সম্পাদকীয়
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিসহ রাজনীতির অনিশ্চিত যাত্রার মধ্যে দুর্নীতির একটি নতুন খবর মানুষকে কতটা পীড়া দেয়, তা বলা মুশকিল। কারণ দুর্নীতিই তো দেশে নীতি হয়ে দাঁড়িয়েছে।
সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (এসএমইউ) প্রশ্নপত্র ছাপা, পরীক্ষার ফলাফল প্রকাশ, সনদে স্বাক্ষর, বিভিন্ন কার্যাদেশে স্বাক্ষর, বিশ্ববিদ্যালয়ের ব্যাংক অ্যাকাউন্ট থেকে অগ্রিম টাকা উত্তোলন—এসব গুরুত্বপূর্ণ কাজ একজন ‘সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক (এইসি)’ করেছেন। এ নিয়ে ২৫ মার্চ আজকের পত্রিকায় একটি সংবাদ প্রকাশিত হয়েছে।
একজন ব্যক্তির হাতে দেশের একটি প্রতিষ্ঠানের এতগুলো গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের মতো প্রশাসনিক কাঠামোয় দুর্বলতার দিকটি স্পষ্ট হয়েছে। ইউজিসির নির্দেশনা অনুযায়ী, বিলাল আহমদ চৌধুরী নামের সেই এইসি অস্থায়ী চাকরির বৈধতা শেষ হয় অনেক আগেই। সরকারি বেতনও বন্ধ হয়েছে প্রায় দুই বছর আগে। তবু তিনি দুই বছর ধরে এ দায়িত্ব পালন করে যাচ্ছেন। সদ্য সাবেক ভিসি ও রেজিস্ট্রার তাঁকে এসব কাজের দায়িত্ব দিয়েছিলেন। কিন্তু বেতন দেননি। অভিযোগ রয়েছে, বেতন না দিলেও নানা অবৈধ কাজ করার সুযোগ দেওয়া হয়েছে তাঁকে। এভাবে তিনি লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। সবচেয়ে আশঙ্কার বিষয় হলো, এমন ব্যক্তির স্বাক্ষরিত সনদগুলোর বৈধতার প্রশ্ন নিয়ে ব্যাপক দুশ্চিন্তায় পড়েছেন শিক্ষার্থীরা। ভবিষ্যতে সনদ নিয়ে শিক্ষার্থীরা সমস্যায় পড়বেন না তো!
কাগজ কেনার নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার সুযোগ তৈরি করে দেওয়া এবং অগ্রিম টাকা উত্তোলনের মতো ঘটনাগুলো আর্থিক অনিয়মের দিকে ইঙ্গিত করে। এই ধরনের কর্মকাণ্ড বিশ্ববিদ্যালয়ের তহবিলের অপব্যবহার এবং দুর্নীতির সুযোগ করে দিয়েছে। ভিসি ও রেজিস্ট্রারের মতো শীর্ষ কর্মকর্তাদের যোগসাজশে এই ধরনের কর্মকাণ্ড বিশ্ববিদ্যালয়ের সুনাম ও বিশ্বাসযোগ্যতাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে।
আমাদের দেশে সামাজিক ব্যাধিগুলোর মধ্যে দুর্নীতি হলো অন্যতম। দুর্নীতির দুষ্টচক্র থেকে বেরিয়ে আসার কোনো পথ খোঁজা হয় না। সরকার যায়, সরকার আসে, কিন্তু রাষ্ট্রীয় ও সামাজিক ব্যাধিগুলোর নিরাময় হয় না। ৫ আগস্টের পটপরিবর্তনের পর আমরা আশাবাদী হয়েছিলাম, দেশে ভালো কিছু হবে। কিন্তু ভালো কিছু হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না। নজরদারির অভাব এবং জবাবদিহি না থাকার কারণে মূলত আমাদের দেশে দুর্নীতি ও অনিয়মের ঘটনা রোধ করা যায় না। দুদককে এখন সক্রিয় ভূমিকা পালন করতে দেখা যাচ্ছে। আমরা আশা করব, দুদক এ ক্ষেত্রে যথাযথ ভূমিকা পালন করবে। এই পরিস্থিতিতে জরুরি ভিত্তিতে এই ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাঠামোতে প্রয়োজনীয় সংস্কার করে দুর্নীতি ও অনিয়মের পথ বন্ধ করতে হবে। এই ঘটনার সুষ্ঠু সমাধান ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা গেলে, তা অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য একটি কঠোর সতর্কবার্তা হিসেবে কাজ করতে পারে। একই সঙ্গে শিক্ষাব্যবস্থার ওপর মানুষের বিশ্বাস ফিরিয়ে আনতে সহায়কও হতে পারে।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিসহ রাজনীতির অনিশ্চিত যাত্রার মধ্যে দুর্নীতির একটি নতুন খবর মানুষকে কতটা পীড়া দেয়, তা বলা মুশকিল। কারণ দুর্নীতিই তো দেশে নীতি হয়ে দাঁড়িয়েছে।
সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (এসএমইউ) প্রশ্নপত্র ছাপা, পরীক্ষার ফলাফল প্রকাশ, সনদে স্বাক্ষর, বিভিন্ন কার্যাদেশে স্বাক্ষর, বিশ্ববিদ্যালয়ের ব্যাংক অ্যাকাউন্ট থেকে অগ্রিম টাকা উত্তোলন—এসব গুরুত্বপূর্ণ কাজ একজন ‘সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক (এইসি)’ করেছেন। এ নিয়ে ২৫ মার্চ আজকের পত্রিকায় একটি সংবাদ প্রকাশিত হয়েছে।
একজন ব্যক্তির হাতে দেশের একটি প্রতিষ্ঠানের এতগুলো গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের মতো প্রশাসনিক কাঠামোয় দুর্বলতার দিকটি স্পষ্ট হয়েছে। ইউজিসির নির্দেশনা অনুযায়ী, বিলাল আহমদ চৌধুরী নামের সেই এইসি অস্থায়ী চাকরির বৈধতা শেষ হয় অনেক আগেই। সরকারি বেতনও বন্ধ হয়েছে প্রায় দুই বছর আগে। তবু তিনি দুই বছর ধরে এ দায়িত্ব পালন করে যাচ্ছেন। সদ্য সাবেক ভিসি ও রেজিস্ট্রার তাঁকে এসব কাজের দায়িত্ব দিয়েছিলেন। কিন্তু বেতন দেননি। অভিযোগ রয়েছে, বেতন না দিলেও নানা অবৈধ কাজ করার সুযোগ দেওয়া হয়েছে তাঁকে। এভাবে তিনি লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। সবচেয়ে আশঙ্কার বিষয় হলো, এমন ব্যক্তির স্বাক্ষরিত সনদগুলোর বৈধতার প্রশ্ন নিয়ে ব্যাপক দুশ্চিন্তায় পড়েছেন শিক্ষার্থীরা। ভবিষ্যতে সনদ নিয়ে শিক্ষার্থীরা সমস্যায় পড়বেন না তো!
কাগজ কেনার নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার সুযোগ তৈরি করে দেওয়া এবং অগ্রিম টাকা উত্তোলনের মতো ঘটনাগুলো আর্থিক অনিয়মের দিকে ইঙ্গিত করে। এই ধরনের কর্মকাণ্ড বিশ্ববিদ্যালয়ের তহবিলের অপব্যবহার এবং দুর্নীতির সুযোগ করে দিয়েছে। ভিসি ও রেজিস্ট্রারের মতো শীর্ষ কর্মকর্তাদের যোগসাজশে এই ধরনের কর্মকাণ্ড বিশ্ববিদ্যালয়ের সুনাম ও বিশ্বাসযোগ্যতাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে।
আমাদের দেশে সামাজিক ব্যাধিগুলোর মধ্যে দুর্নীতি হলো অন্যতম। দুর্নীতির দুষ্টচক্র থেকে বেরিয়ে আসার কোনো পথ খোঁজা হয় না। সরকার যায়, সরকার আসে, কিন্তু রাষ্ট্রীয় ও সামাজিক ব্যাধিগুলোর নিরাময় হয় না। ৫ আগস্টের পটপরিবর্তনের পর আমরা আশাবাদী হয়েছিলাম, দেশে ভালো কিছু হবে। কিন্তু ভালো কিছু হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না। নজরদারির অভাব এবং জবাবদিহি না থাকার কারণে মূলত আমাদের দেশে দুর্নীতি ও অনিয়মের ঘটনা রোধ করা যায় না। দুদককে এখন সক্রিয় ভূমিকা পালন করতে দেখা যাচ্ছে। আমরা আশা করব, দুদক এ ক্ষেত্রে যথাযথ ভূমিকা পালন করবে। এই পরিস্থিতিতে জরুরি ভিত্তিতে এই ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাঠামোতে প্রয়োজনীয় সংস্কার করে দুর্নীতি ও অনিয়মের পথ বন্ধ করতে হবে। এই ঘটনার সুষ্ঠু সমাধান ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা গেলে, তা অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য একটি কঠোর সতর্কবার্তা হিসেবে কাজ করতে পারে। একই সঙ্গে শিক্ষাব্যবস্থার ওপর মানুষের বিশ্বাস ফিরিয়ে আনতে সহায়কও হতে পারে।
বিবিসি বাংলার সাম্প্রতিক প্রতিবেদন ‘৫ আগস্টে যাত্রাবাড়ীতে নির্বিচারে গুলি চালিয়ে ৫২ জন আন্দোলনকারী নিহত’ শিরোনামে যে বর্ণনা তুলে ধরেছে, তা সামাজিক মাধ্যমে যেমন আলোড়ন সৃষ্টি করেছে, তেমনি সাংবাদিকতার নিরপেক্ষতা নিয়েও এক নতুন বিতর্ক উত্থাপন করেছে। প্রতিবেদনটি শুধু ৫ আগস্টের ঘটনাকে আলাদা করে তুলে ধরেছে
৩ ঘণ্টা আগেজোসেফ গোয়েবলস ছিলেন হিটলারের নাৎসি জার্মানির তথ্য ও প্রচারবিষয়ক মন্ত্রী। তিনি ছিলেন মিথ্যাকে ‘সত্য’ বানানোর এক ভয়ংকর কৌশলের রূপকার। গোয়েবলস বিশ্বাস করতেন, ‘একটি বড় মিথ্যাকে বারবার বললে মানুষ একসময় সেটিকে সত্য বলে মেনে নেয়।’ তাঁর এই নীতি দিয়েই নাৎসি জার্মানি কোটি মানুষের চিন্তা নিয়ন্ত্রণ করেছিল...
৫ ঘণ্টা আগেগত বছর জুলাইয়ের আন্দোলনে একটি স্লোগান শুনে আমি পুলকিত বোধ করেছিলাম। স্লোগানটা ছিল—‘কোটা না মেধা মেধা, মেধা মেধা’। এই স্লোগানের আরেকটি সমার্থক প্রবাদ বাক্য আছে আমাদের সমাজে—‘জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো’। আপনি কার ছেলে বা মেয়ে, কার নাতি বা নাতনি অর্থাৎ পিতা-মাতা বা দাদা-দাদির পরিচয় সূত্রে আপনি...
৫ ঘণ্টা আগেসেই উনিশ শ সাতাশি সালের এক শীতের সকালে সোভিয়েত ইউনিয়নের ক্রাসনাদার শহরে ক্যাম্পাসের সামনে জড়ো হয়েছিল একদল বিদেশি শিক্ষার্থী। কুবান বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিল এরা। ছুটির দিনে ভ্রমণে যাচ্ছিল। দুটো বাস প্রস্তুত। কয়েকজন শিক্ষক আর অনেকজন শিক্ষার্থীকে নিয়ে বাস ছুটল তাগানরোগের দিকে...
৫ ঘণ্টা আগে