Ajker Patrika

দিনের ছবি (০৫ অক্টোবর, ২০২৩)

আপডেট : ০৬ মে ২০২৫, ০০: ২০
ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। তবে এতেই বয়ে গেছে বুলবুলি পাখিটার। গাছে বসে মজা করে পাকা পেয়ারা খাচ্ছে সে। গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকার একটি গাছ, রংপুর, ৫ অক্টোবর ২০২৩। ছবি: আব্দুর রহিম পায়েল।
ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। তবে এতেই বয়ে গেছে বুলবুলি পাখিটার। গাছে বসে মজা করে পাকা পেয়ারা খাচ্ছে সে। গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকার একটি গাছ, রংপুর, ৫ অক্টোবর ২০২৩। ছবি: আব্দুর রহিম পায়েল।
লাল জবার সঙ্গে আমরা বেশি পরিচিত হলেও সাদা, হলুদসহ নানা রঙের হয় জবা। বাগানে সাদা জবা দেখতেও কিন্তু দারুণ লাগে। গঙ্গাচড়া হর্টিকালচার সেন্টার, রংপুর, ৫ অক্টোবর ২০২৩। ছবি: আব্দুর রহিম পায়েল।
লাল জবার সঙ্গে আমরা বেশি পরিচিত হলেও সাদা, হলুদসহ নানা রঙের হয় জবা। বাগানে সাদা জবা দেখতেও কিন্তু দারুণ লাগে। গঙ্গাচড়া হর্টিকালচার সেন্টার, রংপুর, ৫ অক্টোবর ২০২৩। ছবি: আব্দুর রহিম পায়েল।
মানিকগঞ্জের সব উপজেলাতেই কম বেশি উচ্ছে ও করলার চাষ হয়। বর্তমানে প্রতি কেজি উচ্ছে ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। আগে শুধু গরমকালে বা খরিফ মৌসুমে উচ্ছে উৎপাদিত হলেও এখন সারা বছরই চাষাবাদ হচ্ছে। খেত থেকে উচ্ছে তুলে বিক্রির জন্য বাছাই করে প্লাস্টিকের বাক্সে ভরছেন কৃষক, কিষানি। সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের মকিমপুর গ্রাম, মানিকগঞ্জ, ৫ অক্টোবর ২০২৩। ছবি: আব্দুর রাজ্জাক
মানিকগঞ্জের সব উপজেলাতেই কম বেশি উচ্ছে ও করলার চাষ হয়। বর্তমানে প্রতি কেজি উচ্ছে ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। আগে শুধু গরমকালে বা খরিফ মৌসুমে উচ্ছে উৎপাদিত হলেও এখন সারা বছরই চাষাবাদ হচ্ছে। খেত থেকে উচ্ছে তুলে বিক্রির জন্য বাছাই করে প্লাস্টিকের বাক্সে ভরছেন কৃষক, কিষানি। সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের মকিমপুর গ্রাম, মানিকগঞ্জ, ৫ অক্টোবর ২০২৩। ছবি: আব্দুর রাজ্জাক
বুধবার রাত থেকে শুরু হওয়া বৃষ্টিতে ডুবে গেছে শহরের নিচু রাস্তাগুলো। নীচাবাজার হাসপাতাল রোডের সকাল ৯টার চিত্র, নাটোর, ৫ অক্টোবর ২০২৩। ছবি: নাইমুর রহমান
বুধবার রাত থেকে শুরু হওয়া বৃষ্টিতে ডুবে গেছে শহরের নিচু রাস্তাগুলো। নীচাবাজার হাসপাতাল রোডের সকাল ৯টার চিত্র, নাটোর, ৫ অক্টোবর ২০২৩। ছবি: নাইমুর রহমান

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত