নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পিলখানায় বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় প্রতিবেশী একটি রাষ্ট্রের বিশেষ ব্যক্তিরা জড়িত বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর হাফিজ উদ্দিন আহমেদ।
আজ শনিবার পিলখানা ট্র্যাজেডিতে নিহতদের মাগফিরাত কামনায় আয়োজিত এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন। জাতীয় প্রেসক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ‘বিডিআর হত্যাকাণ্ডে প্রতিবেশী একটি রাষ্ট্রের বিশেষ ব্যক্তি আন্তর্জাতিক মহল এবং দেশের বিশেষ একটি দল জড়িত রয়েছে। যেসব সেনাসদস্যকে হত্যা করা হয়েছে, তাঁরা অত্যন্ত বীরত্বের সঙ্গে প্রতিবেশী রাষ্ট্রের বর্ডারে দায়িত্ব পালন করেছেন। তাঁদের অত্যাচার-অবিচারের উপযুক্ত জবাব দিয়েছে আমাদের এই বিডিআর বাহিনী। এ জন্যই এই হত্যাকাণ্ড চালানো হয়েছে।’
তিনি আরও বলেন, ‘এর মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীকে ধ্বংস করে দেওয়া। তাদের মনোবল ভেঙে দেওয়া। এর সঙ্গে বাংলাদেশের একটি রাজনৈতিক দলের অনেক রাজনৈতিক নেতা জড়িত ছিলেন। এই হত্যাকাণ্ডের নায়কেরা হত্যাকাণ্ডের আগে পরিকল্পনাকারীদের সঙ্গে তাঁদের বাড়িতে গিয়ে সভা করেছেন। পরদিন আবার তাঁদেরই পাঠানো হয়েছে বিদ্রোহ দমাতে। এটি বাংলাদেশের ইতিহাসে নৃশংস ঘটনা।’
বিএনপি ক্ষমতায় এলে একদিন এই হত্যাকাণ্ডের বিচার হবে বলেও মন্তব্য করেন তিনি। উন্নয়নের ধোয়া তুললেও জনগণের কোনো উন্নয়ন হয়নি দাবি করে হাফিজ বলেন, ‘শুধু উন্নয়ন হচ্ছে আওয়ামী লীগের।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী ও জাতীয় পার্টির সভাপতি মোস্তফা জামাল হায়দার। সভায় সভাপতিত্ব করেন লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান।
পিলখানায় বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় প্রতিবেশী একটি রাষ্ট্রের বিশেষ ব্যক্তিরা জড়িত বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর হাফিজ উদ্দিন আহমেদ।
আজ শনিবার পিলখানা ট্র্যাজেডিতে নিহতদের মাগফিরাত কামনায় আয়োজিত এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন। জাতীয় প্রেসক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ‘বিডিআর হত্যাকাণ্ডে প্রতিবেশী একটি রাষ্ট্রের বিশেষ ব্যক্তি আন্তর্জাতিক মহল এবং দেশের বিশেষ একটি দল জড়িত রয়েছে। যেসব সেনাসদস্যকে হত্যা করা হয়েছে, তাঁরা অত্যন্ত বীরত্বের সঙ্গে প্রতিবেশী রাষ্ট্রের বর্ডারে দায়িত্ব পালন করেছেন। তাঁদের অত্যাচার-অবিচারের উপযুক্ত জবাব দিয়েছে আমাদের এই বিডিআর বাহিনী। এ জন্যই এই হত্যাকাণ্ড চালানো হয়েছে।’
তিনি আরও বলেন, ‘এর মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীকে ধ্বংস করে দেওয়া। তাদের মনোবল ভেঙে দেওয়া। এর সঙ্গে বাংলাদেশের একটি রাজনৈতিক দলের অনেক রাজনৈতিক নেতা জড়িত ছিলেন। এই হত্যাকাণ্ডের নায়কেরা হত্যাকাণ্ডের আগে পরিকল্পনাকারীদের সঙ্গে তাঁদের বাড়িতে গিয়ে সভা করেছেন। পরদিন আবার তাঁদেরই পাঠানো হয়েছে বিদ্রোহ দমাতে। এটি বাংলাদেশের ইতিহাসে নৃশংস ঘটনা।’
বিএনপি ক্ষমতায় এলে একদিন এই হত্যাকাণ্ডের বিচার হবে বলেও মন্তব্য করেন তিনি। উন্নয়নের ধোয়া তুললেও জনগণের কোনো উন্নয়ন হয়নি দাবি করে হাফিজ বলেন, ‘শুধু উন্নয়ন হচ্ছে আওয়ামী লীগের।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী ও জাতীয় পার্টির সভাপতি মোস্তফা জামাল হায়দার। সভায় সভাপতিত্ব করেন লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন মনে করেন, জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র সফলভাবে বাস্তবায়নের পরই জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করা উচিত। আজ রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় ধাপের সংলাপের ১৯তম দিনের আলোচনার বিরতিতে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা
২০ মিনিট আগেজাতীয় সংসদে বিদ্যমান সংরক্ষিত ৫০টি নারী আসন রাখার পক্ষে মত দিয়েছে বিএনপি। একই সঙ্গে আগামী নির্বাচনে সংসদে মোট আসনের মধ্যে পাঁচ শতাংশ আসনে নারী প্রার্থীকে মনোনয়ন দেওয়া বাধ্যতামূলক করার প্রস্তাব দিয়েছে দলটি। পরে ধারাবাহিকভাবে এই হার বাড়ানোর পক্ষে বিএনপি।
১ ঘণ্টা আগেতারিক আদনান মুন বলেন, ‘বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা দেড় কোটির বেশি প্রবাসী বাংলাদেশির শ্রম, মেধা ও রেমিট্যান্সে বাংলাদেশ চলমান। অথচ এখনো তাঁদের ভোটাধিকার নিশ্চিতে কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। শুধু একটি-দুটি দেশে সীমিত পাইলট প্রকল্প চালুর কথা বলা হচ্ছে, যা আমাদের জন্য অত্যন্ত হতাশাজনক।’
১ ঘণ্টা আগেজাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘জুলাই-আগস্টে আমরা বলেছিলাম, এক নতুন বাংলাদেশ বিনির্মাণ করা হবে। আমাদের এক নতুন বন্দোবস্ত লাগবে। পুরোনো সিস্টেমে, পুরোনো আইনে আমরা আর এ বাংলাদেশকে পরিচালিত হতে দেব না। আমরা একটি ন্যায়ভিত্তিক ও জনকল্যাণমুখী রাষ্ট্র তৈরি করতে চাই।
২ ঘণ্টা আগে