পদ্মা নদীর চরে খাবারের খোঁজে একঝাঁক কবুতর। নগরীর ঘোষপাড়া এলাকা, রাজশাহী, ৭ ফেব্রুয়ারি ২০২৫। ছবি: মিলন শেখ
বড় আকারের একেকটি ফুলকপি বিক্রি হচ্ছে তিন থেকে চার টাকায়। চাষাবাদের খরচ দূরের কথা, খেত থেকে সবজি উঠিয়ে বাজারে নেওয়ার খরচও উঠছে না। খেতে রেখে দিলে নষ্ট হচ্ছে, তাই অনেকে ফুলকপি গবাদিপশুকে খাওয়াচ্ছেন। কৃষকের গলার কাঁটায় পরিণত হয়েছে শীতকালীন এই সবজি। ঘিওর উপজেলার সিংজুরী এলাকা, মানিকগঞ্জ, ৭ ফেব্রুয়ারি ২০২৫। ছবি: আব্দুর রাজ্জাক
ইরি-বোরো ধানের চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। সাধারণত ইরি-বোরো চাষের সময় পৌষ-মাঘ। কিন্তু অনেক খেতেরই চৈতালি ফসল এখনো ঘরে ওঠেনি। তবে দিন দশেকের মধ্যে পুরোদমে শুরু হবে ইরি-বোরো ধান রোপণ। উপজেলায় চলতি বছর ৬১০২ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি অফিস। ঘিওর উপজেলার দ্বিমুখা এলাকা, মানিকগঞ্জ, ৭ ফেব্রুয়ারি ২০২৫। ছবি: আব্দুর রাজ্জাক
এডিট/ঋতু ছবি/ন্যাশনালের ফোল্ডারে (পদ্মা ১, পদ্মা ২) ক্যাপ/পদ্মার বুকে জেগেছে চর। পাশেই ডিঙি নিয়ে ভোরে মাছ ধরার জন্য এসেছেন জেলেরা। নদীতে পাতছেন জাল। নগরীর পাঁচানী মাঠ, রাজশাহী, ৭ ফেব্রুয়ারি ২০২৪। ছবি: মিলন শেখ ক্যাটা/দিনের ছবি
এডিট/ঋতু ছবি/ন্যাশনালের ফোল্ডারে (পদ্মা ১, পদ্মা ২) ক্যাপ/পদ্মার বুকে জেগেছে চর। পাশেই ডিঙি নিয়ে ভোরে মাছ ধরার জন্য এসেছেন জেলেরা। নদীতে পাতছেন জাল। নগরীর পাঁচানী মাঠ, রাজশাহী, ৭ ফেব্রুয়ারি ২০২৪। ছবি: মিলন শেখ ক্যাটা/দিনের ছবি