Ajker Patrika

এই সরকারের অধীনে কোন নির্বাচন নয়: নজরুল ইসলাম খান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
এই সরকারের অধীনে কোন নির্বাচন নয়: নজরুল ইসলাম খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, এই সরকার এবং নির্বাচন কমিশনের অধীনে কোন নির্বাচন নয়। দেশের বর্তমান নির্বাচন বলতে যা বোঝায়, সেই নির্বাচন নিয়ে আলোচনা করতেও কেউ আগ্রহী না। দেশে কোন নির্বাচন নেই, সব প্রহসন। 

আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ সাম্যবাদী দলের ৫৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। 

নজরুল ইসলাম খান বলেন, একটি সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য অগণতান্ত্রিক সরকারকে উৎখাত করতে হবে। এ ছাড়া একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে একটি নিরপেক্ষ, যোগ্য ও সাহসী নির্বাচন কমিশন দরকার। 

বিএনপি নেতা আরও বলেন, বিএনপির প্রত্যেকটি নেতার বিরুদ্ধে গড়ে ৩৫০টি করে মামলা রয়েছে। হাজারের বেশি নেতা-কর্মী গুম এবং ৫শ এর বেশি খুন হয়েছে। মহাসচিবের বিরুদ্ধে মামলা শতাধিক। কোন এলাকায় মামলা হলে কে কে আসামি হবে সেটা আগে থেকেই ঠিক করা থাকে। তারপর আবার ৫০ জনের মতো থাকে অজ্ঞাত যেন কেউ বাদ পড়লে তাঁদের ঢুকিয়ে দেওয়া যায়। 

এর থেকেও খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে সাম্যবাদী দলকে যেতে হয়েছে সামরিক সরকারের আমলে। তাই এই দলের জন্য শুভ কামনা ও ভালোবাসা একটু আলাদা। 

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী মোস্তফা জামান হায়দার, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ, এলডিপির চেয়ারম্যান শাহাদাৎ হোসেন সেলিম, নিউ নেশনের ভারপ্রাপ্ত সম্পাদক মোস্তফা কামাল মজুমদার, জাগপার সভাপতি খন্দকার লুৎফর রহমান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম চৌধুরী মিলন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তামিম কি তাহলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হবেন

রাজনৈতিক দলের কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ, হেফাজতে সেনা কর্মকর্তা

পিআর পদ্ধতিতেই হবে ১০০ আসনের উচ্চকক্ষ, ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত

নারীর ‘বগলের গন্ধ’ পুরুষের মানসিক চাপ কমায়, তবে কি মানুষেরও আছে ফেরোমোন!

বাংলাদেশি পণ্যে ভারতের চেয়ে কম শুল্কের ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত