নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশে নতুন করে আরও ১০০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করবে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক (এনডিবি)। পাঁচটি বিকাশমান অর্থনীতির দেশের জোট ব্রিকসের উদ্যোগে গঠিত এনডিবি ইতিমধ্যে বাংলাদেশে ৩০ কোটি ডলার বিনিয়োগ করেছে। আজ মঙ্গলবার চার দিনব্যাপী বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটের দ্বিতীয় দিন শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এসব কথা জানান।
বিনিয়োগকারীরা কী কী বিষয়ে জানতে চান—সংবাদ সম্মেলনে এমন প্রশ্নের জবাবে বিডার নির্বাহী চেয়ারম্যান বলেন, বিনিয়োগকারীরা দুই ধরনের প্রশ্ন করেছেন। বাংলাদেশে ব্যবসা করলে কী ধরনের সুবিধা দেওয়া হবে। দ্বিতীয়টি হচ্ছে, ইতিমধ্যে যাঁরা ব্যবসা করছেন তাঁরা কী ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছেন এবং সেগুলো কাটিয়ে উঠতে তাঁদের কী করতে হবে। লাল ফিতার দৌরাত্ম্য বন্ধ করতে সরকারের পক্ষ থেকে কী কী পদক্ষেপ নেওয়া হবে, তা-ও জানতে চাচ্ছেন বিদেশি বিনিয়োগকারীরা।
চৌধুরী আশিক জানান, এখনই বিনিয়োগ আনা এই সামিটের লক্ষ্য নয়। এবারের সামিটের মূল লক্ষ্য নেটওয়ার্কিং (যোগাযোগ গড়া) করা।
একটি বিদেশি কোম্পানি সাড়ে তিন বছর ধরে ঘুরে লাইসেন্স পাচ্ছে না—এ-সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে বিডা চেয়ারম্যান বলেন, ‘আমরা শুনেছি চীনা একটি কোম্পানি সাড়ে তিন বছর ধরে ঘুরছে। তবে সেই প্রতিষ্ঠানের নাম কিংবা কী কারণে পায়নি, তা আগামী এক সপ্তাহ পর বলতে পারব। তারা একটি বৃহৎ ম্যানুফ্যাকচারিং কোম্পানি।’
বিডার চেয়ারম্যান আরও বলেন, ‘আজকে (মঙ্গলবার) ব্রিকসের ভাইস প্রেসিডেন্ট প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেছেন। বলেছেন, বাংলাদেশ সম্পর্কে তাঁদের ধারণা অনেক পজিটিভ।’
উল্লেখ্য, এ সম্মেলনে যুক্তরাষ্ট্র, চীন, জাপান, ভারত ও দক্ষিণ কোরিয়াসহ ৪০টি দেশের বিনিয়োগকারীরা অংশ নিচ্ছেন। সম্মেলনে শীর্ষস্থানীয় করপোরেট ব্যক্তিত্ব এবং কিছু বৃহৎ করপোরেশন অংশগ্রহণ করছে। আজ তৃতীয় দিন সকালে সামিটের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
গতকাল নারায়ণগঞ্জের আড়াইহাজারে জাপানের সহায়তায় গড়ে ওঠা বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোনে (বিএসইজেড) বিদেশি বিনিয়োগকারীদের নিয়ে যাওয়া হয়।
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক
গতকাল প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে এক বৈঠকে বিনিয়োগ পরিকল্পনার ঘোষণা দেয় দক্ষিণ কোরিয়ার ইয়াংওয়ান করপোরেশনের চেয়ারম্যান কিহাক সংয়ের নেতৃত্বাধীন কোরীয় বিনিয়োগকারীদের প্রতিনিধিদল। বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, তিনি কোরীয় ও চীনা বিনিয়োগকারীদের জন্য যেকোনো বিনিয়োগসম্পর্কিত উদ্বেগ দূর করতে এবং বাংলাদেশে তাঁদের বিনিয়োগ দ্রুততর করার জন্য একটি বৈঠকের আয়োজন করবেন।
প্রতিনিধিদলে এলজিসহ কোরিয়ার শীর্ষস্থানীয় টেক্সটাইল, ফ্যাশন, স্পিনিং, লজিস্টিকস, স্বাস্থ্যসেবা, বিদ্যুৎ ও নবায়নযোগ্য জ্বালানি খাতের উদ্যোক্তারা ছিলেন।
প্রধান উপদেষ্টা আরও বলেন, ‘আমরা এখন একটি নতুন বাংলাদেশ গড়ে তুলছি, যেখানে বিদেশি বিনিয়োগ সহজ এবং ঝামেলামুক্ত।’
বাংলাদেশে নতুন করে আরও ১০০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করবে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক (এনডিবি)। পাঁচটি বিকাশমান অর্থনীতির দেশের জোট ব্রিকসের উদ্যোগে গঠিত এনডিবি ইতিমধ্যে বাংলাদেশে ৩০ কোটি ডলার বিনিয়োগ করেছে। আজ মঙ্গলবার চার দিনব্যাপী বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটের দ্বিতীয় দিন শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এসব কথা জানান।
বিনিয়োগকারীরা কী কী বিষয়ে জানতে চান—সংবাদ সম্মেলনে এমন প্রশ্নের জবাবে বিডার নির্বাহী চেয়ারম্যান বলেন, বিনিয়োগকারীরা দুই ধরনের প্রশ্ন করেছেন। বাংলাদেশে ব্যবসা করলে কী ধরনের সুবিধা দেওয়া হবে। দ্বিতীয়টি হচ্ছে, ইতিমধ্যে যাঁরা ব্যবসা করছেন তাঁরা কী ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছেন এবং সেগুলো কাটিয়ে উঠতে তাঁদের কী করতে হবে। লাল ফিতার দৌরাত্ম্য বন্ধ করতে সরকারের পক্ষ থেকে কী কী পদক্ষেপ নেওয়া হবে, তা-ও জানতে চাচ্ছেন বিদেশি বিনিয়োগকারীরা।
চৌধুরী আশিক জানান, এখনই বিনিয়োগ আনা এই সামিটের লক্ষ্য নয়। এবারের সামিটের মূল লক্ষ্য নেটওয়ার্কিং (যোগাযোগ গড়া) করা।
একটি বিদেশি কোম্পানি সাড়ে তিন বছর ধরে ঘুরে লাইসেন্স পাচ্ছে না—এ-সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে বিডা চেয়ারম্যান বলেন, ‘আমরা শুনেছি চীনা একটি কোম্পানি সাড়ে তিন বছর ধরে ঘুরছে। তবে সেই প্রতিষ্ঠানের নাম কিংবা কী কারণে পায়নি, তা আগামী এক সপ্তাহ পর বলতে পারব। তারা একটি বৃহৎ ম্যানুফ্যাকচারিং কোম্পানি।’
বিডার চেয়ারম্যান আরও বলেন, ‘আজকে (মঙ্গলবার) ব্রিকসের ভাইস প্রেসিডেন্ট প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেছেন। বলেছেন, বাংলাদেশ সম্পর্কে তাঁদের ধারণা অনেক পজিটিভ।’
উল্লেখ্য, এ সম্মেলনে যুক্তরাষ্ট্র, চীন, জাপান, ভারত ও দক্ষিণ কোরিয়াসহ ৪০টি দেশের বিনিয়োগকারীরা অংশ নিচ্ছেন। সম্মেলনে শীর্ষস্থানীয় করপোরেট ব্যক্তিত্ব এবং কিছু বৃহৎ করপোরেশন অংশগ্রহণ করছে। আজ তৃতীয় দিন সকালে সামিটের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
গতকাল নারায়ণগঞ্জের আড়াইহাজারে জাপানের সহায়তায় গড়ে ওঠা বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোনে (বিএসইজেড) বিদেশি বিনিয়োগকারীদের নিয়ে যাওয়া হয়।
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক
গতকাল প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে এক বৈঠকে বিনিয়োগ পরিকল্পনার ঘোষণা দেয় দক্ষিণ কোরিয়ার ইয়াংওয়ান করপোরেশনের চেয়ারম্যান কিহাক সংয়ের নেতৃত্বাধীন কোরীয় বিনিয়োগকারীদের প্রতিনিধিদল। বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, তিনি কোরীয় ও চীনা বিনিয়োগকারীদের জন্য যেকোনো বিনিয়োগসম্পর্কিত উদ্বেগ দূর করতে এবং বাংলাদেশে তাঁদের বিনিয়োগ দ্রুততর করার জন্য একটি বৈঠকের আয়োজন করবেন।
প্রতিনিধিদলে এলজিসহ কোরিয়ার শীর্ষস্থানীয় টেক্সটাইল, ফ্যাশন, স্পিনিং, লজিস্টিকস, স্বাস্থ্যসেবা, বিদ্যুৎ ও নবায়নযোগ্য জ্বালানি খাতের উদ্যোক্তারা ছিলেন।
প্রধান উপদেষ্টা আরও বলেন, ‘আমরা এখন একটি নতুন বাংলাদেশ গড়ে তুলছি, যেখানে বিদেশি বিনিয়োগ সহজ এবং ঝামেলামুক্ত।’
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আলোচনা ও ঐক্যের মধ্য দিয়ে আমরা একটি নতুন বাংলাদেশ তৈরি করতে চাই। আজ সোমবার সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফেরার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
১৭ ঘণ্টা আগেড. মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের মেয়াদ বৃদ্ধির চেয়ে চলমান প্রচারের সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘নির্বাচিত সরকারের বিকল্প তো আপনারা হতে পারেন না। আপনারা অবশ্যই অনির্বাচিত। সেটা প্রতিদিন আপনাকে স্মরণ করিয়ে দেওয়া হবে।’
২ দিন আগেসংস্কার কোনো চিরস্থায়ী বন্দোবস্ত নয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া। এখন যতটুকু করা সম্ভব, তা করা উচিত। বাকিটা নির্বাচিত সরকার এসে সম্পন্ন করবে। এটাই হওয়া উচিত।
২ দিন আগেজাতীয় ঐকমত্য কমিশনের ১৬৬টি প্রস্তাবের মধ্যে ৭৮টি প্রস্তাবেই দ্বিমত জানিয়ে মতামত জমা দিয়েছে গণফোরাম। দলটি কমিশনের ৫৮ প্রস্তাবে একমত এবং ২৪টি প্রস্তাবে আংশিকভাবে একমত। অন্যদিকে জমিয়তে উলামায়ে ইসলাম কমিশনের ১৬৬টি প্রস্তাবের মধ্যে ১০৯টি প্রস্তাবে একমত, ২২টিতে দ্বিমত এবং ৩৪টিতে আংশিকভাবে একমত।
২ দিন আগে