সম্পাদকীয়
সরকার পরিবর্তনের ঘটনাকে ঢাল হিসেবে ব্যবহার করে কুমিল্লার চৌদ্দগ্রামে কিছু প্রতারক চক্র দুস্থ, দরিদ্র ও অসহায় মানুষের টাকা হাতিয়ে নিয়েছে। প্রতারণার শিকার হওয়া অভিযোগকারীরা এখন উপজেলা সমাজসেবা কার্যালয়ে গিয়ে এ থেকে পরিত্রাণের আকুতি জানাচ্ছেন। এ নিয়ে আজকের পত্রিকায় একটি সংবাদ প্রকাশিত হয়েছে মঙ্গলবার।
চৌদ্দগ্রাম উপজেলায় প্রায় দুই হাজার লোকের টাকা প্রতারকেরা হাতিয়ে নিয়েছে। প্রতারণার ধরনে তেমন কোনো পরিবর্তন হয়নি। প্রতারকেরা ভুক্তভোগীদের বোকা বানিয়ে বলেছে, ‘আমি সমাজসেবা অফিসের কর্মকর্তা বলছি। সরকার পরিবর্তনের কারণে আপনার নগদ অ্যাকাউন্টে পিনকোড সমস্যাজনিত কারণে টাকা যাচ্ছে না। তাই টাকা পাঠানোর জন্য আপনার গোপন পিনকোডটা লাগবে।’ এদিকে ভুক্তভোগীরা সরল বিশ্বাসে প্রতারকদের কাছে নিজের পিনকোড দিয়ে দিয়েছেন। এরপর প্রতারকেরা তাঁদের টাকা হাতিয়ে নিয়েছে।
বিগত সরকারের সময়ে গ্রহণ করা ‘সামাজিক সুরক্ষা কর্মসূচি’র আওতায় এ উপজেলায় ২৯ হাজার ৯৭৭ জন ভাতা পেয়ে থাকেন। এই কর্মসূচির আওতায় আছেন বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী, অনগ্রসর বিশেষ গোষ্ঠী ও সমতল জাতিগোষ্ঠী। উপজেলা সমাজসেবা কার্যালয়ের তত্ত্বাবধানে এসব ভাতাভোগীকে ডিজিটাল পদ্ধতিতে নগদ, বিকাশ, ব্যাংক এশিয়ার মাধ্যমে ভাতা দেওয়া হয়। প্রতি তিন মাস পরপর ভুক্তভোগীদের ব্যক্তিগত মোবাইলে ডিজিটাল ব্যাংকিংয়ের মাধ্যমে ভাতা চলে যায়। পরে তাঁরা তাঁদের সুবিধামতো টাকা তুলে নেন।
ক্রমাগত বিজ্ঞান-প্রযুক্তির অগ্রগতির কারণে আমাদের জীবনযাপন সহজতর হয়েছে। আমাদের দৈনন্দিন জীবনের অনেক জটিল কাজ সহজে করা সম্ভব হচ্ছে। জগতের প্রতিটি আবিষ্কারের ভালো-মন্দ দুটি দিক থাকে। তবে প্রযুক্তির খারাপ দিকটাকেই কাজে লাগায় ও ভালো দিকটাকে নষ্ট করে এই সমাজের কিছু বিপথগামী ব্যক্তি। চৌদ্দগ্রামের ঘটনাই তার বড় প্রমাণ।
বিগত সরকার ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ গড়ার লক্ষ্য সামনে রেখে ৫ কোটি মানুষকে প্রতি মাসে ভাতা প্রদানের উদ্যোগ নিয়েছিল। এই প্রকল্প গ্রহণের ফলে দেশের লাখ লাখ দুস্থ ও অসহায় মানুষ এখনো উপকার পাচ্ছেন। কিন্তু কিছু প্রতারকের কারণে অসহায় মানুষ তাঁদের প্রাপ্য থেকে বঞ্চিত হচ্ছেন। এ ধরনের ঘটনা দেশে নতুন নয়। এর আগেও বিভিন্ন সময়ে দেশের নানা জায়গায় এ রকম প্রতারণার ঘটনা ঘটেছে। কিন্তু কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা গ্রহণ না করার কারণে ঘটনাগুলো রোধ করা যাচ্ছে না। বিভিন্ন অ্যাপ এবং দক্ষ প্রযুক্তিবিদ দিয়ে প্রতারকদের ধরা কি অসম্ভব? আর একটা ব্যাপার হলো, সরকারিভাবে যদি উপকারভোগীদের আগে সচেতন করা হতো, তাহলে এই সরল মানুষগুলো প্রতারিত হতেন না।
