Ajker Patrika

একুশের প্রথম প্রহরে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হাজারো মানুষের ঢল নামে। কালো ব্যাজ, কালো পতাকা ও ব্যানার নিয়ে সবাই ধীর পায়ে এগিয়ে যান শহীদ মিনারের দিকে। অনেকের পোশাক ও সজ্জায়ও ছিল শোকের রং। কণ্ঠে ছিল সেই বেদনাবিধুর গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি…’। ছবি: জাহিদুল ইসলাম

আপডেট : ১৭ আগস্ট ২০২৫, ১৮: ১৪
একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হাজারো মানুষের ঢল নামে।
একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হাজারো মানুষের ঢল নামে।
রাত ১২টা ১ মিনিট থেকে ভাষা শহীদদের প্রতি পুষ্পার্ঘ্য অর্পণ করেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস। ছবি: পিআইডি
রাত ১২টা ১ মিনিট থেকে ভাষা শহীদদের প্রতি পুষ্পার্ঘ্য অর্পণ করেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস। ছবি: পিআইডি
এরপর প্রধান বিচারপতি ড. সৈয়দ রিফাত আহমেদ, উপদেষ্টা পরিষদের সব সদস্য, বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনীতিক ও হাইকমিশনাররা শহীদদের শ্রদ্ধা জানান। ছবি: পিআইডি
এরপর প্রধান বিচারপতি ড. সৈয়দ রিফাত আহমেদ, উপদেষ্টা পরিষদের সব সদস্য, বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনীতিক ও হাইকমিশনাররা শহীদদের শ্রদ্ধা জানান। ছবি: পিআইডি
রাত ১টা ৩৫ মিনিটে শ্রদ্ধা জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি। আহ্বায়ক নাসিরুদ্দিন পাটোয়ারি এবং সদস্যসচিব আখতার হোসেনের নেতৃত্বে পুষ্পার্ঘ্য অর্পণের সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনটির মুখ্য সংগঠক সারজিস আলম, মুখপাত্র সামান্তা শারমিনসহ অনেকে।
রাত ১টা ৩৫ মিনিটে শ্রদ্ধা জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি। আহ্বায়ক নাসিরুদ্দিন পাটোয়ারি এবং সদস্যসচিব আখতার হোসেনের নেতৃত্বে পুষ্পার্ঘ্য অর্পণের সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনটির মুখ্য সংগঠক সারজিস আলম, মুখপাত্র সামান্তা শারমিনসহ অনেকে।
শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করে গণ অধিকার পরিষদ, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, বাংলাদেশ ছাত্র ফেডারেশনসহ নানা সংগঠন।
শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করে গণ অধিকার পরিষদ, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, বাংলাদেশ ছাত্র ফেডারেশনসহ নানা সংগঠন।
১টা ২৭ মিনিটে মুখপাত্র উমামা ফাতেমার নেতৃত্বে পুষ্পার্ঘ্য অর্পণ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
১টা ২৭ মিনিটে মুখপাত্র উমামা ফাতেমার নেতৃত্বে পুষ্পার্ঘ্য অর্পণ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নেতৃত্বে পুষ্পার্ঘ্য অর্পণ করে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নেতৃত্বে পুষ্পার্ঘ্য অর্পণ করে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি হলসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরাও শ্রদ্ধা জানান।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি হলসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরাও শ্রদ্ধা জানান।
১২টা ৪৫ মিনিটে পুষ্পার্ঘ্য অর্পণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের নেতৃত্বে পুষ্পার্ঘ্য অর্পণ করেন ছাত্রদলের নেতা–কর্মীরা।
১২টা ৪৫ মিনিটে পুষ্পার্ঘ্য অর্পণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের নেতৃত্বে পুষ্পার্ঘ্য অর্পণ করেন ছাত্রদলের নেতা–কর্মীরা।
একুশের রাতে জনতার যে স্রোত, তা রাত পেরোলেই হয়ে যাবে কয়েকগুণ। দেশের নানা প্রান্ত থেকে শ্রদ্ধা জানাতে ছুটে আসবে মানুষ।
একুশের রাতে জনতার যে স্রোত, তা রাত পেরোলেই হয়ে যাবে কয়েকগুণ। দেশের নানা প্রান্ত থেকে শ্রদ্ধা জানাতে ছুটে আসবে মানুষ।
ভাষা শহীদদের মহান ত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের অপরিশোধিত ঋণ শোধের চেষ্টা করবেন বাংলা ভাষাভাষী মানুষেরা।
ভাষা শহীদদের মহান ত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের অপরিশোধিত ঋণ শোধের চেষ্টা করবেন বাংলা ভাষাভাষী মানুষেরা।
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাহজালালে তৃতীয় টার্মিনাল চালুতে বাধা, রাজস্ব ভাগাভাগি নিয়ে টানাপোড়েন

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

ঝুঁকিপূর্ণ সম্পদ নিয়ে হাবুডুবু খাচ্ছে এবি ব্যাংক

রাশিয়া খুবই বড় শক্তি, চুক্তি ছাড়া ইউক্রেনের কোনো গতি নেই: ট্রাম্প

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত