সম্পাদকীয়
কাউকে কুপিয়ে, গুলি করে অথবা শ্বাসরোধ করে হত্যা করা হচ্ছে। কেউ আবার আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন হতাশা, ব্যর্থতা কিংবা গ্লানি থেকে। কারও স্বাভাবিক মৃত্যু হচ্ছে, কারও-বা অস্বাভাবিক উপায়ে। সংবাদপত্রে প্রতিদিনই দুঃখের খবর, বেদনার খবর, কষ্টের খবর ছাপা হয়। একসময় এসব খবর মানুষকে আলোড়িত করত, ভারাক্রান্ত করত। এখন সবকিছু স্বাভাবিকভাবে নেওয়ার অদ্ভুত এক ক্ষমতা মানুষ রপ্ত করেছে। অল্প শোকে কাতর, অধিক শোকে পাথর।
স্বাধীনতার ৫০ বছর উদ্যাপন করার সময় নানা ক্ষেত্রে বড় বড় অর্জন, অগ্রগতি ও সাফল্যের চিত্র যেমন আমাদের চোখের সামনে উজ্জ্বল হয়ে ভাসছে, তেমনি কিছু কিছু ক্ষেত্রে পিছিয়ে পড়ার ছবিও আড়ালে থাকছে না। বাংলাদেশ রাষ্ট্রটি সব ধরনের বৈষম্যমুক্ত হবে, সব মানুষের নিরাপদ বাসভূমি হবে—এটাই ছিল সাধারণ প্রত্যাশা। কিন্তু এত বছর পর আমরা দেখছি, নানা ক্ষেত্রে বৈষম্য বাড়ছে, অনিয়ম বাড়ছে, দুর্নীতির লাগাম টেনে ধরা যাচ্ছে না।মূল্যবোধের অবক্ষয় পীড়া দিচ্ছে। মানবিকতার বদলে নিষ্ঠুরতা বাড়ছে। হিংসা, বিদ্বেষ, পরশ্রীকাতরতা কমছে না। হত্যা, খুন, নারী নির্যাতন নতুন মাত্রা পাচ্ছে। আইন আছে, আইনের যথাযথ প্রয়োগ নেই।
অবশ্য শুধু কঠোর আইনি পদক্ষেপই অন্যায়, অনাচার, অপরাধপ্রবণতা দমনে যথেষ্ট বলে মনে হয় না। এ জন্য পরিবার, সমাজ, রাজনীতি এবং শিক্ষা-সাংস্কৃতিক ক্ষেত্রেও পরিবর্তন আনা জরুরি। মানুষের মনোজগতে আবর্জনা জমলে, জমার পরিবেশ তৈরি করা হলে কীভাবে সুস্থ-সুন্দর ন্যায়ানুগ পথে চলা সম্ভব? মনের ময়লা সাফসুতরো করার ব্যবস্থা বরং আগে করতে হবে।
শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় মানবিক গুণাবলি এবং সাংস্কৃতিক বোধ বিকশিত করার পরিবর্তে শুধু পুঁথিগত শিক্ষা দেওয়া, পরিবার থেকে আচরণগত শিক্ষা না পাওয়ার কারণেই সম্ভবত অপরাধের মাত্রা ক্রমেই বেড়ে চলেছে।
বিচারহীনতার সংস্কৃতি তো আছেই। সেই সঙ্গে যুক্ত হয়েছে রাজনৈতিক পৃষ্ঠপোষকতা অথবা ক্ষমতাসীন দলের ছত্রচ্ছায়ায় বা নাম ভাঙিয়ে অপরাধ করার প্রবণতা। সব ধরনের অপরাধ দমনের জন্য রাজনৈতিক উদ্যোগ ও সিদ্ধান্তের বিকল্প নেই। ইদানীং লক্ষ করা যাচ্ছে, যারা অপরাধ করে, তারা সব সময় ক্ষমতাসীন পার্টির সঙ্গ পছন্দ করে। ক্ষমতাসীনেরা যাতে অপরাধ এবং অপরাধ সংঘটনে পারদর্শীদের নিজেদের বুকে ঠাঁই না দেয়, সে অবস্থা ও ব্যবস্থা নিশ্চিত করতে হবে। এলাকায় এলাকায় যারা বাহাদুর সেজে আছে, মানুষের জীবনকে অতিষ্ঠ করে তুলছে, তারা নিশ্চয়ই কারও চোখের আড়ালে নেই। যারা চোখের সামনে দুর্বৃত্তপনা করার দুঃসাহস দেখায়, তাদের সাহসের উৎসটা ভেঙে দিতে হবে। সাধারণ মানুষের ঐক্যবদ্ধ প্রতিরোধেই এটা সম্ভব। আমরা সবাই যদি দায়িত্ব এবং কর্তব্যসচেতন হই, তাহলে আমাদের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়ার সাহস কেউ দেখাবে না।
একদিকে আমাদের আরও বেশি মানবিক হতে হবে, অন্যদিকে খুন, ধর্ষণসহ সব অপরাধের বিরুদ্ধে মানুষের মনে প্রতিবাদী মানসিকতার স্ফুরণ ঘটাতে হবে। সম্মিলিত প্রতিবাদে সুদিন আসবেই।
কাউকে কুপিয়ে, গুলি করে অথবা শ্বাসরোধ করে হত্যা করা হচ্ছে। কেউ আবার আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন হতাশা, ব্যর্থতা কিংবা গ্লানি থেকে। কারও স্বাভাবিক মৃত্যু হচ্ছে, কারও-বা অস্বাভাবিক উপায়ে। সংবাদপত্রে প্রতিদিনই দুঃখের খবর, বেদনার খবর, কষ্টের খবর ছাপা হয়। একসময় এসব খবর মানুষকে আলোড়িত করত, ভারাক্রান্ত করত। এখন সবকিছু স্বাভাবিকভাবে নেওয়ার অদ্ভুত এক ক্ষমতা মানুষ রপ্ত করেছে। অল্প শোকে কাতর, অধিক শোকে পাথর।
স্বাধীনতার ৫০ বছর উদ্যাপন করার সময় নানা ক্ষেত্রে বড় বড় অর্জন, অগ্রগতি ও সাফল্যের চিত্র যেমন আমাদের চোখের সামনে উজ্জ্বল হয়ে ভাসছে, তেমনি কিছু কিছু ক্ষেত্রে পিছিয়ে পড়ার ছবিও আড়ালে থাকছে না। বাংলাদেশ রাষ্ট্রটি সব ধরনের বৈষম্যমুক্ত হবে, সব মানুষের নিরাপদ বাসভূমি হবে—এটাই ছিল সাধারণ প্রত্যাশা। কিন্তু এত বছর পর আমরা দেখছি, নানা ক্ষেত্রে বৈষম্য বাড়ছে, অনিয়ম বাড়ছে, দুর্নীতির লাগাম টেনে ধরা যাচ্ছে না।মূল্যবোধের অবক্ষয় পীড়া দিচ্ছে। মানবিকতার বদলে নিষ্ঠুরতা বাড়ছে। হিংসা, বিদ্বেষ, পরশ্রীকাতরতা কমছে না। হত্যা, খুন, নারী নির্যাতন নতুন মাত্রা পাচ্ছে। আইন আছে, আইনের যথাযথ প্রয়োগ নেই।
অবশ্য শুধু কঠোর আইনি পদক্ষেপই অন্যায়, অনাচার, অপরাধপ্রবণতা দমনে যথেষ্ট বলে মনে হয় না। এ জন্য পরিবার, সমাজ, রাজনীতি এবং শিক্ষা-সাংস্কৃতিক ক্ষেত্রেও পরিবর্তন আনা জরুরি। মানুষের মনোজগতে আবর্জনা জমলে, জমার পরিবেশ তৈরি করা হলে কীভাবে সুস্থ-সুন্দর ন্যায়ানুগ পথে চলা সম্ভব? মনের ময়লা সাফসুতরো করার ব্যবস্থা বরং আগে করতে হবে।
শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় মানবিক গুণাবলি এবং সাংস্কৃতিক বোধ বিকশিত করার পরিবর্তে শুধু পুঁথিগত শিক্ষা দেওয়া, পরিবার থেকে আচরণগত শিক্ষা না পাওয়ার কারণেই সম্ভবত অপরাধের মাত্রা ক্রমেই বেড়ে চলেছে।
বিচারহীনতার সংস্কৃতি তো আছেই। সেই সঙ্গে যুক্ত হয়েছে রাজনৈতিক পৃষ্ঠপোষকতা অথবা ক্ষমতাসীন দলের ছত্রচ্ছায়ায় বা নাম ভাঙিয়ে অপরাধ করার প্রবণতা। সব ধরনের অপরাধ দমনের জন্য রাজনৈতিক উদ্যোগ ও সিদ্ধান্তের বিকল্প নেই। ইদানীং লক্ষ করা যাচ্ছে, যারা অপরাধ করে, তারা সব সময় ক্ষমতাসীন পার্টির সঙ্গ পছন্দ করে। ক্ষমতাসীনেরা যাতে অপরাধ এবং অপরাধ সংঘটনে পারদর্শীদের নিজেদের বুকে ঠাঁই না দেয়, সে অবস্থা ও ব্যবস্থা নিশ্চিত করতে হবে। এলাকায় এলাকায় যারা বাহাদুর সেজে আছে, মানুষের জীবনকে অতিষ্ঠ করে তুলছে, তারা নিশ্চয়ই কারও চোখের আড়ালে নেই। যারা চোখের সামনে দুর্বৃত্তপনা করার দুঃসাহস দেখায়, তাদের সাহসের উৎসটা ভেঙে দিতে হবে। সাধারণ মানুষের ঐক্যবদ্ধ প্রতিরোধেই এটা সম্ভব। আমরা সবাই যদি দায়িত্ব এবং কর্তব্যসচেতন হই, তাহলে আমাদের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়ার সাহস কেউ দেখাবে না।
একদিকে আমাদের আরও বেশি মানবিক হতে হবে, অন্যদিকে খুন, ধর্ষণসহ সব অপরাধের বিরুদ্ধে মানুষের মনে প্রতিবাদী মানসিকতার স্ফুরণ ঘটাতে হবে। সম্মিলিত প্রতিবাদে সুদিন আসবেই।
দেশে কী ঘটছে, রাজনীতির গতিমুখ কোন দিকে—এসব নিয়ে মানুষের মধ্যে কৌতূহল ও আগ্রহের শেষ নেই। অনেকের মনে অনেক প্রশ্ন, জবাব নেই প্রায় কোনো প্রশ্নেরই। রাজনীতি নিয়ে ভবিষ্যদ্বাণী করার মতো জ্যোতিষীরও দেখা পাওয়া ভার। তবে গুজব, রটনা, কানকথার কোনো অভাব নেই। আমরা যাঁরা গণমাধ্যমে কাজ করি, আমাদের সঙ্গে পরিচিতজনদের
১২ ঘণ্টা আগেগত এপ্রিল মাসে ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর হামলার ঘটনায় ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। উভয় দেশই পাল্টাপাল্টি হামলা চালায়। যদিও এই হামলার শুরুটা ভারতের দিক থেকে হয়েছিল। পরমাণু অস্ত্রধর দুই দেশ কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে, বাণিজ্য ও যাতায়াত বন্ধ করে দেয়
১২ ঘণ্টা আগেতথ্য উপদেষ্টা মাহফুজ আলম একটি ফেসবুক পোস্ট দিয়ে হত্যাকাণ্ডের বিচারের প্রশ্নটি তুলেছিলেন। জুলাই-আগস্টে আওয়ামী লীগ সরকারের সময় যে মানবতাবিরোধী অপরাধ ঘটেছে, তার বিচারের ব্যাপারে কথাবলার আগে তিনি লিখেছেন, ‘একাত্তরের প্রশ্ন মীমাংসা করতেই হবে।
১২ ঘণ্টা আগেগত শতকের নব্বইয়ের দশক থেকে দেশে আঙুর চাষের চেষ্টা চলেছে। দেশের মাটিতে আঙুরের ফলন হয়েছে ঠিকই, কিন্তু স্বাদ ছিল বেজায় টক। বাংলাদেশের সাধারণ মানুষ তখনো জানত না আঙুরগাছ দেখতে কেমন।
১ দিন আগে