এখন সময় এসেছে সরকারের সংশ্লিষ্ট বিভাগ ও প্রশাসনের দ্রুত পদক্ষেপ নেওয়ার। ভাতাভোগীদের জন্য সুরক্ষিত ও সহজ ডিজিটাল লেনদেন নিশ্চিত করতে নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা উচিত। পাশাপাশি প্রতারক চক্রকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তা না হলে ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন প্রতারকদের হাতে বারবার ভূলুণ্ঠিত হবে।
সরকার পরিবর্তনের ঘটনাকে ঢাল হিসেবে ব্যবহার করে কুমিল্লার চৌদ্দগ্রামে কিছু প্রতারক চক্র দুস্থ, দরিদ্র ও অসহায় মানুষের টাকা হাতিয়ে নিয়েছে। প্রতারণার শিকার হওয়া অভিযোগকারীরা এখন উপজেলা সমাজসেবা কার্যালয়ে গিয়ে এ থেকে পরিত্রাণের আকুতি জানাচ্ছেন। এ নিয়ে আজকের পত্রিকায় একটি সংবাদ প্রকাশিত হয়েছে মঙ্গলবার।
চৌদ্দগ্রাম উপজেলায় প্রায় দুই হাজার লোকের টাকা প্রতারকেরা হাতিয়ে নিয়েছে। প্রতারণার ধরনে তেমন কোনো পরিবর্তন হয়নি। প্রতারকেরা ভুক্তভোগীদের বোকা বানিয়ে বলেছে, ‘আমি সমাজসেবা অফিসের কর্মকর্তা বলছি। সরকার পরিবর্তনের কারণে আপনার নগদ অ্যাকাউন্টে পিনকোড সমস্যাজনিত কারণে টাকা যাচ্ছে না। তাই টাকা পাঠানোর জন্য আপনার গোপন পিনকোডটা লাগবে।’ এদিকে ভুক্তভোগীরা সরল বিশ্বাসে প্রতারকদের কাছে নিজের পিনকোড দিয়ে দিয়েছেন। এরপর প্রতারকেরা তাঁদের টাকা হাতিয়ে নিয়েছে।
বিগত সরকারের সময়ে গ্রহণ করা ‘সামাজিক সুরক্ষা কর্মসূচি’র আওতায় এ উপজেলায় ২৯ হাজার ৯৭৭ জন ভাতা পেয়ে থাকেন। এই কর্মসূচির আওতায় আছেন বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী, অনগ্রসর বিশেষ গোষ্ঠী ও সমতল জাতিগোষ্ঠী। উপজেলা সমাজসেবা কার্যালয়ের তত্ত্বাবধানে এসব ভাতাভোগীকে ডিজিটাল পদ্ধতিতে নগদ, বিকাশ, ব্যাংক এশিয়ার মাধ্যমে ভাতা দেওয়া হয়। প্রতি তিন মাস পরপর ভুক্তভোগীদের ব্যক্তিগত মোবাইলে ডিজিটাল ব্যাংকিংয়ের মাধ্যমে ভাতা চলে যায়। পরে তাঁরা তাঁদের সুবিধামতো টাকা তুলে নেন।
ক্রমাগত বিজ্ঞান-প্রযুক্তির অগ্রগতির কারণে আমাদের জীবনযাপন সহজতর হয়েছে। আমাদের দৈনন্দিন জীবনের অনেক জটিল কাজ সহজে করা সম্ভব হচ্ছে। জগতের প্রতিটি আবিষ্কারের ভালো-মন্দ দুটি দিক থাকে। তবে প্রযুক্তির খারাপ দিকটাকেই কাজে লাগায় ও ভালো দিকটাকে নষ্ট করে এই সমাজের কিছু বিপথগামী ব্যক্তি। চৌদ্দগ্রামের ঘটনাই তার বড় প্রমাণ।
বিগত সরকার ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ গড়ার লক্ষ্য সামনে রেখে ৫ কোটি মানুষকে প্রতি মাসে ভাতা প্রদানের উদ্যোগ নিয়েছিল। এই প্রকল্প গ্রহণের ফলে দেশের লাখ লাখ দুস্থ ও অসহায় মানুষ এখনো উপকার পাচ্ছেন। কিন্তু কিছু প্রতারকের কারণে অসহায় মানুষ তাঁদের প্রাপ্য থেকে বঞ্চিত হচ্ছেন। এ ধরনের ঘটনা দেশে নতুন নয়। এর আগেও বিভিন্ন সময়ে দেশের নানা জায়গায় এ রকম প্রতারণার ঘটনা ঘটেছে। কিন্তু কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা গ্রহণ না করার কারণে ঘটনাগুলো রোধ করা যাচ্ছে না। বিভিন্ন অ্যাপ এবং দক্ষ প্রযুক্তিবিদ দিয়ে প্রতারকদের ধরা কি অসম্ভব? আর একটা ব্যাপার হলো, সরকারিভাবে যদি উপকারভোগীদের আগে সচেতন করা হতো, তাহলে এই সরল মানুষগুলো প্রতারিত হতেন না।
এখন সময় এসেছে সরকারের সংশ্লিষ্ট বিভাগ ও প্রশাসনের দ্রুত পদক্ষেপ নেওয়ার। ভাতাভোগীদের জন্য সুরক্ষিত ও সহজ ডিজিটাল লেনদেন নিশ্চিত করতে নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা উচিত। পাশাপাশি প্রতারক চক্রকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তা না হলে ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন প্রতারকদের হাতে বারবার ভূলুণ্ঠিত হবে।
বাংলাদেশে মৌলবাদ আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। এক দিক দিয়ে এটা অত্যন্ত অপ্রত্যাশিত। কেননা বাংলাদেশের অভ্যুদয় ধর্মভিত্তিক জাতীয়তাবাদকে প্রত্যাখ্যান ও পরাভূত করে। কিন্তু পরাভূত শক্তি আবার ফিরে এসেছে। তার পরাজয়টা কেবল যে সশস্ত্র যুদ্ধক্ষেত্রে ঘটেছিল তা নয়, ঘটেছিল আদর্শিকভাবেও। তাহলে কেন তার পুনরুত্থান?
৯ ঘণ্টা আগেপাকিস্তান সে দেশে বসবাস করা আফগান শরণার্থীদের ব্যাপকভাবে বহিষ্কার করতে শুরু করেছে। চলতি এপ্রিলের মধ্যে ৮০ হাজার শরণার্থীকে ফেরত পাঠানোর লক্ষ্য রয়েছে পাকিস্তান সরকারের। বলা যায়, এই সিদ্ধান্ত আফগান শরণার্থীদের কাছে বজ্রাঘাতের মতো হয়ে এসেছে। কোথায় যাবে তারা? তালেবানশাসিত আফগানিস্তানে ফেরার মতো অবস্থা
৯ ঘণ্টা আগেআমরা যুদ্ধবিরোধী। আন্তর্জাতিক অঙ্গনে বা যেকোনো দেশে যুদ্ধ মানেই মানুষের বিপদ। খেয়াল করবেন, বিশ্ব বদলে গেছে। আগে দুনিয়ার যেকোনো জায়গায় একটা বোমা ফাটলেই মানুষ নড়েচড়ে বসত। খবর হয়ে যেত সারা পৃথিবীতে। এখন আর তেমন হয় না। গাজায় আক্রান্ত সভ্যতা ও মানুষের জীবন। যারা মারছে তারা বেপরোয়া। অথচ মানুষের মনে আফসোস
৯ ঘণ্টা আগেলালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় চলবলা ইউনিয়নের শিয়ালখোওয়া এলাকার শিয়ালখোওয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং শিয়ালখোওয়া উচ্চবিদ্যালয় ও কলেজ মাঠে সপ্তাহে প্রতি শনি ও বুধবার হাট বসে। এ ছাড়া বাকি পাঁচ দিনই প্রতিষ্ঠানটির মাঠে বসে দৈনিক বাজার। হাটের কার্যক্রম শুরু হয় সকাল থেকে। সারা দিন চলে বেচাকেনা। এ মাঠে আর
৯ ঘণ্টা আগে