বুদ্ধিজীবীদের আত্মদানের কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণ হয়নি: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৪ ডিসেম্বর ২০২১, ১২: ০১
স্বাধীনতার ৫০ বছরেও বুদ্ধিজীবীদের আত্মদানের কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণ হয়নি: মির্জা ফখরুল

স্বাধীনতাযুদ্ধে জাতিকে মেধাশূন্য করে দেওয়ার লক্ষ্যেই বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিল। যে উদ্দেশ্যে বুদ্ধিজীবীরা আত্মদান করেছেন, তা এখনো বাস্তবায়িত হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। 

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আজ মঙ্গলবার মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন। 

মির্জা ফখরুল বলেন, ‘স্বাধীনতাযুদ্ধে জাতিকে মেধাশূন্য করে দেওয়ার লক্ষ্যেই বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিল। যে উদ্দেশ্যে বুদ্ধিজীবীরা আত্মদান করেছেন, তা এখনো বাস্তবায়িত হয়নি। আমরা এ বছর স্বাধীনতার ৫০ বছর পূরণ করতে চলেছি, কিন্তু দুর্ভাগ্যের বিষয়, ১৯৭১ সালে যে লক্ষ্য নিয়ে আমরা মুক্তিযুদ্ধ শুরু করেছিলাম, তা বাস্তবায়িত হয়নি। আমাদের অগণিত সৈনিক প্রাণ দিয়েছেন, বুদ্ধিজীবীরা প্রাণ দিয়েছেন, কিন্তু দুঃখজনক হলেও সত্য, গণতান্ত্রিক একটি রাষ্ট্র আমরা এখনো গড়ে তুলতে পারিনি।’ 

শুধু তাই নয়, স্বাধীনতার যে আশা-আকাঙ্ক্ষা ছিল, মুক্তিযুদ্ধের যে চেতনা ছিল, তা বাস্তবায়িত হয়নি। এখন একদলীয় শাসন প্রতিষ্ঠা করেছে বর্তমান শাসকগোষ্ঠী। 

বিএনপির মহাসচিব বলেন, ‘এই শাসকগোষ্ঠী দেশের জনগণের ওপর নানাভাবে নির্যাতন চালাচ্ছে। দেশের মানুষকে খুন করছে, গুম করছে। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, তারা আজকে স্বাধীনতার সময়ে যিনি বন্দী ছিলেন, যিনি দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা বেগম খালেদা জিয়া এবং সেই সময়ে বন্দী ছিলেন তারেক রহমান ও আরাফাত রহমান কোকো। বেগম খালেদা জিয়া কয়েক বছর কারাগারে ছিলেন। এখন অসুস্থ হয়ে হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। আমরা বারবার বলেছি, খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বিদেশে পাঠানোর ব্যবস্থা করা হোক, কিন্তু এই গণবিরোধী সরকার, স্বাধীনতাবিরোধী সরকার বেগম খালেদা জিয়ার চিকিৎসার সুযোগ না দিয়ে বন্দী করে রেখেছে। অন্যদিকে দলের বিভিন্ন নেতাকর্মীর ওপর নির্যাতন চালাচ্ছে।’ 

আজকের এই দিনে শহীদ বুদ্ধিজীবীদের গভীর শ্রদ্ধায় স্মরণ করছি ৷ সেই সঙ্গে আশা করছি জনগণ আবারও মুক্তিযুদ্ধের চেতনায় জেগে উঠবে এবং দানবীয় স্বৈরাচারী সরকারকে সরিয়ে জনগণের সরকার ও জনগণের পার্লামেন্ট এবং একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

বগুড়ায় ইফতারের পর ডেকে নিয়ে যুবককে হত্যা

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত