Ajker Patrika

জামায়াতের আমির থাকছেন শফিকুর রহমানই

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জামায়াতের আমির থাকছেন শফিকুর রহমানই

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর হিসেবে দ্বিতীয়বারের মত নির্বাচিত হয়েছেন ডা. শফিকুর রহমান। সংগঠনের সদস্যদের প্রত্যক্ষ ভোটে আবারও দুই বছরের (২০২৩-২০২৫) জন্য এই পদের দায়িত্ব পেয়েছেন তিনি। ২০২০ সাল থেকে এখন পর্যন্ত সংগঠনের আমীর হিসেবে দায়িত্ব পালন করছেন শফিকুর রহমান।

আজ সোমবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জামায়াতের কেন্দ্রীয় প্রচার সেক্রেটারি মতিউর রহমান আকন্দ এই খবর জানান। জামায়াতের আমির নির্বাচনে ৫ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে সারা দেশের সদস্যরা ভোট দেন। 

শফিকুর রহমান ছাত্র জীবনে ইসলামী ছাত্রশিবিরের সিলেট শহর শাখার সভাপতি ছিলেন। তিনি ১৯৮৫ সালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য হন। ১৯৮৬ সাল থেকে ৮৮ সাল পর্যন্ত সিলেট জেলা শাখা জামায়াতের সেক্রেটারি ও ১৯৮৯ থেকে ৯১ পর্যন্ত সিলেট জেলা জামায়াতের নায়েবে আমীর এবং ১৯৯১ থেকে ৯৮ সাল পর্যন্ত সিলেট জেলা জামায়াতের আমীরের দায়িত্ব পালন করেন।

১৯৯৮ থেকে ২০০৭ সাল পর্যন্ত সিলেট মহানগরী জামায়াতে ইসলামীর আমীর হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯৮ সালে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মনোনীত হন। ২০১০ সাল থেকে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল, ২০১১ সাল থেকে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং ২০১১ সালের সেপ্টেম্বর মাস থেকে ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ও ২০১৭ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পালন করেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সিলেটে পাথর লুটে জড়িত দুই দলের ৩৫ নেতা

আলাস্কা বৈঠকে পুতিনের দেহরক্ষীর হাতে ‘মলমূত্রবাহী স্যুটকেস’ কেন

সিলেটের ডিসি হলেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শাস্তি পাওয়া সারওয়ার আলম

একটি খনি ঘিরে সমৃদ্ধির স্বপ্ন দেখছে পাকিস্তান, কিন্তু চাবিকাঠি চীনের কাছে

আমরা দখল করি লঞ্চঘাট-বাসস্ট্যান্ড, জামায়াত করে বিশ্ববিদ্যালয়: আলতাফ হোসেন চৌধুরী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত