Ajker Patrika

সিপিবি নেতা রনোর শেষ বিদায় সোমবার, কর্ণিয়া দান করা হয়েছে সন্ধানীতে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১১ মে ২০২৪, ১২: ৫৫
সিপিবি নেতা রনোর শেষ বিদায় সোমবার, কর্ণিয়া দান করা হয়েছে সন্ধানীতে

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) উপদেষ্টা হায়দার আকবর খান রনো শুক্রবার (১০ মে) দিবাগত রাতে মারা গেছেন। তাঁর মরদেহ আগামী দুই দিন শমরিতা হাসপাতালের হিমঘরে রাখা হবে। 

আজ শনিবার সকালে এ তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য জলি তালুকদার।

জলি তালুকদার বলেন, তাঁর নিকট আত্মীয়স্বজন বিদেশে অবস্থান করায় মরদেহ দুই দিন হিমঘরে রাখা হবে। ইতিমধ্যে নিকট আত্মীয়স্বজন দেশের উদ্দেশে রওনা দিয়েছেন। 

আগামী ১৩ মে সোমবার কমরেড হায়দার আকবর খান রনোকে শেষ বিদায় জানানো হবে বলে জানান জলি।  

তিনি জানান, আগামী সোমবার সকাল ১০ টা থেকে ১১টা শ্রদ্ধা জানানোর জন্য তাঁর মরদেহ সিপিবি অফিসে রাখা হবে। এরপর শোভাযাত্রা করে মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে যাওয়া হবে। দুপুর ১২টা থেকে ১টা দেশবাসীর শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে। ১টার পর ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এরপর বনানীতে বাবা ও মায়ের কবরের পাশে তাঁকে দাফন করা হবে।

কমরেডের ইচ্ছে অনুযায়ী তাঁর কর্নিয়া সন্ধানীতে দান করা হয়েছে বলে জানিয়েছেন জলি তালুকদার। 

প্রসঙ্গত, হায়দার আকবর খান রনো শ্বাসতন্ত্রের সমস্যা (টাইপ-২ রেসপিরেটরি ফেইল্যুর) নিয়ে গত সোমবার সন্ধ্যা থেকে হাসপাতালে ভর্তি ছিলেন। সেখানেই তিনি মারা যান। 

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও নেতা হায়দার আকবর খান রনো একাধিক বইয়ের লেখক। তাঁর জন্ম ১৯৪২ সালের ৩১ আগস্ট অবিভক্ত ভারতের কলকাতায়। তাঁর পৈতৃক নিবাস নড়াইলের বরাশুলা গ্রামে।

পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক ছিলেন হায়দার আকবর খান রনো। এরপর দীর্ঘদিন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১০ সালে দলটি ছেড়ে সিপিবিতে যোগ দেন। ২০১২ সালে তাঁকে দলের প্রেসিডিয়াম সদস্য করা হয়। এরপর তিনি সিপিবির উপদেষ্টা নির্বাচিত হন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত